ETV Bharat / state

Mithun Chakraborty: বীরভূমের সভায় 'জনদরদি' মিঠুন, নিলেন ছাত্রীর পড়াশোনার দায়িত্ব - স্কুল ছাত্রীর পড়াশোনার দায়িত্ব মিঠুনের

রবিবার বীরভূমের মল্লারপুরে বিজেপির হয়ে সভা করেন মিঠুন চক্রবর্তী ৷ এই সভা থেকেই তিনি এক ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নেন (Mithun Chakraborty in Birbhum Mallarpur) ৷

ETV Bharat
Mithun Chakraborty
author img

By

Published : Nov 27, 2022, 9:26 PM IST

মল্লারপুর, 27 নভেম্বর: বীরভূমের মল্লারপুরে রবিবার বিজেপি'র জনসভায় ফাটাকেষ্ট'র ভূমিকায় দেখা গেল মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) । অনুব্রত মণ্ডলের জেলায় এদিন বিজেপি কর্মী ও আম জনতা মুখিয়ে ছিল মিঠুনকে দেখার জন্য ৷ এদিন সভামঞ্চে যখন মিঠুন যখন বক্তব্য রাখতে ওঠেন সে সময় জনতার দরবার থেকে একধিক প্রশ্ন ও আবেদন ছুটে যায় তাঁর দিকে (Mithun Chakraborty in Birbhum Mallarpur) ।

এক মহিলা চিৎকার করে বলতে থাকেন,"স্যার আমারা 20-22 বছর ধরে ভাড়া বাড়িতে থাকছি ৷ আবাস যোজনার বাড়ি পাইনি ৷" জবাবে বিজেপি নেতা মিঠুন বলেন, "আপনার ভাড়া দেওয়ার দিন শেষ ।"এরপর প্রশ্নের উত্তর দিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মুজমদারকে মাইক্রো ফোন দিয়ে মিঠুন বলেন, "শুনে নিন মোদিজি কী কী করেছেন ।" কেন্দ্রের প্রকল্পের সুবিধা এরাজ্যে না-আসার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন সুকান্ত ৷

আরও পড়ুন: বাংলা-সহ গোটা দেশে খুব শীঘ্রই সিএএ চালু হবে, কোচবিহারে বললেন নিশীথ

এই প্রশ্নের পাশাপাশি মিঠুনকে অন্যান্য প্রশ্নেরও সন্মুখীন হতে হয় । এক পড়ুয়া বলে, "আমদের স্কুলে যাওয়ার সময় বালির গাড়ি পারাপার করে নিয়ন্ত্রণহীন ভাবে । বালি মাফিয়ার দৌরাত্ম চলে লাগামছাড়া । এর উপায় ?" মহাগুরুর জবাব, "যতজন ছাত্র-ছাত্রী আছো, রাস্তার সামনে ব্যাগপত্র নিয়ে বসে পড় । তারপর দেখ কী হয় ।"

বীরভূমের সভায় 'জনদরদি' মিঠুন, নিলেন ছাত্রীর পড়াশোনার দায়িত্ব

এদিন নবনীতা সরকার নামে মল্লারপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর সমস্যার কথা শুনে তার পড়াশুনার খরচ বহনের প্রতিশ্রুতি দেন মিঠুন চক্রবর্তী ৷

মল্লারপুর, 27 নভেম্বর: বীরভূমের মল্লারপুরে রবিবার বিজেপি'র জনসভায় ফাটাকেষ্ট'র ভূমিকায় দেখা গেল মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) । অনুব্রত মণ্ডলের জেলায় এদিন বিজেপি কর্মী ও আম জনতা মুখিয়ে ছিল মিঠুনকে দেখার জন্য ৷ এদিন সভামঞ্চে যখন মিঠুন যখন বক্তব্য রাখতে ওঠেন সে সময় জনতার দরবার থেকে একধিক প্রশ্ন ও আবেদন ছুটে যায় তাঁর দিকে (Mithun Chakraborty in Birbhum Mallarpur) ।

এক মহিলা চিৎকার করে বলতে থাকেন,"স্যার আমারা 20-22 বছর ধরে ভাড়া বাড়িতে থাকছি ৷ আবাস যোজনার বাড়ি পাইনি ৷" জবাবে বিজেপি নেতা মিঠুন বলেন, "আপনার ভাড়া দেওয়ার দিন শেষ ।"এরপর প্রশ্নের উত্তর দিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মুজমদারকে মাইক্রো ফোন দিয়ে মিঠুন বলেন, "শুনে নিন মোদিজি কী কী করেছেন ।" কেন্দ্রের প্রকল্পের সুবিধা এরাজ্যে না-আসার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন সুকান্ত ৷

আরও পড়ুন: বাংলা-সহ গোটা দেশে খুব শীঘ্রই সিএএ চালু হবে, কোচবিহারে বললেন নিশীথ

এই প্রশ্নের পাশাপাশি মিঠুনকে অন্যান্য প্রশ্নেরও সন্মুখীন হতে হয় । এক পড়ুয়া বলে, "আমদের স্কুলে যাওয়ার সময় বালির গাড়ি পারাপার করে নিয়ন্ত্রণহীন ভাবে । বালি মাফিয়ার দৌরাত্ম চলে লাগামছাড়া । এর উপায় ?" মহাগুরুর জবাব, "যতজন ছাত্র-ছাত্রী আছো, রাস্তার সামনে ব্যাগপত্র নিয়ে বসে পড় । তারপর দেখ কী হয় ।"

বীরভূমের সভায় 'জনদরদি' মিঠুন, নিলেন ছাত্রীর পড়াশোনার দায়িত্ব

এদিন নবনীতা সরকার নামে মল্লারপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর সমস্যার কথা শুনে তার পড়াশুনার খরচ বহনের প্রতিশ্রুতি দেন মিঠুন চক্রবর্তী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.