ETV Bharat / state

বিশ্বভারতীতে ফিরিয়ে নেওয়া রাস্তায় বক্স বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ত বিভাগের, বিতর্ক

বোলপুরে প্রশাসনিক বৈঠকে এসে বিশ্বভারতীকে দেওয়া রাস্তা পুনরায় ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পরেই ঐতিহ্যবাহী উপাসনাগৃহ, রবীন্দ্রভবন, কলাভবন প্রভৃতির সামনে দিয়ে যাওয়া রাস্তা নিজেদের হেপাজতে নেয় রাজ্য সরকার। পূর্ত দপ্তরের তরফে বোর্ড লাগিয়ে রাস্তার দ্বারোদ্ঘাটন করা হয়।

Frist Occupied visva bharati's road and then did a musical programme in visva bharati campus by state government
বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্য সরকারের
author img

By

Published : Jan 7, 2021, 3:49 PM IST

শান্তিনিকেতন, 7 জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বিশ্বভারতীর রাস্তা ফিরিয়ে নেওয়ার পর, ওই রাস্তার উপর বক্স বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে পূর্ত বিভাগ। ঐতিহ্যবাহী উপাসনা গৃহের সামনে বড় বড় বক্স বাজিয়ে চলছে অনুষ্ঠান। এই এলাকা "নো হর্ন জোন" হিসেবে ঘোষিত রয়েছে বহুদিন ধরেই। হঠাৎ করে পূর্ত বিভাগের তরফে বিশ্বভারতীর ভিতরে এই ধরনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। আর এই ঘটনার পর, বিশ্বভারতীকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও বাড়ল।


বোলপুরে প্রশাসনিক বৈঠকে এসে বিশ্বভারতীকে দেওয়া রাস্তা পুনরায় ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই ঐতিহ্যবাহী উপাসনাগৃহ, রবীন্দ্রভবন, কলাভবন প্রভৃতির সামনে দিয়ে যাওয়া রাস্তা নিজেদের হেপাজতে নেয় রাজ্য সরকার। পূর্ত দপ্তরের তরফে বোর্ড লাগিয়ে রাস্তার দ্বারোদ্ঘাটন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ও পুলিশ সুপারসহ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর।

এদিন বিশ্বভারতীর উপাসনা গৃহের ঠিক সামনে রাস্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক প্রকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে বড় বড় বক্স বাজিয়ে চলে অনুষ্ঠান। যা আগে কখনও হয়নি। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

শান্তিনিকেতন, 7 জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বিশ্বভারতীর রাস্তা ফিরিয়ে নেওয়ার পর, ওই রাস্তার উপর বক্স বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে পূর্ত বিভাগ। ঐতিহ্যবাহী উপাসনা গৃহের সামনে বড় বড় বক্স বাজিয়ে চলছে অনুষ্ঠান। এই এলাকা "নো হর্ন জোন" হিসেবে ঘোষিত রয়েছে বহুদিন ধরেই। হঠাৎ করে পূর্ত বিভাগের তরফে বিশ্বভারতীর ভিতরে এই ধরনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। আর এই ঘটনার পর, বিশ্বভারতীকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও বাড়ল।


বোলপুরে প্রশাসনিক বৈঠকে এসে বিশ্বভারতীকে দেওয়া রাস্তা পুনরায় ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই ঐতিহ্যবাহী উপাসনাগৃহ, রবীন্দ্রভবন, কলাভবন প্রভৃতির সামনে দিয়ে যাওয়া রাস্তা নিজেদের হেপাজতে নেয় রাজ্য সরকার। পূর্ত দপ্তরের তরফে বোর্ড লাগিয়ে রাস্তার দ্বারোদ্ঘাটন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ও পুলিশ সুপারসহ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর।

এদিন বিশ্বভারতীর উপাসনা গৃহের ঠিক সামনে রাস্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক প্রকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে বড় বড় বক্স বাজিয়ে চলে অনুষ্ঠান। যা আগে কখনও হয়নি। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.