ETV Bharat / state

Illegal Sand Mining: অজয়ের চর থেকে বেআইনি বালি উত্তোলন! প্রশাসনিক নজরদারিতে গাফিলতির অভিযোগ - বেআইনি বালি উত্তোলন

অজয় নদের চর থেকে বেআইনিভাবে বালি উত্তোলনের অভিযোগ ৷ আর্থ মুভার ও হাইড্রার মতো ভারী মেশিন নামিয়ে দেদার বালি লুট হচ্ছে বীরভূমের ইলামবাজার ও সেনকাপুরের ঘাটে (Illegal Sand Mining from Ajay River in Birbhum) ৷ অভিযোগ উঠেছে, প্রশাসনেরপ তরফে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হলেও, তা মানা হচ্ছে কিনা, সেদিকে নজরদারি নেই প্রশাসনের ৷

Illegal Sand Mining in Ajay River in Birbhum ETV BHARAT
Illegal Sand Mining in Ajay River in Birbhum
author img

By

Published : Jan 7, 2023, 7:40 PM IST

অজয়ের চর থেকে বেআইনি বালি উত্তোলন

বীরভূম, 7 জানুয়ারি: গরু ও কয়লাপাচার নিয়ে সিবিআই ও ইডি-র তদন্তের মাঝেই বীরভূম জেলা জুড়ে রমরমিয়ে বেআইনি বালির কারবার অভিযোগ উঠেছে (Illegal Sand Mining from Ajay River in Birbhum) ৷ বিশেষ করে বীরভূমের ইলামবাজার, জয়দেব, সেনকাপুর, নানুর, লাভপুর এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য তুঙ্গে ৷ প্রশাসনিক নিষেধাজ্ঞা কার্যত উপেক্ষা করে অজয় নদ থেকে আর্থ মুভার, হাইড্রা মেশিন নামিয়ে চলছে বালি তোলার কাজ চলছে বলে অভিযোগ উঠেছে ৷ নাকের ডগায় চুরি করা বালিপাচার হচ্ছে বীরভূম ও দুই বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ৷ কিন্তু, প্রশাসনের তরফে সেদিকে কোনও নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

এই প্রসঙ্গে বিজেপির তরফে গুরুতর অভিযোগ করা হয়েছে ৷ দাবি করা হয়েছে, তোলাবাজির টাকা পেয়ে প্রশাসন তৃণমূলের বালি মাফিয়াদের ছাড় দিয়েছে ৷ বিজেপির সাংগঠিক জেলা বোলপুরের সদস্য কাঞ্চন ঘোষ বলেন, "দানবের মত মেশিন নামিয়ে নদী থেকে বালি তুলছে ৷ এতে নদীর ক্ষতি হচ্ছে ৷ এগুলো দেখার কথা প্রশাসনের ৷ সেই প্রশাসনই তোলার টাকা নিয়ে ছাড় দিচ্ছে ৷ তৃণমূলের বালি মাফিয়ারা ছাড়পত্র পাচ্ছে বালির তোলায় ৷’’

গরুপাচার মামলায় সিবিআই ও ইডি যৌথভাবে তদন্ত করছে ৷ যার জন্য বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ৷ একইভাবে কয়লা পাচার কাণ্ডের তদন্ত করছে সিবিআই। যার যোগও বীরভূমে রয়েছে বলে অভিযোগ ৷ এরই মাঝে এই জেলায় রমরমিয়ে চলছে বেআইনি বালির কারবার ৷ বীরভূম ও বর্ধমানের মাঝে বয়ে চলা অজয় নদে একাধিক বালির ঘাট রয়েছে ৷ সেই বালিঘাটগুলি থেকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ ৷ অজয় নদের জয়দেব, ইলামবাজার, সেনকাপুর, শিমূলিয়া, নানুর প্রভৃতি এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য তুঙ্গে ৷

Illegal Sand Mining in Ajay River in Birbhum ETV BHARAT
অজয় নদের চরে বেআইনি বালি উত্তোলন

প্রসঙ্গত, নদী বক্ষ থেকে আর্থ মুভার, হাইড্রা প্রভৃতি মেশিন নামিয়ে বালি তোলার ক্ষেত্রে প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা থাকে ৷ কারণ, মেশিন দিয়ে বালি তুললে নদীর গতিপথ বদলাতে পারে ৷ যাতে ক্ষতি হয় নদীর পাড় সংলগ্ন চাষ যোগ্য জমি ও বসতির ৷ কিন্তু, প্রশাসনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে অজয় নদের ইলামবাজার ও সেনকাপুরে দেখা গেল প্রকাশ্যে মেশিন নামিয়ে চলছে বালি তোলার কাজ ৷ একেবারে অজয় নদের মাঝখান থেকে বালি তোলা হচ্ছে ৷ অভিযোগ সেই বালি বীরভূম-সহ দুই বর্ধমান জেলায় পাচার করা হচ্ছে ৷

