ETV Bharat / state

দলের লোক গরিব মানুষের জমি কাড়লে বেধড়ক মার, দাওয়াই অনুব্রতর - গরিব মানুষের জমি কাড়লে বেধড়ক মার

গরিব মানুষের জমি কেড়ে নিলে বেধড়ক মার । বোলপুরের কর্মিসভা থেকে এমনই বললেন অনুব্রত মণ্ডল ।

anubrata mandal
ছবি
author img

By

Published : Dec 3, 2019, 5:52 PM IST

বোলপুর, 3 ডিসেম্বর : গরিবের জমি কাড়লে বেধড়ক মারের দাওয়াই দিলেন অনুব্রত । বললেন, "গরিব মানুষের জমি কেড়ে নিলে বেধড়ক মার । থানায় FIR করে আমার কাছে আসতে বল ।" গতকাল বোলপুরে কর্মিসভা ছিল । সেখানেই তৃণমূলের রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্র সরকার অভিযোগ করেন, দলের লোক জমি কেড়ে বিক্রি করে দিচ্ছে । তারপরই মঞ্চ থেকে একথা বলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

গতকাল বোলপুরের ডাকবাংলো মাঠে কর্মিসভা ছিল । সেখানে দলের অঞ্চল, ব্লক সভাপতিদের কাছে এক এক করে অনুব্রত মণ্ডল জানতে জান কেন লোকসভা নির্বাচনে ফল খারাপ হয়েছে ? সেই সময় রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্র সরকার বলেন, "রূপপুর অঞ্চলের ভেস্ট ল্যাণ্ড যেগুলি বাম আমলে মানুষজনকে দেওয়া হয়েছিল । কিন্তু অনেকে পাট্টা করতে পারেনি । সেগুলি আমাদের কর্মীরা বিক্রি করে দিচ্ছে । সব থেকে লজ্জার বিষয় এটি । " সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল বলে ওঠেন, "বেধড়ক মার । কোন গরিব মানুষের জমি কাড়া হবে না । যে করছে তাদের বিরুদ্ধে FIR করে আমার কাছে আসতে বল । বামফ্রন্ট করুক, কংগ্রেস করুক, যেই করুক । জমি কাড়তে গেলে FIR করে আমার কাছে আসতে বল ।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

গতকালের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সহ সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল প্রমুখ ।

বোলপুর, 3 ডিসেম্বর : গরিবের জমি কাড়লে বেধড়ক মারের দাওয়াই দিলেন অনুব্রত । বললেন, "গরিব মানুষের জমি কেড়ে নিলে বেধড়ক মার । থানায় FIR করে আমার কাছে আসতে বল ।" গতকাল বোলপুরে কর্মিসভা ছিল । সেখানেই তৃণমূলের রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্র সরকার অভিযোগ করেন, দলের লোক জমি কেড়ে বিক্রি করে দিচ্ছে । তারপরই মঞ্চ থেকে একথা বলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

গতকাল বোলপুরের ডাকবাংলো মাঠে কর্মিসভা ছিল । সেখানে দলের অঞ্চল, ব্লক সভাপতিদের কাছে এক এক করে অনুব্রত মণ্ডল জানতে জান কেন লোকসভা নির্বাচনে ফল খারাপ হয়েছে ? সেই সময় রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্র সরকার বলেন, "রূপপুর অঞ্চলের ভেস্ট ল্যাণ্ড যেগুলি বাম আমলে মানুষজনকে দেওয়া হয়েছিল । কিন্তু অনেকে পাট্টা করতে পারেনি । সেগুলি আমাদের কর্মীরা বিক্রি করে দিচ্ছে । সব থেকে লজ্জার বিষয় এটি । " সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল বলে ওঠেন, "বেধড়ক মার । কোন গরিব মানুষের জমি কাড়া হবে না । যে করছে তাদের বিরুদ্ধে FIR করে আমার কাছে আসতে বল । বামফ্রন্ট করুক, কংগ্রেস করুক, যেই করুক । জমি কাড়তে গেলে FIR করে আমার কাছে আসতে বল ।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

