ETV Bharat / state

ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ পৌষমেলার প্লট বুকিং! নম্বর ছাড়াই জিএসটি নেওয়া-সহ দালাল চক্রের অভিযোগ - পৌষমেলার প্লট বুকিং নিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ

Poush Mela Plot Booking: পৌষমেলার প্লট বুকিংয়ে দুর্নীতির অভিযোগে সরব হলেন ব্যবসায়ীদের একাংশ ৷ তাদের বিক্ষোভের জেরেই সোমবার বন্ধ হয়ে গেল মেলার স্টলের জন্য প্লট বুকিং ৷

Etv Bharat
পৌষমেলায় প্লট বুকিং নিয়ে দুর্নীতির অভিযোগ ব্যবসায়ীদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 6:39 PM IST

Updated : Dec 18, 2023, 8:14 PM IST

ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ হয়ে গেল পৌষমেলার প্লট বুকিং

বোলপুর, 18 ডিসেম্বর: পৌষমেলার প্লট বুকিংয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ৷ সোমবার ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল প্লট বুকিং । পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশের । নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্রের জিএসটি । এছাড়া, পৌষমেলার স্টলের জন্য প্লট বুকিংয়ের টাকা সরকারের কোন খাতে জমা পড়ছে তারও কোনও সদুত্তর নেই ৷ এমনকি, প্লট বুকিংয়ে দালাল চক্র কাজ করছে । অথচ, এই প্রথম পূর্বপল্লীর মাঠে পৌষমেলা করছে রাজ্য সরকার ।

এই বিষয়ে বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মহম্মদ হানিফ বলেন, "জিএসটি নম্বর নেই কেন বলতে পারব না ৷ দেখছি বিষয়টা । পরে হয়ত নম্বর দেবে । আর কোন খাতে টাকা যাচ্ছে তা মহকুমাশাসক বলতে পারবে ।"
2019 সালে শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা । তারপর থেকে আর হয়নি ৷ তবে বোলপুর ডাকবাংলো মাঠে 2021 ও 22 সালে বিকল্প পৌষমেলা করেছিল রাজ্য সরকার । এবার উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই সকলে মনে করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা করবে ৷ কিন্তু, করেনি ৷ রাজ্য সরকার মেলা করার জন্য বিশ্বভারতীর কাছে পৌষমেলার মাঠ চেয়ে আবেদন করে । দীর্ঘ টালবাহানার পর মাঠ দেয় বিশ্বভারতী ।
অর্থাৎ, 2019 সালের পর পূর্বপল্লীর মাঠে ফের এবছর হবে পৌষমেলা । তবে এই মেলার আয়োজন করেছে রাজ্য সরকার ৷

ইতিমধ্যের শুরু হয়ে গিয়েছে মেলার স্টলের জন্য প্লট বুকিং । আর এই প্লট বুকিং নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন ব্যবসায়ীদের একাংশ ৷ তাদের বিক্ষোভের জেরেই বন্ধ হয়ে যায় প্লট বুকিংয়ের অফিস ৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ । ব্যবসায়ীদের অভিযোগ, কোনও নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে জিএসটি । শুধু রাজ্য নয়, সেন্ট্রাল জিএসটিও নেওয়া হচ্ছে । অথচ কোনও জিএসটি নম্বর নেই ৷ যা সম্পূর্ণ বেআইনি ৷ এমনকি, রাজ্য সরকার মেলা করলেও সরকারের কোন খাতে এই প্লট বুকিংয়ের টাকা জমা পড়ছে তারও উল্লেখ নেই ৷ ব্যবসায়ীরা যথারীতি জিএসটি নম্বর ছাড়াই জিএসটি দিয়ে প্লট বুক করছে ৷ আরও অভিযোগ, প্লট বুকিংয়ে কাজ করছে দালালচক্র ।

বিষয়টি শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,"যে স্টলের ভাড়া ছিল 25 টাকা তা বাড়িয়ে 100 টাকা করেছে কাজল শেখের ভাইপো বাপি ৷ কাজলের ঘর থেকে স্টলের কুপন দেওয়া হচ্ছে ৷ কেষ্টর জায়গা এখন ও নিয়েছে ৷"

প্রসঙ্গত, 2022 সালে ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলায় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ । তারপরেই পূর্বপল্লীর পৌষমেলার প্লট বুকিংয়ের প্রথম দিনের ব্যাপক দুর্নীতির অভিযোগ । যদিও, এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মহকুমাশাসক ও জেলাশাসক ৷

আরও পড়ুন :

1 প্রথমবার পৌষমেলার আয়োজনে রাজ্য সরকার, বৈঠক শুরু হতেই প্রকাশ্য়ে গোষ্ঠীদ্বন্দ্বের আভাস

2 হচ্ছে বিকল্প পৌষমেলা, বিশ্বভারতীর কাছে মাঠ চাইবে রাজ্য সরকার; কবে থেকে শুরু ?

