ETV Bharat / state

Cattle Smuggling Case: 10 ঘণ্টা জেরার পর অনুব্রতর হিসাবরক্ষককে গ্রেফতার ইডি'র

দীর্ঘক্ষণ জেরার পর ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish Kothari Arrested on Cattle Smuggling Case)৷

Etv Bharat
অনুব্রতর হিসাবরক্ষককে গ্রেফতার ইডির
author img

By

Published : Mar 14, 2023, 9:54 PM IST

বোলপুর, 14 মার্চ: গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি (ED arrested Anubrata Mondal Accountant)। দিল্লিতে মঙ্গলবার প্রায় 10 ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে ইডি ৷ জানা গিয়েছে, জেরায় অনুব্রত মণ্ডলের সম্পত্তি প্রসঙ্গে একাধিক অসঙ্গতি পাওয়ার ফলেই এই গ্রেফতারি ৷

গরুপাচার মামলায় তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের আগে থেকেই সিবিআইয়ের নজরে ছিলেন তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারি । তাঁকে একাধিকবার কলকাতার নিজাম প্যালেস, বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ এমনকি, দিল্লিতে ডেকেও তাঁকে জেরা করেছে ইডি ৷ এছাড়া, অনুব্রতর এই হিসাবরক্ষের কাছ থেকে বহু সম্পত্তির নথি নিয়েছে সিবিআই ও ইডি ৷ সেই মতো তার বোলপুরের অফিস ও বাড়িতে হানা দিয়েছিল সিবিআই ।

সদ্য অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে জেরা করে তদন্তকারী অফিসারেরা 6 দিনে প্রায় সাড়ে 6 কোটি টাকার সম্পত্তি কেনার তথ্য হাতে পায় । এই ঘটনার পরই ডেকে পাঠানো হয় তৃণমূল নেতার হিসাবরক্ষককে ৷ মঙ্গলবার প্রায় 10 ঘণ্টা তাঁকে জেরা করেন ইডির অফিসাররা ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও তাঁকে জেরা করা হয় ৷ এরপর মণীশ কোঠারির দেওয়া তথ্যের সঙ্গে জেরায় অসঙ্গতি লক্ষ্য করেন অফিসাররা ৷ তারপরেই তাকে গ্রেফতার করা হয় ৷

উল্লেখ্য, বোলপুরের বাসিন্দা পেশায় চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের সমস্ত সম্পত্তির হিসাব রাখতেন ৷ তাই প্রথম থেকে সিবিআই ও ইডির নজরে ছিলেন তিনি ৷ তবে মঙ্গলবার দিল্লিতে দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতেই সম্পত্তির তথ্য নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়তেই ইডির হাতে গ্রেফতার হলেন হিসাবরক্ষক ৷ এরপর তদন্ত কোন দিকে এগোয় সেটাই দেখার ৷

আরও পড়ুন : বুধেই মুখোমুখি অনুব্রত-সুকন্যা ? মণীশকেও দিল্লিতে তলব ইডির

বোলপুর, 14 মার্চ: গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি (ED arrested Anubrata Mondal Accountant)। দিল্লিতে মঙ্গলবার প্রায় 10 ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে ইডি ৷ জানা গিয়েছে, জেরায় অনুব্রত মণ্ডলের সম্পত্তি প্রসঙ্গে একাধিক অসঙ্গতি পাওয়ার ফলেই এই গ্রেফতারি ৷

গরুপাচার মামলায় তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের আগে থেকেই সিবিআইয়ের নজরে ছিলেন তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারি । তাঁকে একাধিকবার কলকাতার নিজাম প্যালেস, বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ এমনকি, দিল্লিতে ডেকেও তাঁকে জেরা করেছে ইডি ৷ এছাড়া, অনুব্রতর এই হিসাবরক্ষের কাছ থেকে বহু সম্পত্তির নথি নিয়েছে সিবিআই ও ইডি ৷ সেই মতো তার বোলপুরের অফিস ও বাড়িতে হানা দিয়েছিল সিবিআই ।

সদ্য অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে জেরা করে তদন্তকারী অফিসারেরা 6 দিনে প্রায় সাড়ে 6 কোটি টাকার সম্পত্তি কেনার তথ্য হাতে পায় । এই ঘটনার পরই ডেকে পাঠানো হয় তৃণমূল নেতার হিসাবরক্ষককে ৷ মঙ্গলবার প্রায় 10 ঘণ্টা তাঁকে জেরা করেন ইডির অফিসাররা ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও তাঁকে জেরা করা হয় ৷ এরপর মণীশ কোঠারির দেওয়া তথ্যের সঙ্গে জেরায় অসঙ্গতি লক্ষ্য করেন অফিসাররা ৷ তারপরেই তাকে গ্রেফতার করা হয় ৷

উল্লেখ্য, বোলপুরের বাসিন্দা পেশায় চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের সমস্ত সম্পত্তির হিসাব রাখতেন ৷ তাই প্রথম থেকে সিবিআই ও ইডির নজরে ছিলেন তিনি ৷ তবে মঙ্গলবার দিল্লিতে দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতেই সম্পত্তির তথ্য নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়তেই ইডির হাতে গ্রেফতার হলেন হিসাবরক্ষক ৷ এরপর তদন্ত কোন দিকে এগোয় সেটাই দেখার ৷

আরও পড়ুন : বুধেই মুখোমুখি অনুব্রত-সুকন্যা ? মণীশকেও দিল্লিতে তলব ইডির

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.