ETV Bharat / state

Explosive Recovered: নলহাটিতে 3 হাজারের বেশি জিলেটিন স্টিক ও দু-বস্তা ডিটোনেটর উদ্ধার

নলহাটিতে পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক ৷ কয়েক হাজার পেটি-প্যাক জিলেটিন স্টিক ও দু’ বস্তা ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ ৷ যে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

Explosive Recovered in Birbhum ETV BHARAT
Explosive Recovered in Birbhum
author img

By

Published : May 26, 2023, 10:02 PM IST

নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

নলহাটি (বীরভূম), 26 মে: বীরভূমের ইলামবাজারে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ৷ দু’দিন পর বোলপুরে দু’টি ড্রামে ভরতি বোমা উদ্ধার হয় ৷ এরপর বৃহস্পতিবার রামপুরহাটের নারায়ণপুর গ্রামে বোমা উদ্ধার ৷ তার 24 ঘণ্টা পার হতে না-হতেই ফের বিস্ফোরক উদ্ধার হল বীরভূমে ৷ আজ সকালে নলহাটি মধুপুর গ্রামে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক ও ডিটোনেটরের মতো বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ ৷ জিলেটিন স্টিকগুলি বক্সের মধ্যে সিল করা অবস্থায় পাওয়া গিয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ ৷ ওই এলাকার মধুপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয় ৷ উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে, দু’বস্তা ডিটোনেটর এবং 3 হাজার 200 পিস জিলেটিন স্টিক ৷ বিস্ফোরক উদ্ধার হওয়া বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ ৷ সেখানে পুলিশের বাহিনীও মোতায়েন করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কে বা কারা ওই বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করেছিল ? তা জানা যায়নি ৷ তবে, সেই তথ্য পেতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: বোলপুরের পর এবার রামপুরহাটে উদ্ধার তাজা বোমা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধুপুর গ্রামের যে বাড়িটি থেকে ওই বিস্ফোরক পাওয়া গিয়েছে, সেটি একটি ধানি জমির মাঝখানে অবস্থিত ৷ পুলিশের অনুমান ডিটোনেটর ও জিলেটিন স্টিকগুলি পাথর খাদানে ব্যবহার করার জন্য আনা হয়ে থাকতে পারে ৷ তবে প্রশ্ন উঠছে, পাথর খাদানের ব্যবহারের জন্য আনা হলে লোকালয়ের কাছে পরিত্যক্ত বাড়িতে কেন মজুত করা হবে ? সেগুলিতো সরাসরি পাথর খাদানে গুদামেই মজুত করা যেত ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম থেকে একের পর এক তাজা বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাই ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ৷

বীরভূমের ঘোরাপাড়া গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার রেশ কাটতে না কাটতেই ফের বীরভূম বোলপুর থানার অন্তর্গত যঙ্গিনগর গ্রাম থেকে উদ্ধার হয়েছিল এক ড্রাম তাজা বোমা। তারপরই রামপুরহাট 1নং ব্লকের নারায়ণপুর গ্রাম থেকে উদ্ধার হয় দুই ড্রাম বোমা। আজ ফের নলহাটি বিস্ফোরক উদ্ধার হয় ৷

নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

নলহাটি (বীরভূম), 26 মে: বীরভূমের ইলামবাজারে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ৷ দু’দিন পর বোলপুরে দু’টি ড্রামে ভরতি বোমা উদ্ধার হয় ৷ এরপর বৃহস্পতিবার রামপুরহাটের নারায়ণপুর গ্রামে বোমা উদ্ধার ৷ তার 24 ঘণ্টা পার হতে না-হতেই ফের বিস্ফোরক উদ্ধার হল বীরভূমে ৷ আজ সকালে নলহাটি মধুপুর গ্রামে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক ও ডিটোনেটরের মতো বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ ৷ জিলেটিন স্টিকগুলি বক্সের মধ্যে সিল করা অবস্থায় পাওয়া গিয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ ৷ ওই এলাকার মধুপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয় ৷ উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে, দু’বস্তা ডিটোনেটর এবং 3 হাজার 200 পিস জিলেটিন স্টিক ৷ বিস্ফোরক উদ্ধার হওয়া বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ ৷ সেখানে পুলিশের বাহিনীও মোতায়েন করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কে বা কারা ওই বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করেছিল ? তা জানা যায়নি ৷ তবে, সেই তথ্য পেতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: বোলপুরের পর এবার রামপুরহাটে উদ্ধার তাজা বোমা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধুপুর গ্রামের যে বাড়িটি থেকে ওই বিস্ফোরক পাওয়া গিয়েছে, সেটি একটি ধানি জমির মাঝখানে অবস্থিত ৷ পুলিশের অনুমান ডিটোনেটর ও জিলেটিন স্টিকগুলি পাথর খাদানে ব্যবহার করার জন্য আনা হয়ে থাকতে পারে ৷ তবে প্রশ্ন উঠছে, পাথর খাদানের ব্যবহারের জন্য আনা হলে লোকালয়ের কাছে পরিত্যক্ত বাড়িতে কেন মজুত করা হবে ? সেগুলিতো সরাসরি পাথর খাদানে গুদামেই মজুত করা যেত ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম থেকে একের পর এক তাজা বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাই ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ৷

বীরভূমের ঘোরাপাড়া গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার রেশ কাটতে না কাটতেই ফের বীরভূম বোলপুর থানার অন্তর্গত যঙ্গিনগর গ্রাম থেকে উদ্ধার হয়েছিল এক ড্রাম তাজা বোমা। তারপরই রামপুরহাট 1নং ব্লকের নারায়ণপুর গ্রাম থেকে উদ্ধার হয় দুই ড্রাম বোমা। আজ ফের নলহাটি বিস্ফোরক উদ্ধার হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.