বোলপুর, 3 ডিসেম্বর : গরিবের জমি কাড়লে বেধড়ক মারের দাওয়াই দিলেন অনুব্রত । বললেন, "গরিব মানুষের জমি কেড়ে নিলে বেধড়ক মার । থানায় FIR করে আমার কাছে আসতে বল ।" গতকাল বোলপুরে কর্মিসভা ছিল । সেখানেই তৃণমূলের রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্র সরকার অভিযোগ করেন, দলের লোক জমি কেড়ে বিক্রি করে দিচ্ছে । তারপরই মঞ্চ থেকে একথা বলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।
গতকাল বোলপুরের ডাকবাংলো মাঠে কর্মিসভা ছিল । সেখানে দলের অঞ্চল, ব্লক সভাপতিদের কাছে এক এক করে অনুব্রত মণ্ডল জানতে জান কেন লোকসভা নির্বাচনে ফল খারাপ হয়েছে ? সেই সময় রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্র সরকার বলেন, "রূপপুর অঞ্চলের ভেস্ট ল্যাণ্ড যেগুলি বাম আমলে মানুষজনকে দেওয়া হয়েছিল । কিন্তু অনেকে পাট্টা করতে পারেনি । সেগুলি আমাদের কর্মীরা বিক্রি করে দিচ্ছে । সব থেকে লজ্জার বিষয় এটি । " সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল বলে ওঠেন, "বেধড়ক মার । কোন গরিব মানুষের জমি কাড়া হবে না । যে করছে তাদের বিরুদ্ধে FIR করে আমার কাছে আসতে বল । বামফ্রন্ট করুক, কংগ্রেস করুক, যেই করুক । জমি কাড়তে গেলে FIR করে আমার কাছে আসতে বল ।"
গতকালের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সহ সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল প্রমুখ ।