ETV Bharat / state

এক ইউনিট রক্তের মূল্য 5 হাজার, রামপুরহাটে সক্রিয় দালাল চক্র - Brokers are active in Rampurhat Blood Bank

রক্ত সংকটের সুযোগ নিয়ে রামপুরহাট ব্লাড ব্যাঙ্কে সক্রিয় দালাল চক্র । আর তাতে জেরবার রোগীর আত্মীয়রা ।

rampurhat blood bank
রামপুরহাট ব্লাড ব্যাঙ্ক
author img

By

Published : Jun 7, 2020, 10:34 PM IST

রামপুরহাট, 7 জুন : লকডাউন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে । একই অবস্থা বীরভূমের রামপুরহাট ব্লাড ব্যাঙ্কেও । আর সেটাকেই সুযোগ করে এই ব্লাড ব্যাঙ্কে মাথা চাড়া দিয়ে উঠেছে দালাল চক্র । 5 হাজার টাকার বিনিময়ে মিলছে 1 ইউনিট রক্ত ।

দেশে কোরোনা সংক্রমণ দেখা দিতেই লকডাউনের ঘোষণা করা হয় । যার জেরে সর্বত্র মানুষকে জমায়েত থেকে বিরত থাকতে বলা হয় । ফলে বন্ধ হয়ে যায় রক্তদান শিবিরও । যার প্রভাব গিয়ে পড়ে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে । দেখা দেয় রক্ত সংকট ।

বীরভূমের রামপুরহাট ব্লাড ব্যাঙ্কেও লকডাউনের প্রভাব পড়ে । দেখা দেয় রক্ত সংকট । অভিযোগ, এই সংকটকে কাজে লাগিয়েই এই ব্লাড ব্যাঙ্কে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র । আর তাতে রীতিমতো জেরবার রোগীর আত্মীয়রা । সম্প্রতি দালাল চক্রের হাতে পড়ে এক ইউনটি রক্তের জন্য 5 হাজার টাকা দিতে হয়েছে দয়াল শা-কে । তাঁর এক আত্মীয় পা ভেঙে বেসরকারি হাসপাতালের ভরতি । সেই রোগীর জন্য O নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল । সেই রক্তের সন্ধানে রামপুরহাট ব্লাড ব্য়াঙ্কে আসেন দয়াল শা । তখনই এক দালালের সঙ্গে পরিচয় হয় তাঁর । দয়াল শা জানান, এক ইউনিট O নেগেটিভ রক্তের জন্য ওই দালাল তাঁর থেকে 10 হাজার টাকা দাবি করে । তারপর দয়াল অনুরোধ করলে ওই দালাল 7 হাজার টাকা চায় । পরে 5 হাজার টাকায় রাজি হয় ওই দালাল ।

বীরভূম ভলান্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নুরুল হক বলেন, "রক্তের দালাল চক্রের অভিযোগ আমরা পেয়েছি ৷ সংকটের সময় টাকার বিনিয়মে রক্ত বিক্রি মেনে নেওয়া যায় না ৷ এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি স্বাস্থ্য আধিকারিকদের।" এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি বলেন, "আমি শুনেছি । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ।"

রামপুরহাট, 7 জুন : লকডাউন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে । একই অবস্থা বীরভূমের রামপুরহাট ব্লাড ব্যাঙ্কেও । আর সেটাকেই সুযোগ করে এই ব্লাড ব্যাঙ্কে মাথা চাড়া দিয়ে উঠেছে দালাল চক্র । 5 হাজার টাকার বিনিময়ে মিলছে 1 ইউনিট রক্ত ।

দেশে কোরোনা সংক্রমণ দেখা দিতেই লকডাউনের ঘোষণা করা হয় । যার জেরে সর্বত্র মানুষকে জমায়েত থেকে বিরত থাকতে বলা হয় । ফলে বন্ধ হয়ে যায় রক্তদান শিবিরও । যার প্রভাব গিয়ে পড়ে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে । দেখা দেয় রক্ত সংকট ।

বীরভূমের রামপুরহাট ব্লাড ব্যাঙ্কেও লকডাউনের প্রভাব পড়ে । দেখা দেয় রক্ত সংকট । অভিযোগ, এই সংকটকে কাজে লাগিয়েই এই ব্লাড ব্যাঙ্কে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র । আর তাতে রীতিমতো জেরবার রোগীর আত্মীয়রা । সম্প্রতি দালাল চক্রের হাতে পড়ে এক ইউনটি রক্তের জন্য 5 হাজার টাকা দিতে হয়েছে দয়াল শা-কে । তাঁর এক আত্মীয় পা ভেঙে বেসরকারি হাসপাতালের ভরতি । সেই রোগীর জন্য O নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল । সেই রক্তের সন্ধানে রামপুরহাট ব্লাড ব্য়াঙ্কে আসেন দয়াল শা । তখনই এক দালালের সঙ্গে পরিচয় হয় তাঁর । দয়াল শা জানান, এক ইউনিট O নেগেটিভ রক্তের জন্য ওই দালাল তাঁর থেকে 10 হাজার টাকা দাবি করে । তারপর দয়াল অনুরোধ করলে ওই দালাল 7 হাজার টাকা চায় । পরে 5 হাজার টাকায় রাজি হয় ওই দালাল ।

বীরভূম ভলান্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নুরুল হক বলেন, "রক্তের দালাল চক্রের অভিযোগ আমরা পেয়েছি ৷ সংকটের সময় টাকার বিনিয়মে রক্ত বিক্রি মেনে নেওয়া যায় না ৷ এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি স্বাস্থ্য আধিকারিকদের।" এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি বলেন, "আমি শুনেছি । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.