ETV Bharat / state

Jawan Died at Nanoor : ছুটিতে বাড়ি এসেছিলেন, দিঘিতে স্নান করতে গিয়ে মৃত্যু জওয়ানের - indian army jawan died after drowning in pond at Nanoor

জলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় সেনা জওয়ানের। তাঁর নাম রিন্টু মণ্ডল (Jawan Died At Nanoor) ৷ বীরভূমের নানুর থানার অন্তর্গত নতুন গ্রামে ৷ ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলের দায়িত্বে ছিলেন তিনি।

Jawans Died At Nanoor
নানুরে জলে ডুবে মৃত্যু হল সেনা জওয়ানের
author img

By

Published : Apr 12, 2022, 10:03 AM IST

নানুর, 12 এপ্রিল : দিঘিতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় সেনা জওয়ানের (Jawan Died At Nanoor)। তাঁর নাম রিন্টু মণ্ডল ৷ কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি ৷ বীরভূমের নানুর থানার অন্তর্গত নতুন গ্রামের বাসিন্দা রিন্টু । বয়স 25 বছর ৷ ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলের দায়িত্বে ছিলেন তিনি।

6 দিন আগে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি ৷ সোমবার গ্রামে শিবপুজোর অনুষ্ঠান ছিল। তাই এদিন গ্রামের দিঘিতে বিকেলের দিকে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি ৷ দীর্ঘ চেষ্টার পর তাঁর দেহ উদ্ধার করেন গ্রামের কয়েকজন যুবক। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁর দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷

আরও পড়ুন : বগটুই-কাণ্ডে ধৃত সমীর শেখের চারদিনের সিবিআই হেফাজত

গ্রামের সকলের প্রিয় ছিল রিন্টু ৷ গ্রামের ছেলে তথা সেনা জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া গোটা গ্রামে। সেনা জওয়ানের বাবা বোধন মণ্ডল কান্নায় ভেঙে পরে বলেন, "অনেক দিন পর ছুটিতে বাড়ি এসেছিল রিন্টু । দিঘিতে স্নান করতে গিয়ে ডুবে গেল।" গ্রামে পুজো চলাকালীন এমন ঘটনায় শোকস্তব্ধ গ্রামবাসীরাও ৷

নানুর, 12 এপ্রিল : দিঘিতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় সেনা জওয়ানের (Jawan Died At Nanoor)। তাঁর নাম রিন্টু মণ্ডল ৷ কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি ৷ বীরভূমের নানুর থানার অন্তর্গত নতুন গ্রামের বাসিন্দা রিন্টু । বয়স 25 বছর ৷ ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলের দায়িত্বে ছিলেন তিনি।

6 দিন আগে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি ৷ সোমবার গ্রামে শিবপুজোর অনুষ্ঠান ছিল। তাই এদিন গ্রামের দিঘিতে বিকেলের দিকে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি ৷ দীর্ঘ চেষ্টার পর তাঁর দেহ উদ্ধার করেন গ্রামের কয়েকজন যুবক। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁর দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷

আরও পড়ুন : বগটুই-কাণ্ডে ধৃত সমীর শেখের চারদিনের সিবিআই হেফাজত

গ্রামের সকলের প্রিয় ছিল রিন্টু ৷ গ্রামের ছেলে তথা সেনা জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া গোটা গ্রামে। সেনা জওয়ানের বাবা বোধন মণ্ডল কান্নায় ভেঙে পরে বলেন, "অনেক দিন পর ছুটিতে বাড়ি এসেছিল রিন্টু । দিঘিতে স্নান করতে গিয়ে ডুবে গেল।" গ্রামে পুজো চলাকালীন এমন ঘটনায় শোকস্তব্ধ গ্রামবাসীরাও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.