ETV Bharat / state

অসুস্থ অনুব্রত মণ্ডল, নিয়ে আসা হল কলকাতায়

author img

By

Published : May 27, 2021, 5:36 PM IST

Updated : May 27, 2021, 9:14 PM IST

নির্বাচনের ফল প্রকাশের কয়েক দিন পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । "শরীরটা ভালো নেই", বলতেও শোনা যাচ্ছিল সাংবাদিক বৈঠকগুলিতে ।

অসুস্থ অনুব্রত মণ্ডল
অসুস্থ অনুব্রত মণ্ডল

বোলপুর ও কলকাতা, 27 মে : অসুস্থ অনুব্রত মণ্ডল । এদিন বিকেলে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল কলকাতায় । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ।

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কয়েক দিন পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । "শরীরটা ভালো নেই", বলতেও শোনা যাচ্ছিল সাংবাদিক বৈঠকগুলিতে । প্রায় 2 সপ্তাহ তাঁকে বাড়ির বাইরে দেখাও যায়নি ।

প্রচণ্ড ঠান্ডা লাগায় এদিন সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর । বিকেলের দিকে অনুব্রত মণ্ডলকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয় । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে । শারীরিক অবস্থা অবনতি দিকে ।

আরও পড়ুন : ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

অনুব্রত মণ্ডলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে । প্রতিনিয়ত প্রচুর ওষুধ খেতে হয় তাঁকে ৷ অক্সিজেনের সমস্যাও রয়েছে তাঁর । প্রায় সময় শ্বাসকষ্টের জন্য অক্সিজেন সাপোর্ট দিতে হয় তাঁকে ।

বোলপুর ও কলকাতা, 27 মে : অসুস্থ অনুব্রত মণ্ডল । এদিন বিকেলে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল কলকাতায় । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ।

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কয়েক দিন পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । "শরীরটা ভালো নেই", বলতেও শোনা যাচ্ছিল সাংবাদিক বৈঠকগুলিতে । প্রায় 2 সপ্তাহ তাঁকে বাড়ির বাইরে দেখাও যায়নি ।

প্রচণ্ড ঠান্ডা লাগায় এদিন সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর । বিকেলের দিকে অনুব্রত মণ্ডলকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয় । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে । শারীরিক অবস্থা অবনতি দিকে ।

আরও পড়ুন : ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

অনুব্রত মণ্ডলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে । প্রতিনিয়ত প্রচুর ওষুধ খেতে হয় তাঁকে ৷ অক্সিজেনের সমস্যাও রয়েছে তাঁর । প্রায় সময় শ্বাসকষ্টের জন্য অক্সিজেন সাপোর্ট দিতে হয় তাঁকে ।

Last Updated : May 27, 2021, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.