ETV Bharat / state

Modi Minister Slams Mamata Govt: গরহাজিরা রাজ্যের আধিকারিকেরা, পর্যালোচনা বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মোদির মন্ত্রী - পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল

কেন্দ্রীয় প্রকল্পগুলির (Central Development Projects) অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার বীরভূমে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল ৷ কিন্তু রাজ্য়ের আধিকারিকরা না থাকায় তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান ৷ রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন ৷

Union Minister Kapil Patil
কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল
author img

By

Published : Jan 21, 2023, 7:16 PM IST

বীরভূমে পর্যালোচনা বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মোদির মন্ত্রী

বোলপুর, 21 জানুয়ারি: গরহাজির জেলা শাসক ও মহকুমা শাসক ৷ তাই পর্যালোচনা বৈঠক (Review Meeting) ছেড়ে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল (Union Minister Kapil Patil) ৷ শনিবার এই ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুরে (Bolpur) ৷ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) কয়েকমাসের মধ্যেই হবে ৷ তার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana), আয়ুষ্মান ভারত, কৃষক সম্মান নিধি প্রভৃতি কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করতে বোলপুরে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী ৷ রাজ্য সরকারের সহযোগিতা মিলল না, তথ্য দেওয়া হল না, এই অভিযোগ করে বৈঠক ছাড়েন মন্ত্রী ৷

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের দিকে দিকে একাধিক অভিযোগ উঠেছে ৷ যার তদন্তে প্রতিনিধি দল পাঠিয়ে রিপোর্ট সংগ্রহ করেছে কেন্দ্র ৷ অন্যদিকে, 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে 'দিদির দূত' (Didir Doot) হিসাবে গ্রামে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের ৷ এই পরিস্থিতিতে দু’দিনের সফরে বীরভূমে এলেন মোদি সরকারের (Modi Government) মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । এদিন প্রথমে তিনি সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে পুজো দেন ৷ পরে বেসরকারি হোটেলে দলের আইটি সেল, যুব মোর্চার সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন ।

Modi Minister Slams Mamata Govt
কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল

সেখান থেকে বোলপুর সার্কিট হাউসে আসেন ৷ পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে একটি পর্যালোচনা বৈঠক ছিল ৷ দেখা গেল 30 মিনিটের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁর অভিযোগ, বৈঠকে জেলাশাসক, মহকুমা শাসকদের উপস্থিত থাকার কথা ৷ কয়েকজন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বৈঠকে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের গরহাজিরার জন্য পর্যালোচনা বৈঠকে তথ্য না পেয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী ৷

তিনি বলেন, "দেশের অন্যান্য রাজ্যেও আমি গিয়েছি বৈঠক করতে ৷ যে রাজ্যে বিজেপি (BJP) সরকার নেই, সেখানেও রাজ্য সরকারের সহযোগিতা পেয়েছি ৷ আর এখানে ডিএম আসার কথা, উনি নেই ৷ কীভাবে বৈঠক হবে ৷ তাই হল না বৈঠক । কেন এখানে এই পরিস্থিতি আপনারা ভালো জানেন ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে আমার অধিকার সঠিক কাজ হয়েছে কি না সেটা জানতে চাওয়ায় দেখলেন তো কেউ এল না বৈঠকে ।"

Modi Minister Slams Mamata Govt
কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল

এই প্রসঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বীরভূম জেলা সহকারি আধিকারিক রত্নজিৎ দাস বলেন, "আমরা সমস্ত তথ্যই নিয়ে এসেছিলাম ৷ বৈঠক হয়েছে এক ঘণ্টা ৷ এবার উনি কী বলছেন, সেটা বলতে পারব না ।"

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বসে পাত পেড়ে খেলেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা, দানা বাঁধল বিতর্ক

বীরভূমে পর্যালোচনা বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মোদির মন্ত্রী

বোলপুর, 21 জানুয়ারি: গরহাজির জেলা শাসক ও মহকুমা শাসক ৷ তাই পর্যালোচনা বৈঠক (Review Meeting) ছেড়ে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল (Union Minister Kapil Patil) ৷ শনিবার এই ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুরে (Bolpur) ৷ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) কয়েকমাসের মধ্যেই হবে ৷ তার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana), আয়ুষ্মান ভারত, কৃষক সম্মান নিধি প্রভৃতি কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করতে বোলপুরে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী ৷ রাজ্য সরকারের সহযোগিতা মিলল না, তথ্য দেওয়া হল না, এই অভিযোগ করে বৈঠক ছাড়েন মন্ত্রী ৷

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের দিকে দিকে একাধিক অভিযোগ উঠেছে ৷ যার তদন্তে প্রতিনিধি দল পাঠিয়ে রিপোর্ট সংগ্রহ করেছে কেন্দ্র ৷ অন্যদিকে, 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে 'দিদির দূত' (Didir Doot) হিসাবে গ্রামে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের ৷ এই পরিস্থিতিতে দু’দিনের সফরে বীরভূমে এলেন মোদি সরকারের (Modi Government) মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । এদিন প্রথমে তিনি সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে পুজো দেন ৷ পরে বেসরকারি হোটেলে দলের আইটি সেল, যুব মোর্চার সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন ।

Modi Minister Slams Mamata Govt
কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল

সেখান থেকে বোলপুর সার্কিট হাউসে আসেন ৷ পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে একটি পর্যালোচনা বৈঠক ছিল ৷ দেখা গেল 30 মিনিটের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁর অভিযোগ, বৈঠকে জেলাশাসক, মহকুমা শাসকদের উপস্থিত থাকার কথা ৷ কয়েকজন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বৈঠকে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের গরহাজিরার জন্য পর্যালোচনা বৈঠকে তথ্য না পেয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী ৷

তিনি বলেন, "দেশের অন্যান্য রাজ্যেও আমি গিয়েছি বৈঠক করতে ৷ যে রাজ্যে বিজেপি (BJP) সরকার নেই, সেখানেও রাজ্য সরকারের সহযোগিতা পেয়েছি ৷ আর এখানে ডিএম আসার কথা, উনি নেই ৷ কীভাবে বৈঠক হবে ৷ তাই হল না বৈঠক । কেন এখানে এই পরিস্থিতি আপনারা ভালো জানেন ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে আমার অধিকার সঠিক কাজ হয়েছে কি না সেটা জানতে চাওয়ায় দেখলেন তো কেউ এল না বৈঠকে ।"

Modi Minister Slams Mamata Govt
কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল

এই প্রসঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বীরভূম জেলা সহকারি আধিকারিক রত্নজিৎ দাস বলেন, "আমরা সমস্ত তথ্যই নিয়ে এসেছিলাম ৷ বৈঠক হয়েছে এক ঘণ্টা ৷ এবার উনি কী বলছেন, সেটা বলতে পারব না ।"

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বসে পাত পেড়ে খেলেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা, দানা বাঁধল বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.