ETV Bharat / state

বন্ধ তারাপীঠ-নলাটেশ্বরী মন্দির, ছাড় মিললেও বিক্রি নেই ফুলের দোকানে

রামপুরহাট মহকুমা এলাকায় তারাপীঠ ও নলাটেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন লাখ টাকারও বেশি ফুল বিক্রি হয়ে থাকে । লকডাউনের জেরে এই দুটি বড় মন্দির বন্ধ থাকায় এলাকায় ফুলের চাহিদা নেই বললেই চলে ।

author img

By

Published : Apr 10, 2020, 10:32 PM IST

ছাড় মিললেও বেচাকেনা নেই ফুলের দোকানে
ছাড় মিললেও বেচাকেনা নেই ফুলের দোকানে

রামপুরহাট, 10 এপ্রিল: ফুল বাজারকে লকডাউনে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । এই ঘোষণায় ফুল ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেও ক্রেতার অভাবে হতাশই হতে হচ্ছে তাদের । ঘোষণার পর জেলার ব্যবসায়ীরা গাড়ি ভাড়া করে কলকাতা থেকে ফুল কিনে নিয়ে গিয়েছেন । কিন্তু লকডাউনে ক্রেতাদের মধ্যে ফুলের চাহিদা না থাকায় বীরভূমের রামপুরহাটের ফুল ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ।

উৎসব, অনুষ্ঠান, পূজা সবেতেই ফুলের প্রয়োজন । কিন্তু কোরোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের জেরে প্রায় সব ধরনের উৎসব অনুষ্ঠান বন্ধ । রামপুরহাট মহকুমা এলাকায় তারাপীঠ ও নলাটেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন লাখ টাকারও বেশি ফুল বিক্রি হয়ে থাকে । লকডাউনের জেরে দুটি বড় মন্দির বন্ধ থাকায় এলাকায় ফুলের চাহিদা নেই বললেই চলে ।

রামপুরহাটের এক ফুল ব্যবসায়ী অভিজিৎ মেহেরা বললেন, "গতকাল কলকাতা থেকে গাড়ি ভাড়া করে 7 হাজার টাকার ফুল নিয়ে এসেছি । কিন্তু বাজারে লোক নেই । তাই বেচাকেনা একদমই নেই । ফুল সব শুকিয়ে যাচ্ছে । লকডাউন যতদিন চলবে ব্যবসা বন্ধ রাখব ।"

রামপুরহাট, 10 এপ্রিল: ফুল বাজারকে লকডাউনে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । এই ঘোষণায় ফুল ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেও ক্রেতার অভাবে হতাশই হতে হচ্ছে তাদের । ঘোষণার পর জেলার ব্যবসায়ীরা গাড়ি ভাড়া করে কলকাতা থেকে ফুল কিনে নিয়ে গিয়েছেন । কিন্তু লকডাউনে ক্রেতাদের মধ্যে ফুলের চাহিদা না থাকায় বীরভূমের রামপুরহাটের ফুল ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ।

উৎসব, অনুষ্ঠান, পূজা সবেতেই ফুলের প্রয়োজন । কিন্তু কোরোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের জেরে প্রায় সব ধরনের উৎসব অনুষ্ঠান বন্ধ । রামপুরহাট মহকুমা এলাকায় তারাপীঠ ও নলাটেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন লাখ টাকারও বেশি ফুল বিক্রি হয়ে থাকে । লকডাউনের জেরে দুটি বড় মন্দির বন্ধ থাকায় এলাকায় ফুলের চাহিদা নেই বললেই চলে ।

রামপুরহাটের এক ফুল ব্যবসায়ী অভিজিৎ মেহেরা বললেন, "গতকাল কলকাতা থেকে গাড়ি ভাড়া করে 7 হাজার টাকার ফুল নিয়ে এসেছি । কিন্তু বাজারে লোক নেই । তাই বেচাকেনা একদমই নেই । ফুল সব শুকিয়ে যাচ্ছে । লকডাউন যতদিন চলবে ব্যবসা বন্ধ রাখব ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.