রামপুরহাট, 6 মার্চ : রামপুরহাট মেডিকেল কলেজের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল রোগী । মৃতের নাম মহম্মদ বিন । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী যুবকের বাড়ি রামপুরহাট মহকুমার কোড়া গ্রামে । গত শুক্রবার বাড়িতেই পারিবারিক অশান্তির জন্য বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয় । আজ হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি (Patient commits suicide in Rampurhat) ।
আত্মঘাতী যুবকের স্ত্রী রেকিবা বিবি বলেন, ''আমার স্বামী বিষ খেয়েছিল । পুরুষ বিভাগে ভর্তি থাকায় কোনও মহিলা সদস্যকে হাসপাতালে থাকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ । গতকাল দুপুরে পরিবারের সদস্যরা হাসপাতালে এলে তাঁদেরও ঢুকতে দেওয়া হয়নি । পরে এক পুরুষ আত্মীয়কে হাসপাতালে পাঠানো হয় । তিনি হাসপাতালে ঢুকেও আমার স্বামীকে দেখতে পাননি । কিন্তু হাসপাতাল জানায়, নিজের বেডেই ছিলেন আমার স্বামী । রবিবার সকালেও মহম্মদের খবর নিতে হাসপাতালে এসেছিলেন পরিবারের সদস্যরা । তখনই কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ছাদ থেকে পড়ে গিয়ে রোগীর মৃত্যু হয়েছে ।"
খবর পাওয়া মাত্র ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা । হাসপাতালে ভাঙচুর চালানো ও ওয়ার্ডমাস্টারকে মারধর করা হয় বলে অভিযোগ । পরে পুলিশ এসে বেশ কয়েকজনকে আটক করে ।
আরও পড়ুন : বয়ান বদলে ধর্ষণে অভিযুক্ত বেকসুর খালাস, অভিযোগকারিণীর 3 দিনের জেল হেফাজতের নির্দেশ
রামপুরহাট হাসপাতালের ওয়ার্ডমাস্টার সুখদেব ভান্ডারী বলেন, ''খবর পেয়ে আমি বিষয়টা জানতে যাচ্ছিলাম । পুলিশকে খবর দিয়ে ছিলাম । মাঝপথে পরিবারের সদস্যরা আমাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে । হাসপাতালে ভাঙচুর চালায় । পরে পুলিশ 6-7 জনকে আটক করে ।"