ETV Bharat / state

আমি নন্দীগ্রামে গোলকিপারকে মাঠে নামতে দিইনি : শুভেন্দু - Shuvendu Adhikari

রামপুরহাট শহরের গান্ধি পার্কে বিজেপি প্রার্থী শুভাশিস চৌধুরীর প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী । বলেন, 27 পার্সেন্টকে ধরে থাকতে গিয়ে 73 পার্সেন্ট এক হয়ে গিয়েছে।

আমি নন্দীগ্রামে গোলকিপারকে মাঠে নামতে দিই নি,  শুভেন্দু অধিকারী
আমি নন্দীগ্রামে গোলকিপারকে মাঠে নামতে দিই নি, শুভেন্দু অধিকারী
author img

By

Published : Apr 25, 2021, 7:40 PM IST

রামপুরহাট, 25 এপ্রিল: রাত পোহালেই সপ্তম দফার ভোট গ্রহণ । তাই সব রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে । আজ রামপুরহাট শহরের গান্ধি পার্কে বিজেপি প্রার্থী শুভাশিস চৌধুরীর প্রচারে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । সভাতে এসেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি ।

তিনি বলেন, "মাননীয়া সাড়ে 9 বছর দুধেল গাইদের সেবা করেছেন । আপনার পদবী ব্যানার্জি, বীরভূমে আপনার বাবার বাড়ি । আপনাকে এত পুজো দিতে হচ্ছে কেন? মন্দিরে আসতে হচ্ছে কেন? আপনাকে কেন বলতে হচ্ছে আমি হিন্দু । সাড়ে ন বছর ধরে তোষণ করেছেন, বুঝতে পেরেছেন 27 পার্সেন্টকে ধরে থাকতে গিয়ে 73 এক হয়ে গিয়েছে।"

আমি নন্দীগ্রামে গোলকিপারকে মাঠে নামতে দিই নি, শুভেন্দু অধিকারী

তিনি আরও বলেন, "আপনার মুখ থেকে মন্ত্রতন্ত্র ভুল বেরোচ্ছে। আপনি ভগবান নারায়ণকে বিষ্ণুমাতা বলছেন । সন্তোষী মাতাকে বলছেন সন্তোষী পিতা । আপনি সরস্বতী পূজোর মন্ত্র ভুল বলছেন । চণ্ডীপাঠ ভুল করছেন, সভাতে সভাতে গিয়ে কলমা পাঠ করছেন । এই মুখ্যমন্ত্রীকে বিদায় দিয়ে পশ্চিমবঙ্গের সনাতনী সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব গণদেবতা ভোটার মণ্ডলীকে নিতে হবে ।" নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, "আমি নন্দীগ্রামে গোলকিপারকে মাঠে নামতে দিইনি"। সপ্তম দফায় মুখ্যমন্ত্রীর কন্ট্রোলরুম বহরমপুর । সেখানে থেকেই ভোট গ্রহণে নজর রাখবেন তিনি । কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাতেই সপ্তম দফার নির্বাচনের আগে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

রামপুরহাট, 25 এপ্রিল: রাত পোহালেই সপ্তম দফার ভোট গ্রহণ । তাই সব রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে । আজ রামপুরহাট শহরের গান্ধি পার্কে বিজেপি প্রার্থী শুভাশিস চৌধুরীর প্রচারে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । সভাতে এসেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি ।

তিনি বলেন, "মাননীয়া সাড়ে 9 বছর দুধেল গাইদের সেবা করেছেন । আপনার পদবী ব্যানার্জি, বীরভূমে আপনার বাবার বাড়ি । আপনাকে এত পুজো দিতে হচ্ছে কেন? মন্দিরে আসতে হচ্ছে কেন? আপনাকে কেন বলতে হচ্ছে আমি হিন্দু । সাড়ে ন বছর ধরে তোষণ করেছেন, বুঝতে পেরেছেন 27 পার্সেন্টকে ধরে থাকতে গিয়ে 73 এক হয়ে গিয়েছে।"

আমি নন্দীগ্রামে গোলকিপারকে মাঠে নামতে দিই নি, শুভেন্দু অধিকারী

তিনি আরও বলেন, "আপনার মুখ থেকে মন্ত্রতন্ত্র ভুল বেরোচ্ছে। আপনি ভগবান নারায়ণকে বিষ্ণুমাতা বলছেন । সন্তোষী মাতাকে বলছেন সন্তোষী পিতা । আপনি সরস্বতী পূজোর মন্ত্র ভুল বলছেন । চণ্ডীপাঠ ভুল করছেন, সভাতে সভাতে গিয়ে কলমা পাঠ করছেন । এই মুখ্যমন্ত্রীকে বিদায় দিয়ে পশ্চিমবঙ্গের সনাতনী সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব গণদেবতা ভোটার মণ্ডলীকে নিতে হবে ।" নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, "আমি নন্দীগ্রামে গোলকিপারকে মাঠে নামতে দিইনি"। সপ্তম দফায় মুখ্যমন্ত্রীর কন্ট্রোলরুম বহরমপুর । সেখানে থেকেই ভোট গ্রহণে নজর রাখবেন তিনি । কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাতেই সপ্তম দফার নির্বাচনের আগে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.