বোলপুর, 21 জানুয়ারি: গরহাজির জেলা শাসক ও মহকুমা শাসক ৷ তাই পর্যালোচনা বৈঠক (Review Meeting) ছেড়ে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল (Union Minister Kapil Patil) ৷ শনিবার এই ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুরে (Bolpur) ৷ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) কয়েকমাসের মধ্যেই হবে ৷ তার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana), আয়ুষ্মান ভারত, কৃষক সম্মান নিধি প্রভৃতি কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করতে বোলপুরে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী ৷ রাজ্য সরকারের সহযোগিতা মিলল না, তথ্য দেওয়া হল না, এই অভিযোগ করে বৈঠক ছাড়েন মন্ত্রী ৷
রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের দিকে দিকে একাধিক অভিযোগ উঠেছে ৷ যার তদন্তে প্রতিনিধি দল পাঠিয়ে রিপোর্ট সংগ্রহ করেছে কেন্দ্র ৷ অন্যদিকে, 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে 'দিদির দূত' (Didir Doot) হিসাবে গ্রামে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের ৷ এই পরিস্থিতিতে দু’দিনের সফরে বীরভূমে এলেন মোদি সরকারের (Modi Government) মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । এদিন প্রথমে তিনি সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে পুজো দেন ৷ পরে বেসরকারি হোটেলে দলের আইটি সেল, যুব মোর্চার সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন ।
সেখান থেকে বোলপুর সার্কিট হাউসে আসেন ৷ পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে একটি পর্যালোচনা বৈঠক ছিল ৷ দেখা গেল 30 মিনিটের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁর অভিযোগ, বৈঠকে জেলাশাসক, মহকুমা শাসকদের উপস্থিত থাকার কথা ৷ কয়েকজন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বৈঠকে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের গরহাজিরার জন্য পর্যালোচনা বৈঠকে তথ্য না পেয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী ৷
তিনি বলেন, "দেশের অন্যান্য রাজ্যেও আমি গিয়েছি বৈঠক করতে ৷ যে রাজ্যে বিজেপি (BJP) সরকার নেই, সেখানেও রাজ্য সরকারের সহযোগিতা পেয়েছি ৷ আর এখানে ডিএম আসার কথা, উনি নেই ৷ কীভাবে বৈঠক হবে ৷ তাই হল না বৈঠক । কেন এখানে এই পরিস্থিতি আপনারা ভালো জানেন ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে আমার অধিকার সঠিক কাজ হয়েছে কি না সেটা জানতে চাওয়ায় দেখলেন তো কেউ এল না বৈঠকে ।"
এই প্রসঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বীরভূম জেলা সহকারি আধিকারিক রত্নজিৎ দাস বলেন, "আমরা সমস্ত তথ্যই নিয়ে এসেছিলাম ৷ বৈঠক হয়েছে এক ঘণ্টা ৷ এবার উনি কী বলছেন, সেটা বলতে পারব না ।"
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বসে পাত পেড়ে খেলেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা, দানা বাঁধল বিতর্ক