ETV Bharat / state

জবরদখল হয়ে থাকা জমি ফিরে পেতে বোলপুর পৌরসভাকে চিঠি বিশ্বভারতী কর্তৃপক্ষের

বিশ্বভারতী সংলগ্ন শান্তিনিকেতন রোডের উপর দীর্ঘদিন ধরে রয়েছে অস্থায়ী কবিগুরু মার্কেট । এখানে একাধিক হস্তশিল্প ও পোষাকের দোকান আছে । এই মার্কেটের কিছুটা জায়গা বিশ্বভারতীর ও কিছুটা জায়গা রাজ্য সরকারের পূর্ত দফতরের । এই মার্কেট উচ্ছেদের জন্য এক সময় মঞ্চ বানিয়ে অনশনেও বসেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।

letter-from-visva-bharati-authorities-to-bolpur-municipality-to-get-back-their-seized-land-in-birbhum
জবরদখল হয়ে থাকা জমি ফিরে পেতে বোলপুর পৌরসভাকে চিঠি বিশ্বভারতী কর্তৃপক্ষের
author img

By

Published : May 24, 2021, 8:08 PM IST

শান্তিনিকেতন, 24 মে : জবরদখল করা জমি উচ্ছেদ করার আর্জি জানিয়ে বোলপুর পৌরসভাকে চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । প্রসঙ্গত, বোলপুর পৌরসভা এলাকায় ফুটপাথের উপর থেকে উচ্ছেদের কাজ শুরু হয়েছে । তাই বিশ্বভারতীর জায়গা থেকেও দোকান উচ্ছেদ করতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্বভারতী ।

বিশ্বভারতী সংলগ্ন শান্তিনিকেতন রোডের উপর দীর্ঘদিন ধরে রয়েছে অস্থায়ী কবিগুরু মার্কেট । এখানে একাধিক হস্তশিল্প ও পোষাকের দোকান আছে । এই মার্কেটের কিছুটা জায়গা বিশ্বভারতীর ও কিছুটা জায়গা রাজ্য সরকারের পূর্ত দফতরের । এই মার্কেট উচ্ছেদের জন্য এক সময় মঞ্চ বানিয়ে অনশনেও বসেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পাল্টা আন্দোলন করেছিলেন ব্যবসায়ীরাও ৷

সদ্য বোলপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন পর্ণা ঘোষ । এদিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত সচিব অশোক মাহাত একটি চিঠি দেন । সেই চিঠিতেই আর্জি জানিয়ে বলা হয়েছে, ‘‘বিশ্বভারতী একটি ঐতিহাসিক স্থান । যা ইউনেস্কো স্বীকৃত । বছরে কমপক্ষে 5 লক্ষ পর্যটক এখানে এসে থাকেন ৷ তাই এই স্থানের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের জন্য অনুমোদন না থাকা দোকান উচ্ছেদ করা হোক ।’’

letter-from-visva-bharati-authorities-to-bolpur-municipality-to-get-back-their-seized-land-in-birbhum
বিশ্বভারতী কর্তৃপক্ষের লেখা চিঠি

আরও পড়ুন : করোনার ধাক্কা, দেড় বছরে বিশ্বভারতীর ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা

প্রসঙ্গত, বোলপুর পৌরসভার উদ্যোগে শান্তিনিকেতন ও শ্রীনিকেতন রোডের উপর দখল করে রাখা ফুটপাথে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে । বিষয়টি জানতে পেরে বিশ্বভারতীর তরফে নিজেদের জবরদখল হয়ে থাকা জায়গা থেকে দোকানদারদের উচ্ছেদ করতে পৌরসভার সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে । যদিও, এ প্রসঙ্গে বোলপুর পৌর কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

শান্তিনিকেতন, 24 মে : জবরদখল করা জমি উচ্ছেদ করার আর্জি জানিয়ে বোলপুর পৌরসভাকে চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । প্রসঙ্গত, বোলপুর পৌরসভা এলাকায় ফুটপাথের উপর থেকে উচ্ছেদের কাজ শুরু হয়েছে । তাই বিশ্বভারতীর জায়গা থেকেও দোকান উচ্ছেদ করতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্বভারতী ।

বিশ্বভারতী সংলগ্ন শান্তিনিকেতন রোডের উপর দীর্ঘদিন ধরে রয়েছে অস্থায়ী কবিগুরু মার্কেট । এখানে একাধিক হস্তশিল্প ও পোষাকের দোকান আছে । এই মার্কেটের কিছুটা জায়গা বিশ্বভারতীর ও কিছুটা জায়গা রাজ্য সরকারের পূর্ত দফতরের । এই মার্কেট উচ্ছেদের জন্য এক সময় মঞ্চ বানিয়ে অনশনেও বসেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পাল্টা আন্দোলন করেছিলেন ব্যবসায়ীরাও ৷

সদ্য বোলপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন পর্ণা ঘোষ । এদিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত সচিব অশোক মাহাত একটি চিঠি দেন । সেই চিঠিতেই আর্জি জানিয়ে বলা হয়েছে, ‘‘বিশ্বভারতী একটি ঐতিহাসিক স্থান । যা ইউনেস্কো স্বীকৃত । বছরে কমপক্ষে 5 লক্ষ পর্যটক এখানে এসে থাকেন ৷ তাই এই স্থানের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের জন্য অনুমোদন না থাকা দোকান উচ্ছেদ করা হোক ।’’

letter-from-visva-bharati-authorities-to-bolpur-municipality-to-get-back-their-seized-land-in-birbhum
বিশ্বভারতী কর্তৃপক্ষের লেখা চিঠি

আরও পড়ুন : করোনার ধাক্কা, দেড় বছরে বিশ্বভারতীর ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা

প্রসঙ্গত, বোলপুর পৌরসভার উদ্যোগে শান্তিনিকেতন ও শ্রীনিকেতন রোডের উপর দখল করে রাখা ফুটপাথে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে । বিষয়টি জানতে পেরে বিশ্বভারতীর তরফে নিজেদের জবরদখল হয়ে থাকা জায়গা থেকে দোকানদারদের উচ্ছেদ করতে পৌরসভার সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে । যদিও, এ প্রসঙ্গে বোলপুর পৌর কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.