ETV Bharat / state

করোনায় আক্রান্ত হয়ে মৃত্য বীরভূমের পুলিশ আধিকারিকের - বীরভূম পুলিশ আধিকারিকের প্রাণ কাড়ল করোনা

করোনা আবহে মৃত্যু হল বীরভূমের পুলিশ আধিকারিক দীপঙ্কর বক্সির। তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি ৷

দীপঙ্কর বক্সি
দীপঙ্কর বক্সি
author img

By

Published : May 25, 2021, 10:55 AM IST

সিউড়ি, 25 মে : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বীরভূমের পুলিশ আধিকারিক দীপঙ্কর বক্সির। ডিএসপি (ট্র্যাফিক) পদে কর্মরত ছিলেন তিনি। গতকাল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

করোনা যোদ্ধার প্রাণ কাড়ল মারণ ভাইরাস। বেশ কয়েকদিন আগে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যায় ৷ পরে টেস্ট করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী শোক জ্ঞাপন করে বলেন, "আমাদের এক অফিসারকে হারালাম।"
আরও পড়ুন : সুপ্রিম কোর্টে গৃহীত নারদ মামলা, আজ শুনানি

দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গতকাল পর্যন্ত বীরভূমে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 226 জনের। আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় ভর্তি রয়েছেন বা হোম আইসোলেশনে রয়েছেন মোট 3156 জন।

সিউড়ি, 25 মে : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বীরভূমের পুলিশ আধিকারিক দীপঙ্কর বক্সির। ডিএসপি (ট্র্যাফিক) পদে কর্মরত ছিলেন তিনি। গতকাল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

করোনা যোদ্ধার প্রাণ কাড়ল মারণ ভাইরাস। বেশ কয়েকদিন আগে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যায় ৷ পরে টেস্ট করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী শোক জ্ঞাপন করে বলেন, "আমাদের এক অফিসারকে হারালাম।"
আরও পড়ুন : সুপ্রিম কোর্টে গৃহীত নারদ মামলা, আজ শুনানি

দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গতকাল পর্যন্ত বীরভূমে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 226 জনের। আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় ভর্তি রয়েছেন বা হোম আইসোলেশনে রয়েছেন মোট 3156 জন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.