আরও পড়ুন: দিনের আলোয় মহানন্দার চর থেকে বালি চুরি মাফিয়াদের

আর এই দেদার বালি পাচারের ঘটনায় প্রশাসনের কোনও নজর নেই বলে অভিযোগ। এমনকি, এই বালিঘাটগুলি থেকে ভূমি ও ভূমি সংস্কার দফতরে রাজস্ব জমা পড়ে কিনা, তারও সদুত্তর নেই কারও কাছে ৷ বালির ঘাটে কর্মরত কর্মীদের প্রশ্ন করা হলে, তারা 'কিছুই জানি না' বলে এড়িয়ে যান ৷ রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, ‘‘বিরোধীদের মিথ্যা অভিযোগ ৷ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে, কোনরকম বেআইনি কাজ করা যাবে না ৷ সেই নিয়ে প্রশাসনও কাজ করছে। তারপরেও যদি হয়, পুলিশ-প্রশাসনকে বলব দেখে নেওয়ার জন্য ৷’’

অজয়ের চর থেকে বেআইনি বালি উত্তোলন

বীরভূম, 7 জানুয়ারি: গরু ও কয়লাপাচার নিয়ে সিবিআই ও ইডি-র তদন্তের মাঝেই বীরভূম জেলা জুড়ে রমরমিয়ে বেআইনি বালির কারবার অভিযোগ উঠেছে (Illegal Sand Mining from Ajay River in Birbhum) ৷ বিশেষ করে বীরভূমের ইলামবাজার, জয়দেব, সেনকাপুর, নানুর, লাভপুর এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য তুঙ্গে ৷ প্রশাসনিক নিষেধাজ্ঞা কার্যত উপেক্ষা করে অজয় নদ থেকে আর্থ মুভার, হাইড্রা মেশিন নামিয়ে চলছে বালি তোলার কাজ চলছে বলে অভিযোগ উঠেছে ৷ নাকের ডগায় চুরি করা বালিপাচার হচ্ছে বীরভূম ও দুই বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ৷ কিন্তু, প্রশাসনের তরফে সেদিকে কোনও নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

এই প্রসঙ্গে বিজেপির তরফে গুরুতর অভিযোগ করা হয়েছে ৷ দাবি করা হয়েছে, তোলাবাজির টাকা পেয়ে প্রশাসন তৃণমূলের বালি মাফিয়াদের ছাড় দিয়েছে ৷ বিজেপির সাংগঠিক জেলা বোলপুরের সদস্য কাঞ্চন ঘোষ বলেন, "দানবের মত মেশিন নামিয়ে নদী থেকে বালি তুলছে ৷ এতে নদীর ক্ষতি হচ্ছে ৷ এগুলো দেখার কথা প্রশাসনের ৷ সেই প্রশাসনই তোলার টাকা নিয়ে ছাড় দিচ্ছে ৷ তৃণমূলের বালি মাফিয়ারা ছাড়পত্র পাচ্ছে বালির তোলায় ৷’’

গরুপাচার মামলায় সিবিআই ও ইডি যৌথভাবে তদন্ত করছে ৷ যার জন্য বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ৷ একইভাবে কয়লা পাচার কাণ্ডের তদন্ত করছে সিবিআই। যার যোগও বীরভূমে রয়েছে বলে অভিযোগ ৷ এরই মাঝে এই জেলায় রমরমিয়ে চলছে বেআইনি বালির কারবার ৷ বীরভূম ও বর্ধমানের মাঝে বয়ে চলা অজয় নদে একাধিক বালির ঘাট রয়েছে ৷ সেই বালিঘাটগুলি থেকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ ৷ অজয় নদের জয়দেব, ইলামবাজার, সেনকাপুর, শিমূলিয়া, নানুর প্রভৃতি এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য তুঙ্গে ৷

Illegal Sand Mining in Ajay River in Birbhum ETV BHARAT
অজয় নদের চরে বেআইনি বালি উত্তোলন

প্রসঙ্গত, নদী বক্ষ থেকে আর্থ মুভার, হাইড্রা প্রভৃতি মেশিন নামিয়ে বালি তোলার ক্ষেত্রে প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা থাকে ৷ কারণ, মেশিন দিয়ে বালি তুললে নদীর গতিপথ বদলাতে পারে ৷ যাতে ক্ষতি হয় নদীর পাড় সংলগ্ন চাষ যোগ্য জমি ও বসতির ৷ কিন্তু, প্রশাসনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে অজয় নদের ইলামবাজার ও সেনকাপুরে দেখা গেল প্রকাশ্যে মেশিন নামিয়ে চলছে বালি তোলার কাজ ৷ একেবারে অজয় নদের মাঝখান থেকে বালি তোলা হচ্ছে ৷ অভিযোগ সেই বালি বীরভূম-সহ দুই বর্ধমান জেলায় পাচার করা হচ্ছে ৷

আরও পড়ুন: দিনের আলোয় মহানন্দার চর থেকে বালি চুরি মাফিয়াদের

আর এই দেদার বালি পাচারের ঘটনায় প্রশাসনের কোনও নজর নেই বলে অভিযোগ। এমনকি, এই বালিঘাটগুলি থেকে ভূমি ও ভূমি সংস্কার দফতরে রাজস্ব জমা পড়ে কিনা, তারও সদুত্তর নেই কারও কাছে ৷ বালির ঘাটে কর্মরত কর্মীদের প্রশ্ন করা হলে, তারা 'কিছুই জানি না' বলে এড়িয়ে যান ৷ রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, ‘‘বিরোধীদের মিথ্যা অভিযোগ ৷ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে, কোনরকম বেআইনি কাজ করা যাবে না ৷ সেই নিয়ে প্রশাসনও কাজ করছে। তারপরেও যদি হয়, পুলিশ-প্রশাসনকে বলব দেখে নেওয়ার জন্য ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.