নলহাটি, 19 জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচিতে দিদির দূত হয়ে সাংসদ থেকে নেতা-মন্ত্রীরা যাচ্ছেন পাড়ায় পাড়ায় ৷ কথা বলছেন মানুষের সঙ্গে ৷ সেরকমই এক কর্মসূচিতে এদিন দিদির দূত সাংসদ শতাব্দী রায় যান বীরভূমের নলহাটির পাইকপাড়া গ্রামে ৷ আর সেখানেই তাঁর কাছে এল নিরুদ্দেশ স্বামীকে খুঁজে দেওয়ার আর্জি ৷ হাতের কাছে সাংসদকে পেয়ে নিরুদ্দেশ স্বামীকে খুঁজে বাড়িতে ফিরিয়ে দেওয়ার এই করুন আর্জি জানিয়েছেন এক গৃহবধূ (Housewife requests to Didir doot MP Satabdi Roy) ৷
জানা গিয়েছে, গৃহবধূর নাম দীপ্তি মণ্ডল । তাঁর স্বামীর নাম শ্রীকান্ত মণ্ডল । তিনি পাইকপাড়ার বাসিন্দা । গত দু'বছর থেকে নিরুদ্দেশ তাঁর স্বামী । মাঝে মধ্যে ফোন করলেও তিনি বাড়ি ফিরছেন না বলে গৃহবধূর দাবি । আজ দিদির দূত কর্মসূচিতে বীরভূমের সাংসদ শতাব্দী রায় নলহাটির পাইকপাড়া গ্রামে যান । সেখানেই সাংসদ শতাব্দী রায়ের কাছে স্বামীকে বাড়ি ফিরিয়ে দেওয়ার আর্জি জানান ওই গৃহবধূ । স্বামী মারধর করেন বলে ওই গৃহবধূ জানান সাংসদকে ৷ তাই শতাব্দী তাঁকে জিজ্ঞেস করেন, কেন তার পরেও তিনি স্বামীকে ফিরে পেতে চাইছেন ৷ গৃহবধূ জানান, তাঁর ছেলে-মেয়ে রয়েছে ৷ তাঁদের মুখের দিকে চেয়ে স্বামীকে বাড়িতে ফিরে চান তিনি ৷ এরপরেই শতাব্দী সংবাদমাধ্যমের কাছে বলেন, "মানুষের ভালোবাসা এরকমই হয় ৷"
আরও পড়ুন: 'দিদির দূত' বিধায়ককে অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
গৃহবধূ দীপ্তি মণ্ডল বলেন, "আমার স্বামী দু'বছর ধরে বাড়ি ছাড়া । আমাকে না বলে বাড়ি থেকে চলে গিয়েছে । আমি স্বামীর বাড়িতেই থাকি, কিন্তু আমার কাছে খাবার নেই । স্বামীর জমির ফসল আমি পাই না । আমি খুব কষ্টের মধ্যে আছি ৷ " যদিও এই গৃহবধূ সাংসদকে জানান, তাঁর স্বামীর শ্রীকান্ত মণ্ডলের চরিত্রের দোষ আছে । সাংসদ শতাব্দী রায় তাঁকে বলেন, "চরিত্রহীন স্বামীকে নিয়ে কী করবেন ।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, " আমাকে গৃহবধূ বলেছেন তাঁর স্বামীর চরিত্র খারাপ । আমি যদি খুঁজে এনেও দিই, ওই স্বামীকে নিয়ে তিনি করবেন কী ? তবুও তাঁর ভালোবাসা । আমি নলহাটি থানার ওসির কাছে যেতে বলেছি ।"
পাশাপাশি এদিন শতাব্দী রায়ের কাছে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের আবেদন করলেন বীরভূমের নলহাটির বাসিন্দারা । আজ দিদির দূত কর্মসুচিতে বীরভূমের নলহাটির আশ্রমপাড়ায় গিয়েছিলেন সাংসদ শতাব্দী রায় । সেখানে সাংসদকে পানীয় জলের অভাবের কথা জানালেন এলাকার একজন তৃণমূল কর্মী মহুয়া রায় । তাঁর দাবি, এই এলাকায় বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের সুবিধা নেই । তাই সাংসদের কাছে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের আবেদন জানান তিনি । যদিও এই বিষয়ে সাংসদ বলেন, "জল বাদ দিয়ে সবই হয়ে গিয়েছে । আমরা মানুষের অভিযোগ শুনতেই তো এসেছি । আমি সব লিখে নিচ্ছি । আসতে আসতে সব পূরণ করব ।"
আরও পড়ুন: কাঁকসায় দিদির দূত হয়ে স্কুলে শিক্ষকের ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী
প্রসঙ্গত, 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে সাংসদ শতাব্দী রায় প্রথম দিন থেকেও সংবাদের শিরোনামে । প্রথম দিন অর্থাৎ 13 জানুয়ারি শুক্রবার 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিতে হাঁসন বিধানসভার কয়েকটি গ্রামে যান তিনি ৷ এক দলীয় কর্মীর বাড়িতে ছবি তুললেও খাবার স্পর্শ করনেনি 'দিদির দূত' শতাব্দী বলে অভিযোগ ওঠে । যদিও এই বিষয়টিকে সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন তৃণমূল সাংসদ ।