শান্তিনিকেতন, 5 মার্চ : ললিত কলা অ্যাকাডেমি পুরষ্কার পেলেন বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তন ছাত্র অনুপ এম জি । গতকাল দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে ওই পুরষ্কার তুলে দেন । কেরালার বাসিন্দা অনুপ এখনও শান্তিনিকেতন থেকেই শিল্পচর্চা করেন ।
বাড়ি কেরালার ত্রিসুরে ৷ বিশ্বভারতীর কলাভবনের পেন্টিং বিভাগের ছাত্র ছিলেন অনুপ । কলাভবনসহ বিশ্বভারতীর বিভিন্ন জায়গায় তাঁর আঁকা পেন্টিং, দেওয়াল চিত্র রয়েছে । সদ্য ছাত্র জীবন শেষ করে শান্তিনিকেতনেই বসবাস শুরু করেন তিনি ৷ শিল্প চর্চার পাশাপাশি টেগোর ইনস্টিটিউট অফ আর্ট অ্য়ান্ড এডুকেশনে শিক্ষকতার সঙ্গেও যুক্ত রয়েছেন ।
শিল্পকলায় অসামান্য় কৃতিত্বের জন্য 61 তম বার্ষিকীতে 15 জনের মধ্যে তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন রাষ্ট্রপতি ৷ অনুপের এই সাফল্যে গর্বিত বিশ্বভারতীর কলাভবনসহ শান্তিনিকেতনবাসী ৷ ইতিমধ্যেই তাঁকে সংবর্ধনা জানিয়ে সোশাল সাইটে অনেকে পোস্টও করেছেন ৷