লাভপুর, 21 এপ্রিল : "এই গব্বর সিং প্রধানমন্ত্রীকে পালটানোর সময় এসেছে । আর ওঁকে পালটাতে পারেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় ।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একথা বললেন ফিরহাদ হাকিম । গতকাল বীরভূমের লাভপুরের পঞ্চায়েত সমিতির মাঠে জনসভা করেন ফিরহাদ হাকিম । তাঁর সঙ্গে ছিলেন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল, সহ সভাপতি অভিজিৎ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল প্রমুখ ।
ফিরহাদ বলেন, "নিজের বাবাকেও (রাজনৈতিক গুরু) ছাড়ল না, আদবানিকেও কেস দিয়ে দিল । আর যে সত্যি করে অতগুলো এনকাউন্টার করল সেই মোটাভাই তাকেও ফ্রেশ করে দিল । অর্থাৎ, CBI কেন্দ্রীয় সরকারের তোতাপাখি । সুপ্রিম কোর্ট বলেছিল । সেটা প্রমাণিত হয়ে গেল । নরেন্দ্র মোদি গণতন্ত্রের হত্যা করছে । মোদি একটা একটা করে সবকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ।"
অনুব্রত মণ্ডলের শোকজ় প্রসঙ্গে ফিরহাদ বলেন, "ওকে নির্বাচন কমিশন শোকজ় করলে আমি আর ঘাবড়াই না, কারণ এই ইনস্টিটিউশনটার মধ্যেও রাজনীতিকরণ করেছে । নাহলে রাজনীতিতে সেনাকে ব্যবহার করার জন্য মোদিকে নিষিদ্ধ করা উচিত ছিল । যে ক্ষমতা নির্বাচন কমিশনের হয়নি এবং ভবিষ্যতেও হবে না । আজ গব্বর সিং প্রধানমন্ত্রীকে পালটানোর সময় এসেছে । আর ওঁকে পালটাতে পারেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এই ভোট দিয়ে অসিত মালকে নয় বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সাহায্য করুন ।"