শান্তিনিকেতন, 21 এপ্রিল : ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল বিশ্বভারতী (Visva Bharati Student Death) । মৃত ছাত্রের নাম অসীম দাস ৷ সে বিশ্বভারতীর দ্বাদশ শ্রেণির ছাত্র ৷ আত্মহত্যা নয়, খুন করা হয়েছে এই অভিযোগে বিশ্বভারতীর হাসপাতালে বিক্ষোভ দেখালেন পরিজনরা ৷ এমনকী কর্তৃপক্ষ কোনও রকম সহযোগিতা করছে না এই অভিযোগে উপাচার্যের বাসভবনে বিক্ষোভ দেখান তাঁরা ।
জানা গিয়েছে, নানুরের বনগ্রামের বাসিন্দা অসীম দাস । বিশ্বভারতী ছাত্রাবাসেই থেকেই পড়াশোনা করত সে । আজ সকালে বিশ্বভারতীর উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে তার দেহ উদ্ধার হয় ৷ সহপাঠীদের কাছে খবর পেয়ে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসীমের দেহ ৷ সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পরে দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷
আরও পড়ুন : Visva Bharati : আমরণ অনশন-সহ কর্মসচিবকে ঘেরাও করে বিশ্বভারতীতে চলছে বিক্ষোভ
অভিযোগ, এই ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতাল ৷ এমনকী কর্তৃপক্ষ নিহত ছাত্রের পরিবারকে কোনও রকম সহযোগিতা করছে না ৷ মৃত্যুর পরও জানানো হয়নি পরিবারকে ৷ এই সকল অভিযোগে পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনরা ৷ পরে বাসভবনে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান মৃত ছাত্রের বাবা সঞ্জীব দাস ৷ কিন্তু দেখা করেননি উপাচার্য এমনটাই অভিযোগ । এরপরেই শুরু হয় বিক্ষোভ। এই মর্মে শান্তিনিকেতন থানায় বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা ৷
উপাচার্যের বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়েন মৃত ছাত্রের বাবা সঞ্জীব দাস ৷ তিনি বলেন, "আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে ৷ বিশ্বভারতীর কেউ কোনও কিছুই জানাচ্ছে না ৷ এখনও কেউ এসে কথা বলছে না ৷ কি করে মারা গিয়েছে তাও বলছে না ৷"