ETV Bharat / state

"শহিদের বলিদান বৃথা যাবে না, প্রধানমন্ত্রী জবাব দেবেন" - বীরভূমে শহিদের বাড়িতে লকেট চট্টোপাধ্যায়

লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে শহিদ হয়েছেন বীরভূমের রাজেশ ওরাং৷ বৃহস্পতিবার শহিদের বাড়িতে যান লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁসহ BJP নেতৃত্ব। শহিদ জাওয়ানের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা৷

Locket Chatterjee at martyrs Rajesh orang house
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Jun 18, 2020, 9:12 PM IST

Updated : Jun 18, 2020, 10:24 PM IST

মহম্মদবাজার, 18 জুন : "যাঁরা বলিদান দিলেন তাঁদের প্রাণ বৃথা যাবে না, প্রধানমন্ত্রী এর যোগ্য জবাব দেবেন ।" বীরভূমে শহিদ রাজেশ ওরাং-এর বাড়িতে এসে বললেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার শহিদের পরিবারকে সমবেদনা জানান তিনি৷ পাশে থাকার আশ্বাস দেন । শহিদ রাজেশ ওরাংয়ের স্মৃতিতে স্কুল অথবা রাস্তা বানানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে BJP, বলেন লকেট চট্টোপাধ্যায় ।

সোমবার রাতে লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ হয় ৷ যার জেরে শহিদ হন 20 জন জওয়ান । তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের রাজেশ ওরাং । বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানার বেলঘড়িয়া গ্রামে । আজ শহিদ রাজেশ ওরাংয়ের বাড়িতে যান BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ সৌমিত্র খাঁসহ দলের অন্য নেতারা । শহিদের বোন, মা ও পরিজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন দুই সাংসদ । শহিদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তাঁরা ।

লকেট চট্টোপাধ্যায় বলেন, "সবরকমভাবে শহিদের পরিবারের পাশে আছি। দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের বলিদান বৃথা যাবে না। চিন এই কাজ করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর যোগ্য জবাব দেবেন । এটা রাজনীতি করার সময় নয়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে । "

শহিদ রাজেশ ওরাংয়ের বাড়িতে লকেট চট্টোপাধ্যায়৷

মহম্মদবাজার, 18 জুন : "যাঁরা বলিদান দিলেন তাঁদের প্রাণ বৃথা যাবে না, প্রধানমন্ত্রী এর যোগ্য জবাব দেবেন ।" বীরভূমে শহিদ রাজেশ ওরাং-এর বাড়িতে এসে বললেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার শহিদের পরিবারকে সমবেদনা জানান তিনি৷ পাশে থাকার আশ্বাস দেন । শহিদ রাজেশ ওরাংয়ের স্মৃতিতে স্কুল অথবা রাস্তা বানানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে BJP, বলেন লকেট চট্টোপাধ্যায় ।

সোমবার রাতে লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ হয় ৷ যার জেরে শহিদ হন 20 জন জওয়ান । তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের রাজেশ ওরাং । বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানার বেলঘড়িয়া গ্রামে । আজ শহিদ রাজেশ ওরাংয়ের বাড়িতে যান BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ সৌমিত্র খাঁসহ দলের অন্য নেতারা । শহিদের বোন, মা ও পরিজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন দুই সাংসদ । শহিদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তাঁরা ।

লকেট চট্টোপাধ্যায় বলেন, "সবরকমভাবে শহিদের পরিবারের পাশে আছি। দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের বলিদান বৃথা যাবে না। চিন এই কাজ করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর যোগ্য জবাব দেবেন । এটা রাজনীতি করার সময় নয়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে । "

শহিদ রাজেশ ওরাংয়ের বাড়িতে লকেট চট্টোপাধ্যায়৷
Last Updated : Jun 18, 2020, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.