3 ভেঙে দেওয়া হল বিতর্কিত ফলক, শান্তিনিকেতনে বসল রবীন্দ্রনাথের নামাঙ্কিত নয়া ফলক

ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ হয়ে গেল পৌষমেলার প্লট বুকিং

বোলপুর, 18 ডিসেম্বর: পৌষমেলার প্লট বুকিংয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ৷ সোমবার ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল প্লট বুকিং । পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশের । নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্রের জিএসটি । এছাড়া, পৌষমেলার স্টলের জন্য প্লট বুকিংয়ের টাকা সরকারের কোন খাতে জমা পড়ছে তারও কোনও সদুত্তর নেই ৷ এমনকি, প্লট বুকিংয়ে দালাল চক্র কাজ করছে । অথচ, এই প্রথম পূর্বপল্লীর মাঠে পৌষমেলা করছে রাজ্য সরকার ।

এই বিষয়ে বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মহম্মদ হানিফ বলেন, "জিএসটি নম্বর নেই কেন বলতে পারব না ৷ দেখছি বিষয়টা । পরে হয়ত নম্বর দেবে । আর কোন খাতে টাকা যাচ্ছে তা মহকুমাশাসক বলতে পারবে ।"
2019 সালে শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা । তারপর থেকে আর হয়নি ৷ তবে বোলপুর ডাকবাংলো মাঠে 2021 ও 22 সালে বিকল্প পৌষমেলা করেছিল রাজ্য সরকার । এবার উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই সকলে মনে করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা করবে ৷ কিন্তু, করেনি ৷ রাজ্য সরকার মেলা করার জন্য বিশ্বভারতীর কাছে পৌষমেলার মাঠ চেয়ে আবেদন করে । দীর্ঘ টালবাহানার পর মাঠ দেয় বিশ্বভারতী ।
অর্থাৎ, 2019 সালের পর পূর্বপল্লীর মাঠে ফের এবছর হবে পৌষমেলা । তবে এই মেলার আয়োজন করেছে রাজ্য সরকার ৷

ইতিমধ্যের শুরু হয়ে গিয়েছে মেলার স্টলের জন্য প্লট বুকিং । আর এই প্লট বুকিং নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন ব্যবসায়ীদের একাংশ ৷ তাদের বিক্ষোভের জেরেই বন্ধ হয়ে যায় প্লট বুকিংয়ের অফিস ৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ । ব্যবসায়ীদের অভিযোগ, কোনও নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে জিএসটি । শুধু রাজ্য নয়, সেন্ট্রাল জিএসটিও নেওয়া হচ্ছে । অথচ কোনও জিএসটি নম্বর নেই ৷ যা সম্পূর্ণ বেআইনি ৷ এমনকি, রাজ্য সরকার মেলা করলেও সরকারের কোন খাতে এই প্লট বুকিংয়ের টাকা জমা পড়ছে তারও উল্লেখ নেই ৷ ব্যবসায়ীরা যথারীতি জিএসটি নম্বর ছাড়াই জিএসটি দিয়ে প্লট বুক করছে ৷ আরও অভিযোগ, প্লট বুকিংয়ে কাজ করছে দালালচক্র ।

বিষয়টি শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,"যে স্টলের ভাড়া ছিল 25 টাকা তা বাড়িয়ে 100 টাকা করেছে কাজল শেখের ভাইপো বাপি ৷ কাজলের ঘর থেকে স্টলের কুপন দেওয়া হচ্ছে ৷ কেষ্টর জায়গা এখন ও নিয়েছে ৷"

প্রসঙ্গত, 2022 সালে ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলায় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ । তারপরেই পূর্বপল্লীর পৌষমেলার প্লট বুকিংয়ের প্রথম দিনের ব্যাপক দুর্নীতির অভিযোগ । যদিও, এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মহকুমাশাসক ও জেলাশাসক ৷

আরও পড়ুন :

1 প্রথমবার পৌষমেলার আয়োজনে রাজ্য সরকার, বৈঠক শুরু হতেই প্রকাশ্য়ে গোষ্ঠীদ্বন্দ্বের আভাস

2 হচ্ছে বিকল্প পৌষমেলা, বিশ্বভারতীর কাছে মাঠ চাইবে রাজ্য সরকার; কবে থেকে শুরু ?

3 ভেঙে দেওয়া হল বিতর্কিত ফলক, শান্তিনিকেতনে বসল রবীন্দ্রনাথের নামাঙ্কিত নয়া ফলক

Last Updated : Dec 18, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.