ETV Bharat / state

ট্রেনে "জয়শ্রীরাম" স্লোগান, হাতাহাতি

"জয়শ্রীরাম" বলাকে কেন্দ্র করে উত্তেজনা । এবার ডাউন মালদা টাউন এক্সপ্রেসে "জয়শ্রীরাম" বলা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে হাতাহাতি বাধে যাত্রীদের একাংশের । পরে GRP এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ট্রেনে "জয়শ্রীরাম" স্লোগান, হাতাহাতি
author img

By

Published : Jul 1, 2019, 11:06 PM IST

Updated : Jul 1, 2019, 11:59 PM IST

আহমেদপুর, 1 জুলাই : "জয়শ্রীরাম" বলা নিয়ে উত্তেজনা ট্রেনে । ধস্তাধস্তি, হাতাহাতি এমন কী ট্রেনে ভাঙচুর পর্যন্ত চালানো হয় । এর জেরে বীরভূমের আহমেদপুর স্টেশনে প্রায় 40 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে ডাউন মালদা টাউন এক্সপ্রেস । পরে GRP এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আজ রাত 8টা নাগাদ হাওড়া-সাহেবগঞ্জ লুপ লাইনে ডাউন মালদা টাউন এক্সপ্রেসে কয়েকজন যুবক উঠে "জয়শ্রীরাম" স্লোগান দিতে থাকে । প্রতিবাদ করে ট্রেনের অন্যান্য যাত্রীরা । এই নিয়ে প্রথমে উভয়পক্ষের মধ্যে শুরু হয় বচসা । বচসা থেকে শুরু হয় হাতাহাতি । ট্রেনেও ভাঙচুর চালানো হয় । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আহমেদপুর স্টেশন চত্বর । প্রায় 40 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে ট্রেন । খবর পেয়ে রেল পুলিশ পৌঁছায় ঘটনাস্থানে । রেল পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় যাত্রীরা । পরে বোলপুর স্টেশনে ট্রেন পৌঁছালে সেখানে অভিযোগ জানানো হয় ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ভিডিয়োয় দেখুন

আহমেদপুর, 1 জুলাই : "জয়শ্রীরাম" বলা নিয়ে উত্তেজনা ট্রেনে । ধস্তাধস্তি, হাতাহাতি এমন কী ট্রেনে ভাঙচুর পর্যন্ত চালানো হয় । এর জেরে বীরভূমের আহমেদপুর স্টেশনে প্রায় 40 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে ডাউন মালদা টাউন এক্সপ্রেস । পরে GRP এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আজ রাত 8টা নাগাদ হাওড়া-সাহেবগঞ্জ লুপ লাইনে ডাউন মালদা টাউন এক্সপ্রেসে কয়েকজন যুবক উঠে "জয়শ্রীরাম" স্লোগান দিতে থাকে । প্রতিবাদ করে ট্রেনের অন্যান্য যাত্রীরা । এই নিয়ে প্রথমে উভয়পক্ষের মধ্যে শুরু হয় বচসা । বচসা থেকে শুরু হয় হাতাহাতি । ট্রেনেও ভাঙচুর চালানো হয় । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আহমেদপুর স্টেশন চত্বর । প্রায় 40 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে ট্রেন । খবর পেয়ে রেল পুলিশ পৌঁছায় ঘটনাস্থানে । রেল পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় যাত্রীরা । পরে বোলপুর স্টেশনে ট্রেন পৌঁছালে সেখানে অভিযোগ জানানো হয় ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ভিডিয়োয় দেখুন
sample description
Last Updated : Jul 1, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.