বীরভূম, 11 এপ্রিল : দু'দিনে রাজ্যের 4টি ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই ঘটনায় 4 জেলার পুলিশ সুপারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করলেন পুলিশমন্ত্রী (Mamata on Rape Cases) ৷
প্রথম ধর্ষণকাণ্ড নদিয়া জেলার হাঁসখালিতে ৷ জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নাবাকিকাকে ধর্ষণ। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ওই নাবালিকার ৷ ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। তথ্য প্রমাণ লোপাটে তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয় ৷ এ ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে।
দ্বিতীয় ধর্ষণকাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানায় মহিলাকে গণধর্ষণ করা হয় ৷ তথ্য প্রমাণ লোপাটে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা সামনে আসে।
তৃতীয় ধর্ষণ বিস্কুট দেওয়ার নাম করে ডেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ। পরে নির্যাতিতাকে খুনের চেষ্টা।
আর চতুর্থত, বীরভূম জেলার বোলপুরে ঋণ পরিশোধ করতে না পেরে মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দেয় বাবা ৷ দিনের পর দিন নাবাকিকাকে গণধর্ষণ ওই নেতা ও সাগরেদদের। নির্যাতিতা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন : Mamata on ED-CBI : উত্তরপ্রদেশ, বিহার, অসমে কত সিবিআই তদন্ত হয় ; প্রশ্ন মমতার
রাজ্য জুড়ে 4টি নৃশংস ধর্ষণের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, 4 জেলার পুলিশ সুপারকে দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই মতো সংশ্লিষ্ট থানার ওসি, আইসি, এসডিপিওদের নিয়ে বৈঠক জেলা পুলিশ সুপারদের। দু'দিনে রাজ্যের 4টি ধর্ষণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