ETV Bharat / state

সিউড়ি-হাওড়া এক্সপ্রেস চালু না হলে রেল বন্ধ করে দেব, হুমকি অনুব্রতর - আহমেদপুর খবর

আহমেদপুরের NRC, CAA বিরোধী জনসভা থেকে সিউড়ি হাওড়া এক্সপ্রেস চালু না হলে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল অনব্রত মণ্ডল ৷ সাথে পঞ্চায়েতের বাড়ি প্রসঙ্গে দলের নেতাদেরও হুঁশিয়ারি দিলেন তিনি ৷

Statement of Anubrata Mondal over Siuri-Howrah expressSiuri-Howrah express issue
সিউড়ি হাওড়া এক্সপ্রেস চালু না হলে রেল বন্ধ করে দেব : অনুব্রত মণ্ডল
author img

By

Published : Feb 28, 2020, 7:42 PM IST

আহমেদপুর, ২৮ ফেব্রুয়ারি : সিউড়ি-হাওড়া এক্সপ্রেস চালু না হলে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের ৷ আহমেদপুরের NRC, CAA বিরোধী জনসভা থেকে দলীয় কর্মীদেরও সতর্ক করলেন তিনি৷

পঞ্চায়েতের বাড়ি প্রসঙ্গে দলের নেতাদের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘যদি কোন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত কর্মী যদি টাকা চায় আমি বলে দিয়ে গেলাম বেধড়ক মারবেন ৷ আমি দিয়েছি এক লাখ এক হাজার বাড়ি ৷ যদি কেউ ভাবে, এই বাড়ি থেকে টাকা নেব, আমি আপনাদের বলছি দলবদ্ধ হয়ে জড়ো হবেন ৷ তার বাড়িতে চড়াও হবেন ৷ তাকে বেধড়ক পেটাবেন ৷ থানায় এসে ভরে দেবেন ৷ যদি কোন লিডার যায়, আমাকে ফোন করবেন ৷ তাকেও ভরে দেব ৷ ''

রাজ্যে BJP-কে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "একটা গাছে জানেন তো কয়েকটা ডালপালা এদিকে ওদিকে বেরোয় ৷ আগাছা ৷ পশ্চিমবাংলায় যারা আছে, তারা আগাছা ৷ মাঝে মাঝে ডাল ছাঁটতে হয় ৷ ডালের যদি আকার বেশি হয় ডালটাকে ছাঁটতে হয় ৷ এটা মনে রাখবেন ৷ আমরা মানুষকে পরিষেবা দিই ৷’’

অনুব্রত মণ্ডলের বক্তব্য

সিউড়ি-হাওড়া এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে। এই ট্রেনটি ফের চালু না করলে রেল চলাচল বন্ধের হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেন, ‘‘যা মন তাই করছে মোদি সরকার ৷ সিউড়ি ট্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আমি এইমাত্র সাংসদ অসিত মালের সঙ্গে কথা বললাম ৷ উনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, যাতে ট্রেনটা চলে ৷ যারা BJP করছে তাদের প্রশ্ন করুন ৷''

তাঁর কথায়, মানুষের যাওয়া জায়গাটা কেড়ে নেওয়া হচ্ছে ৷ মানুষের চলার ফেরার রাস্তাটাও কেড়ে নেওয়া হচ্ছে ৷ এটা লজ্জাজনক ৷

তাঁর বক্তব্য, ''অপদার্থ দলটা যেন খুব তাড়াতাড়ি বিদায় নেয় ৷ তা না হলে ভারতবর্ষে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে ৷ রেল চালু না হলে আন্দোলন করব, দরকার হলে রেল বন্ধ করে দেব ৷''

আহমেদপুর, ২৮ ফেব্রুয়ারি : সিউড়ি-হাওড়া এক্সপ্রেস চালু না হলে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের ৷ আহমেদপুরের NRC, CAA বিরোধী জনসভা থেকে দলীয় কর্মীদেরও সতর্ক করলেন তিনি৷

পঞ্চায়েতের বাড়ি প্রসঙ্গে দলের নেতাদের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘যদি কোন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত কর্মী যদি টাকা চায় আমি বলে দিয়ে গেলাম বেধড়ক মারবেন ৷ আমি দিয়েছি এক লাখ এক হাজার বাড়ি ৷ যদি কেউ ভাবে, এই বাড়ি থেকে টাকা নেব, আমি আপনাদের বলছি দলবদ্ধ হয়ে জড়ো হবেন ৷ তার বাড়িতে চড়াও হবেন ৷ তাকে বেধড়ক পেটাবেন ৷ থানায় এসে ভরে দেবেন ৷ যদি কোন লিডার যায়, আমাকে ফোন করবেন ৷ তাকেও ভরে দেব ৷ ''

রাজ্যে BJP-কে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "একটা গাছে জানেন তো কয়েকটা ডালপালা এদিকে ওদিকে বেরোয় ৷ আগাছা ৷ পশ্চিমবাংলায় যারা আছে, তারা আগাছা ৷ মাঝে মাঝে ডাল ছাঁটতে হয় ৷ ডালের যদি আকার বেশি হয় ডালটাকে ছাঁটতে হয় ৷ এটা মনে রাখবেন ৷ আমরা মানুষকে পরিষেবা দিই ৷’’

অনুব্রত মণ্ডলের বক্তব্য

সিউড়ি-হাওড়া এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে। এই ট্রেনটি ফের চালু না করলে রেল চলাচল বন্ধের হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেন, ‘‘যা মন তাই করছে মোদি সরকার ৷ সিউড়ি ট্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আমি এইমাত্র সাংসদ অসিত মালের সঙ্গে কথা বললাম ৷ উনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, যাতে ট্রেনটা চলে ৷ যারা BJP করছে তাদের প্রশ্ন করুন ৷''

তাঁর কথায়, মানুষের যাওয়া জায়গাটা কেড়ে নেওয়া হচ্ছে ৷ মানুষের চলার ফেরার রাস্তাটাও কেড়ে নেওয়া হচ্ছে ৷ এটা লজ্জাজনক ৷

তাঁর বক্তব্য, ''অপদার্থ দলটা যেন খুব তাড়াতাড়ি বিদায় নেয় ৷ তা না হলে ভারতবর্ষে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে ৷ রেল চালু না হলে আন্দোলন করব, দরকার হলে রেল বন্ধ করে দেব ৷''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.