ETV Bharat / state

CBI তদন্ত হোক, আসল চরিত্রটা বেরিয়ে আসবে : অনুব্রত - বিশ্বভারতী ঘটনায় অনুব্রত মণ্ডল

BJP-র রাজ্য মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল আজ বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে দেখা করতে আসেন ৷ পৌষমেলার মাঠে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি যৌন কার্যকলাপ হওয়ার অভিযোগ করেন এই BJP নেত্রী ৷ এই বিষয়ে পালটা জবাব দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷

anubrata mondal
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Aug 28, 2020, 7:15 PM IST

Updated : Aug 28, 2020, 8:48 PM IST

শান্তিনিকেতন, 28 আগস্ট : "আমিও চাই CBI তদন্ত হোক। আসল চরিত্রটা বেরিয়ে আসবে।" বিশ্বভারতী ঘটনা প্রসঙ্গে বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন, BJP নেত্রী অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, পৌষ মেলার মাঠে যৌন কার্যকলাপ হয়। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "উনি বিশ্বভারতী প্রসঙ্গে কিছুই জানেন না, যদি হয়ে থাকে এর জন্য উপাচার্য দায়ি।"


পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক কার্যত অব্যাহত। আজ বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে দেখা করতে আসেন BJP-র রাজ্য মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি অভিযোগ করেন, পৌষমেলার মাঠে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি যৌন কার্যকলাপ হয়। এছাড়া তিনি বলেন, "পৌষ মেলাকে কেন্দ্র করে কাটমানি খায় তৃণমূল।" এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "উনি বিশ্বভারতী সম্পর্কে কিছু জানেন না। সম্পূর্ণ মিথ্যা কথা, বানানো কথা। এখানে এসে বড় বড় কথা বলছেন। যদি সম্পূর্ণ কেউ দায়ি থাকেন, উপাচার্যই দায়ি। বিশ্বভারতীতে 1000 সিকিউরিটি আছে।"

অনুব্রত মণ্ডল

পৌষমেলা থেকে কাটমানি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "উনি (অগ্নিমিত্রা পল) খেয়েছেন। পৌষমেলার সময়ে যারা টাকা জমা দিয়েছিল তাদের টাকা উপাচার্য ফেরত দেয়নি। ওই টাকাটা খেয়ে বসে আছে।" তিনি আরও বলেন, "আমিও চাই CBI তদন্ত হোক। তাহলে আসল চরিত্রটা বেরিয়ে আসবে।"

শান্তিনিকেতন, 28 আগস্ট : "আমিও চাই CBI তদন্ত হোক। আসল চরিত্রটা বেরিয়ে আসবে।" বিশ্বভারতী ঘটনা প্রসঙ্গে বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন, BJP নেত্রী অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, পৌষ মেলার মাঠে যৌন কার্যকলাপ হয়। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "উনি বিশ্বভারতী প্রসঙ্গে কিছুই জানেন না, যদি হয়ে থাকে এর জন্য উপাচার্য দায়ি।"


পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক কার্যত অব্যাহত। আজ বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে দেখা করতে আসেন BJP-র রাজ্য মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি অভিযোগ করেন, পৌষমেলার মাঠে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি যৌন কার্যকলাপ হয়। এছাড়া তিনি বলেন, "পৌষ মেলাকে কেন্দ্র করে কাটমানি খায় তৃণমূল।" এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "উনি বিশ্বভারতী সম্পর্কে কিছু জানেন না। সম্পূর্ণ মিথ্যা কথা, বানানো কথা। এখানে এসে বড় বড় কথা বলছেন। যদি সম্পূর্ণ কেউ দায়ি থাকেন, উপাচার্যই দায়ি। বিশ্বভারতীতে 1000 সিকিউরিটি আছে।"

অনুব্রত মণ্ডল

পৌষমেলা থেকে কাটমানি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "উনি (অগ্নিমিত্রা পল) খেয়েছেন। পৌষমেলার সময়ে যারা টাকা জমা দিয়েছিল তাদের টাকা উপাচার্য ফেরত দেয়নি। ওই টাকাটা খেয়ে বসে আছে।" তিনি আরও বলেন, "আমিও চাই CBI তদন্ত হোক। তাহলে আসল চরিত্রটা বেরিয়ে আসবে।"

Last Updated : Aug 28, 2020, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.