ETV Bharat / state

Explosive Recovery: নলহাটিতে তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার এনআইএ-র - বীরভূম

বুধবার এনআইএ বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ কুমার ঘোষের বাড়িতে অভিযান চালায় ৷ সেখানে উদ্ধার হয় বিস্ফোরক ৷ এই নিয়ে হইচই পড়েছে সর্বত্র ৷

Explosive Recovery
Explosive Recovery
author img

By

Published : Jun 28, 2023, 8:21 PM IST

নলহাটি, 28 জুন: অবৈধভাবে বিস্ফোরক মজুত রাখার অভিযোগ উঠল এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে । বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-এর একটি টিম ওই তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে । উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র । পলাতক ওই তৃণমূল প্রার্থী । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে । এই নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলে এটাই স্বাভাবিক ৷

পেশায় পাথর ব্যবসায়ী মনোজ কুমার ঘোষ এবার পঞ্চায়েতে তৃণমূলের প্রতীকে লড়াই করছেন । বীরভূমের নলহাটি-1 ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন । বুধবার সাত সকালে তাঁর বাড়িতে হাজির হয় এনআইএ-র দল । বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, 130টি জিলটিন স্টিক উদ্ধার হয়েছে ৷ ওই জিলেটিন স্টিকের ওজন 16.250 কেজি ৷ এছাড়া 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে ।

তৃণমূলের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এসব করাচ্ছে । তৃণমূলের ব্লক সভাপতি অশোক ঘোষ বলেন, “মনোজ খুব ভালো ছেলে । যেদিন থেকে ভোটে দাঁড়িয়েছে, বিজেপি সেদিন থেকে ওর পিছনে লেগেছে । উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ফাঁসানো হয়েছে ৷” অন্যদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “তৃণমূল মানেই বোমা ও বারুদ । ফলে ওদের বাড়ি থেকে তো বিস্ফোরক উদ্ধার হবেই ৷”

প্রসঙ্গত, আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন৷ মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ৷ এখন প্রচার চলছে৷ এই পরিস্থিতিতে প্রার্থী পালিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে প্রচার প্রক্রিয়া ৷

আরও পড়ুন: মাড়গ্রামে বাড়ির ছাদে বোমা বাঁধার সময় গ্রেফতার কংগ্রেস প্রার্থী সহ 5

নলহাটি, 28 জুন: অবৈধভাবে বিস্ফোরক মজুত রাখার অভিযোগ উঠল এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে । বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-এর একটি টিম ওই তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে । উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র । পলাতক ওই তৃণমূল প্রার্থী । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে । এই নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলে এটাই স্বাভাবিক ৷

পেশায় পাথর ব্যবসায়ী মনোজ কুমার ঘোষ এবার পঞ্চায়েতে তৃণমূলের প্রতীকে লড়াই করছেন । বীরভূমের নলহাটি-1 ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন । বুধবার সাত সকালে তাঁর বাড়িতে হাজির হয় এনআইএ-র দল । বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, 130টি জিলটিন স্টিক উদ্ধার হয়েছে ৷ ওই জিলেটিন স্টিকের ওজন 16.250 কেজি ৷ এছাড়া 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে ।

তৃণমূলের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এসব করাচ্ছে । তৃণমূলের ব্লক সভাপতি অশোক ঘোষ বলেন, “মনোজ খুব ভালো ছেলে । যেদিন থেকে ভোটে দাঁড়িয়েছে, বিজেপি সেদিন থেকে ওর পিছনে লেগেছে । উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ফাঁসানো হয়েছে ৷” অন্যদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “তৃণমূল মানেই বোমা ও বারুদ । ফলে ওদের বাড়ি থেকে তো বিস্ফোরক উদ্ধার হবেই ৷”

প্রসঙ্গত, আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন৷ মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ৷ এখন প্রচার চলছে৷ এই পরিস্থিতিতে প্রার্থী পালিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে প্রচার প্রক্রিয়া ৷

আরও পড়ুন: মাড়গ্রামে বাড়ির ছাদে বোমা বাঁধার সময় গ্রেফতার কংগ্রেস প্রার্থী সহ 5

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.