ETV Bharat / state

শুরু জয়দেবের মেলা, দেশি বিদেশি বাউলদের ভিড় নজরকাড়া

শুরু হল জয়দেব কেন্দুলির মেলা ৷ প্রতিবারের মতো এবারেও এসেছেন প্রচুর বাউল ফকির ৷ অজয় নদের জলে পুণ্যস্নান ও রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার জন্য বহু ভক্ত ভিড় জমিয়েছেন এখানে ৷

joydeb
জয়দেবের মেলা
author img

By

Published : Jan 14, 2020, 10:05 PM IST

Updated : Jan 14, 2020, 10:19 PM IST

জয়দেব, ১৪ জানুয়ারি: অজয় নদের তীরে জয়দেব কেন্দুলির মেলা শুরু হল । ৪০০ বছরের প্রাচীন এই মেলা ৷ এটি মূলত বাউল ফকিরদের মেলা হিসাবেই পরিচিত । মকরসংক্রান্তির দিন অজয় নদের জলে পুণ্যস্নান ও রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার জন্য বহু ভক্ত ভিড় জমান এখানে ৷ মেলায় এবার প্লাস্টিকের সামগ্রীর ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ।

১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের তীরে রাধা-বিনোদের মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন । এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে আছে ৷ মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনীসমূহ । বিদেশি বাউলদেরও দেখা যায় মেলায় । এবার মেলা উপলক্ষে ২৫০ জন বাউল, ফকির, কীর্তনীয়াদের আখড়া বসেছে । রয়েছে ৫৫০টি স্টল ।

ভিডিয়োতে দেখুন জয়দেব কেন্দুলির মেলা

নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রায় ২০০০ পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার । বসানো হয়েছে ২০টি CCTV ক্যামেরা ও ১১ টি ওয়াচ টাওয়ার । ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি । এছাড়া, মহিলাদের স্নানের ছবি যাতে কেউ না তোলে তার জন্য অজয় নদের ঘাটে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে । স্নান করতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য ৬ জন ডুবুরি, নৌকা রাখা হয়েছে । নির্মাণ করা হয়েছে ৬৫০ টি অস্থায়ী শৌচাগার । স্বচ্ছতার দিকে নজর রেখে মেলায় ১৫০ টি গারবেজ বিন বসানো হয়েছে মেলা প্রাঙ্গণজুড়ে ।

জয়দেব, ১৪ জানুয়ারি: অজয় নদের তীরে জয়দেব কেন্দুলির মেলা শুরু হল । ৪০০ বছরের প্রাচীন এই মেলা ৷ এটি মূলত বাউল ফকিরদের মেলা হিসাবেই পরিচিত । মকরসংক্রান্তির দিন অজয় নদের জলে পুণ্যস্নান ও রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার জন্য বহু ভক্ত ভিড় জমান এখানে ৷ মেলায় এবার প্লাস্টিকের সামগ্রীর ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ।

১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের তীরে রাধা-বিনোদের মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন । এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে আছে ৷ মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনীসমূহ । বিদেশি বাউলদেরও দেখা যায় মেলায় । এবার মেলা উপলক্ষে ২৫০ জন বাউল, ফকির, কীর্তনীয়াদের আখড়া বসেছে । রয়েছে ৫৫০টি স্টল ।

ভিডিয়োতে দেখুন জয়দেব কেন্দুলির মেলা

নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রায় ২০০০ পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার । বসানো হয়েছে ২০টি CCTV ক্যামেরা ও ১১ টি ওয়াচ টাওয়ার । ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি । এছাড়া, মহিলাদের স্নানের ছবি যাতে কেউ না তোলে তার জন্য অজয় নদের ঘাটে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে । স্নান করতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য ৬ জন ডুবুরি, নৌকা রাখা হয়েছে । নির্মাণ করা হয়েছে ৬৫০ টি অস্থায়ী শৌচাগার । স্বচ্ছতার দিকে নজর রেখে মেলায় ১৫০ টি গারবেজ বিন বসানো হয়েছে মেলা প্রাঙ্গণজুড়ে ।

Intro:জয়দেব, ১৪ জানুয়ারিঃ অজয় নদের তীরে শুরু হয়ে গেল প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব কেন্দুলীর মেলা। মূলত বাউল ফকিরদের মেলা হিসাবেই পরিচিত এই মেলা। মকরসংক্রান্তির দিন অজয় নদের জলে পুন্যস্নান ও রাধাবিনোদের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বহু ভক্তের ভিড় জমে এখানে৷ প্ল্যাস্টিক মুক্ত মেলায় নিরাপত্তা ব্যবস্থাও এবার জোরদার করা হয়েছে।Body:জয়দেব, ১৪ জানুয়ারিঃ অজয় নদের তীরে শুরু হয়ে গেল প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব কেন্দুলীর মেলা। মূলত বাউল ফকিরদের মেলা হিসাবেই পরিচিত এই মেলা। মকরসংক্রান্তির দিন অজয় নদের জলে পুন্যস্নান ও রাধাবিনোদের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বহু ভক্তের ভিড় জমে এখানে৷ প্ল্যাস্টিক মুক্ত মেলায় নিরাপত্তা ব্যবস্থাও এবার জোরদার করা হয়েছে।

১৬৮৩ খ্রীস্টাব্দে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের তীরে রাধাবিনোদের এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। কবি জয়দেবের বহু স্থানীয় ইতিহাস রয়েছে এখানে। মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মধ্য দিয়ে বর্ণিত আছে পৌরাণিক কাহিনী সমূহ। প্রতি বছর মকরসংক্রান্তির দিনে অজয় নদের জলে স্নান করলে পুন্য অর্জন করা যায়। এই উদ্দেশ্যেই বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এখানে। এমনকি বিদেশী বাউলদেরও দেখা যায় মেলায়। এবার মেলা উপলক্ষে ২৫০ টি বাউল, ফকির, কীর্তনীয়াদের আখড়া বসেছে। রয়েছে ৫৫০ টি স্টল।
নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে৷ নিরাপত্তার দায়িত্বে রয়ছে প্রায় ২০০০ পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার। বসানো হয়েছে ২০ টি সিসিটিভি ক্যামেরা, ১১ টি ওয়াচ টাওয়ার। ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি। এছাড়া, মহিলাদের স্নানের ছবি যাতে কেউ না তোলে তারজন্য নদীর ঘাটে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্নান করতে গিয়ে বা যে কোন ধরনের দূর্ঘটনা রুখতে দুটি বিপর্জয় মোকাবিলা দল রয়েছে, ৬ জন ডুবুরি, নৌকা রাখা হয়েছে। মুক্ত মল মূত্র ত্যাগ রুখতে ৬৫০ টি অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। প্ল্যাস্টিক মুক্ত মেলার জন্য ১৫০ টি ডাস্টবিন বসানো হয়েছে মেলা প্রাঙ্গণ জুড়ে।Conclusion:
Last Updated : Jan 14, 2020, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.