মল্লারপুর, 25 মার্চ: বীরভূম যেন বারুদ আর আগ্নেয়াস্ত্রর স্তূপ। নিয়ম করে উদ্ধার হচ্ছে বোমা, বারুদ, পিস্তল। আসন্ন পঞ্চায়েত ভোট শান্তির বার্তা দিচ্ছে শাসকদল। কিন্তু প্রশ্ন উঠছে যেভাবে প্রতি নিয়ত বোমা উদ্ধার হচ্ছে কতটা শান্তি পূর্ণ হবে ভোট। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার বীরভূম থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। এবার আগ্নেয়াস্ত্র-সহ বোমা তৈরির প্রচুর মশলা, দেশি পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে (Huge Explosives and Firearms Recovered)। মাত্র দু'দিন আগে নিজের বাড়িতে বীরভূম নিয়ে দলীয় স্তরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, দলের তরফে সংগঠনের ভার তিনিই সামলাবেন । সেদিক থেকেও প্রশাসনের কাছে বীরভূমের বাড়তি গুরুত্ব রয়েছে।
শুক্রবার রাতে, গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, 21টি বিভিন্ন ধরনের কার্তুজ ও প্রচুর পরিমাণে বোমা তৈরির বারুদ উদ্ধার করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার জবুনি গ্রামের। ধৃতের নাম রমজান শেখ। তার বাড়ি ওই গ্রামেরই পশ্চিমপাড়ায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বোমা ও আগ্নেয়াস্ত্র কারবার চক্রের সঙ্গে যুক্ত রমজান শেখ। ধৃতকে জেরা করে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।
এই ঘটনায় বীরভূমের জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখোপাধ্যায় বলেন, "মল্লারপুর থানা এবং জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। জেলাজুড়ে নজরদারি চলছে। জেলার বিভিন্ন এলাকায় নাকাবন্দি করে বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে। মল্লারপুরে পাচারের উদ্দেশে আগ্নেয়াস্ত্র জড়ো করা হয়েছিল। সেগুলি উদ্ধার করা হল। ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ৷" সম্প্রতি অনুব্রতহীন বীরভূমে একের পর এক বিস্ফোরণ, বোমার আঘাতে শিশুমৃত্যুর মতো ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। বদল হয়েছে পুলিশ সুপার। তারপর থেকেই জেলাজুড়ে লাগাতার নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর সেই অভিযানেই মিলল সাফল্য।
আরও পড়ুন: অশোকনগরে ব্যাগ থেকে উদ্ধার 10টি তাজা বোমা
অন্যদিকে, শনিবার দুপুরে নলহাটি থানার বারমারোই গ্রামের একটি বাঁশঝাড়ে মাটির হাঁড়িতে কিছু বোমা রাখা ছিল বলে স্থানীয়দের দাবি। গ্রামবাসীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। এরপর বোমাগুলি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই মাটির হাঁড়িতে 5 কৌটো বোমা মজুত রয়েছে। কে বা কারা বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ।