ETV Bharat / state

Firhad Certifies Kesto: কেষ্টকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ, নাম করে পার্থর জন্য তৃণমূল লজ্জিত বলেও মানলেন - রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

শনিবার বীরভূমের রামপুরহাট-2 ব্লকের বিষ্ণুপুর গ্রামে সভা করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বীরভূমের বাঘ বলে উল্লেখ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Firhad Hakim calls Anubrata Mondal Tiger and but squarely blames Partha Chatterjee for corruption
Anubrata Mondal: কেষ্টকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ, নাম করে পার্থর জন্য তৃণমূল লজ্জিত বলেও মানলেন
author img

By

Published : Nov 5, 2022, 7:46 PM IST

Updated : Nov 5, 2022, 8:22 PM IST

রামপুরহাট, 5 নভেম্বর: বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাঘের সঙ্গে তুলনা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) । অন্যদিকে নাম করে জানিয়ে দিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জন্য লজ্জিত তৃণমূল ৷

গত 2 নভেম্বর বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের সভা করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । পালটা আজ সেই মাঠেই সভা করল তৃণমূল । এই সভায় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল-সহ শাসক দলের একাধিক বিধায়ক ও নেতা ।

Firhad Hakim calls Anubrata Mondal Tiger and but squarely blames Partha Chatterjee for corruption
বীরভূমে তৃণমূলের সভায় ফিরহাদ হাকিম

সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখা যায়, বনের বাঘ একদিক দিয়ে অন্যদিকে চলে গেলে, সেই দিকে শেয়ালগুলো লাফালাফি করে । আবার যেই বাঘ আসে, সেই শেয়ালগুলো লেজ গুটিয়ে পালিয়ে যায় । বীরভূমের বাঘ (অনুব্রত মণ্ডল)-কে তোমারা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো । সারা জীবন পারবে না, এই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই শিয়ালগুলো আবার খাঁচায় ঢুকে যাবে ।"

কেষ্টকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ, নাম করে পার্থর জন্য তৃণমূল লজ্জিত বলেও মানলেন

নাম না করে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের একজন নেতা, সে অন্যায় করেছে, সে আমাদের তার কাজে অপমান করেছেন । তার জন্য নিশ্চিত ভাবে আমরা লজ্জিত । তার মানে এই নয় তৃণমূলের সবাইকে চোর বলার অধিকার তোমার এসে গিয়েছে ।"

আরও পড়ুন: 1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের

রামপুরহাট, 5 নভেম্বর: বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাঘের সঙ্গে তুলনা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) । অন্যদিকে নাম করে জানিয়ে দিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জন্য লজ্জিত তৃণমূল ৷

গত 2 নভেম্বর বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের সভা করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । পালটা আজ সেই মাঠেই সভা করল তৃণমূল । এই সভায় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল-সহ শাসক দলের একাধিক বিধায়ক ও নেতা ।

Firhad Hakim calls Anubrata Mondal Tiger and but squarely blames Partha Chatterjee for corruption
বীরভূমে তৃণমূলের সভায় ফিরহাদ হাকিম

সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখা যায়, বনের বাঘ একদিক দিয়ে অন্যদিকে চলে গেলে, সেই দিকে শেয়ালগুলো লাফালাফি করে । আবার যেই বাঘ আসে, সেই শেয়ালগুলো লেজ গুটিয়ে পালিয়ে যায় । বীরভূমের বাঘ (অনুব্রত মণ্ডল)-কে তোমারা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো । সারা জীবন পারবে না, এই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই শিয়ালগুলো আবার খাঁচায় ঢুকে যাবে ।"

কেষ্টকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ, নাম করে পার্থর জন্য তৃণমূল লজ্জিত বলেও মানলেন

নাম না করে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের একজন নেতা, সে অন্যায় করেছে, সে আমাদের তার কাজে অপমান করেছেন । তার জন্য নিশ্চিত ভাবে আমরা লজ্জিত । তার মানে এই নয় তৃণমূলের সবাইকে চোর বলার অধিকার তোমার এসে গিয়েছে ।"

আরও পড়ুন: 1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের

Last Updated : Nov 5, 2022, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.