সিউড়ি, 26 মার্চ : প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগ ছিল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ দোষী সাব্যস্ত ওই ব্যক্তিকে 15 বছর জেলের সাজা দিল সিউড়ির জেলা ফাস্ট ট্র্যাক আদালত ।
মামলাটি হয় 2017 সালের 19 এপ্রিলে ৷ এক মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে বীরভূমের সিউড়ির তিলপাড়ার এক ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্তের নাম বাবলা দলুই ৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে প্রতিবন্ধী মহিলার পরিবার । সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ৷ এরপরই গ্রেপ্তার করা হয় বাবলাকে । সিউড়ি কোর্টে ভারতীয় দণ্ড বিধির 376/2/জে/এল ধারায় মামলা রুজু হয় ।
আরও পড়ুন: মাদক পাচারের দায়ে 10 বছর কারাদণ্ড "বহিষ্কৃত" তৃণমূল নেতার
দীর্ঘ সময় মামলা চলার পর আজ সিউড়ি আদালত প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের মামলায় রায় ঘোষণা করেছে । রায়ে দোষী সাব্যস্ত বাবলা দলুইকে 15 বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক । এইসঙ্গে 50 হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।