ETV Bharat / state

Museum in Santiniketan Post Office : রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে স্থায়ী সংগ্রহশালা শান্তিনিকেতন ডাকঘরে - Rabindranath Tagore

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে শান্তিনিকেতন ডাকঘরে তৈরি হল সংগ্রহশালা (Museum in memory of Rabindranath Tagore at Santiniketan Post Office) ৷ স্থায়ী সংগ্রহশালা তৈরি করল ডাক বিভাগ ৷ সংগ্রহশালার নাম দেওয়া হয়েছে ছায়াবীথি ৷

সংগ্রহশালা
সংগ্রহশালা
author img

By

Published : Apr 7, 2022, 7:27 PM IST

শান্তিনিকেতন, 7 এপ্রিল : শান্তিনিকেতন ডাকঘরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে তৈরি হল ডাকঘর সংগ্রহশালা (Museum in memory of Rabindranath Tagore at Santiniketan Post Office) ৷ এই প্রথম কবিগুরুকে নিয়ে স্থায়ী সংগ্রহশালা তৈরি করল ডাক বিভাগ ৷ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি সমস্ত ডাক টিকিট প্রদর্শীত হচ্ছে । রয়েছে গুরুদেবকে নিয়ে তৈরি বিদেশি ডাক টিকিটও ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভারতে বহু ডাক টিকিট তৈরি হয়েছে ৷ শুধুমাত্র ভারতে নয়, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, ভিয়েতনাম, রোমানিয়া, সুইডেন প্রভৃতি দেশেও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি হয়েছে ডাক টিকিট । সেগুলি নিয়ে 4 লক্ষ টাকা ব্যায়ে স্থায়ী সংগ্রহশালা তৈরি করল শান্তিনিকেতন ডাকঘর ।

‘ছায়াবীথি’ নামক এই সংগ্রহশালায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিশিষ্ট আশ্রমিকদের নিয়ে তৈরি ডাক টিকিট প্রদর্শীত হয়েছে । যেমন, কণিকা বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, শান্তিদেব ঘোষ প্রমুখদের নিয়ে তৈরি ডাক টিকিট স্থান পেয়েছে এই প্রদর্শনীতে ৷ এছাড়া ডাক বিভাগের তরফে শান্তিনিকেতনের চর্মশিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে । চর্মশিল্পের প্রসার ঘটাতে প্রদর্শনীতে রয়েছে কিছু শিল্পকর্ম ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে স্থায়ী সংগ্রহশালা শান্তিনিকেতন ডাকঘরে

এদিন এই সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, জেনারেল পোস্ট মাস্টার নিরাজ কুমার প্রমুখ ৷ রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে আমরা স্থায়ী মিউজিয়াম করলাম ৷ এখানে গুরুদেবের সমস্ত স্ট্যাম্প রয়েছে । চর্মশিল্পকেও আমরা গুরুত্ব দিয়েছি ৷ এই প্রথম কবিগুরুকে নিয়ে স্থায়ী সংগ্রহশালা করলাম আমরা ।"

আরও পড়ুন : CBI in ASN Court : অনুব্রতর শারীরিক অবস্থা কেমন, জানতে আসানসোল আদালতে সিবিআই

শান্তিনিকেতন, 7 এপ্রিল : শান্তিনিকেতন ডাকঘরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে তৈরি হল ডাকঘর সংগ্রহশালা (Museum in memory of Rabindranath Tagore at Santiniketan Post Office) ৷ এই প্রথম কবিগুরুকে নিয়ে স্থায়ী সংগ্রহশালা তৈরি করল ডাক বিভাগ ৷ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি সমস্ত ডাক টিকিট প্রদর্শীত হচ্ছে । রয়েছে গুরুদেবকে নিয়ে তৈরি বিদেশি ডাক টিকিটও ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভারতে বহু ডাক টিকিট তৈরি হয়েছে ৷ শুধুমাত্র ভারতে নয়, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, ভিয়েতনাম, রোমানিয়া, সুইডেন প্রভৃতি দেশেও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি হয়েছে ডাক টিকিট । সেগুলি নিয়ে 4 লক্ষ টাকা ব্যায়ে স্থায়ী সংগ্রহশালা তৈরি করল শান্তিনিকেতন ডাকঘর ।

‘ছায়াবীথি’ নামক এই সংগ্রহশালায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিশিষ্ট আশ্রমিকদের নিয়ে তৈরি ডাক টিকিট প্রদর্শীত হয়েছে । যেমন, কণিকা বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, শান্তিদেব ঘোষ প্রমুখদের নিয়ে তৈরি ডাক টিকিট স্থান পেয়েছে এই প্রদর্শনীতে ৷ এছাড়া ডাক বিভাগের তরফে শান্তিনিকেতনের চর্মশিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে । চর্মশিল্পের প্রসার ঘটাতে প্রদর্শনীতে রয়েছে কিছু শিল্পকর্ম ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে স্থায়ী সংগ্রহশালা শান্তিনিকেতন ডাকঘরে

এদিন এই সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, জেনারেল পোস্ট মাস্টার নিরাজ কুমার প্রমুখ ৷ রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে আমরা স্থায়ী মিউজিয়াম করলাম ৷ এখানে গুরুদেবের সমস্ত স্ট্যাম্প রয়েছে । চর্মশিল্পকেও আমরা গুরুত্ব দিয়েছি ৷ এই প্রথম কবিগুরুকে নিয়ে স্থায়ী সংগ্রহশালা করলাম আমরা ।"

আরও পড়ুন : CBI in ASN Court : অনুব্রতর শারীরিক অবস্থা কেমন, জানতে আসানসোল আদালতে সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.