গতকালের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সহ সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল প্রমুখ ।

Intro:বোলপুর, ২ ডিসেম্বরঃ গরীব মানুষের জমি কেড়ে নিলে বেধড়ক মার। থানায় এফ আই আর করে আমার কাছে আসতে বল। দলের লোক জমি কেড়ে বিক্রি করে দিচ্ছে, এমন অভিযোগ করেন তৃণমূলের রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রণেন্দ্র সরকার। বোলপুরে প্রশাশ্য কর্মিসভা ছিল এদিন।
এই সভায় অনুব্রত মণ্ডলের সামনে জয়দেব অঞ্চলের সভাপতি বলেন, "একটা নতুন টিম এলাকায় তৈরি হচ্ছে আপনি অনুমতি দিলে গলা টিপে শেষ করে দেব।" Body:বোলপুর, ২ ডিসেম্বরঃ গরীব মানুষের জমি কেড়ে নিলে বেধড়ক মার। থানায় এফ আই আর করে আমার কাছে আসতে বল। দলের লোক জমি কেড়ে বিক্রি করে দিচ্ছে, এমন অভিযোগ করেন তৃণমূলের রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রণেন্দ্র সরকার। বোলপুরে প্রশাশ্য কর্মিসভা ছিল এদিন।
এই সভায় অনুব্রত মণ্ডলের সামনে জয়দেব অঞ্চলের সভাপতি বলেন, "একটা নতুন টিম এলাকায় তৈরি হচ্ছে আপনি অনুমতি দিলে গলা টিপে শেষ করে দেব।"

এদিন বোলপুরের ডাকবাংলো মাঠে তৃণমূলের প্রকাশ্য কর্মিসভা ছিল। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সহ সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল প্রমুখ।
পূর্বের মত দলের অঞ্চল, ব্লক সভাপতিদের এক এক করে অনুব্রত মণ্ডল জানতে জান কেন লোকসভা নির্বাচনে ফল খারাপ হয়েছে।
ইলামবাজারের জয়দেব অঞ্চলের সভাপতি বাবলু মির্ধা মাইক হাতে অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে বলেন, "একটা নতুন করে টিম (বিজেপি) এলাকায় তৈরি হচ্ছে। মন্ত্রী (চন্দ্রনাথ সিংহ) মহাশয় জানেন। আপনি অনুমতি দিলে গলা টিপে আমি শেষ করে দেব।" এই কথায় সভাস্থলে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে যায়। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিয়ে অনুব্রতবাবু বলেন, "সংগঠন করতে গেলে অনেক সময় গলা বসে যায়, গলার আওয়াজ কমে যায়। সংগঠনের মাধ্যমে যা করার করো।" ফের অঞ্চল সভাপতি বাবলু মির্ধা জানতে চান, "তাহলে অনুমতি দিলেন?" অনুব্রতবাবু বলেন, "দিলাম তো।"
একই ভাবে মাইক হাতে অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রণেন্দ্র সরকার বলেন, "রূপপুর অঞ্চলে ভেস্ট ল্যাণ্ড যে গুলো বাম আমলে তাদের দিয়েছিল। অনেকে পাট্টা করতে পারেনি। সেগুলো আমাদের কর্মীরা বিক্রি করে দিচ্ছে, সব থেকে লজ্জার বিষয়।"
মঞ্চ থেকে সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল বলে ওঠেন, "বেধড়ক মার। কোন গরীব মানুষের জমি কারা হবে না। যে করছে তাদের বিরুদ্ধে এফ আই আর করে আমার কাছে আসতে বল। বামফ্রন্ট করুক, কংগ্রেস করুক, যাই করুক, জমি কারতে গেলে এফ আই আর করতে বল।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.