ETV Bharat / state

Deucha Pachami : দেওচা পাচামি যাওয়ার মুখে বিজেপি নেতাকে কালো পতাকা - রাজু বন্দ্যোপাধ্য়ায়

বৃহস্পতিবার দেওচা পাচামি পরিদর্শনে আসেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানে যাওয়ার মুখে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয় ৷ রাজুকে কালো পতাকা দেখান বিক্ষোভকারীরা ৷ দেওয়া হয় গো ব্যাক স্লোগান ৷

deucha pachami agitation during bjp leader raju banerjee visit
Deucha Pachami : দেওচা পাচামি যাওয়ার মুখে বিজেপি নেতাকে কালো পতাকা
author img

By

Published : Nov 18, 2021, 6:53 PM IST

মহম্মদবাজার ও দেওচা পাচামি, 18 নভেম্বর : দেওচা পাচামিতে (Deucha Pachami) কালো পতাকা দেখানো হল বিজেপির অন্যতম রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্য়ায়কে (Raju Banerjee) ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছেন ৷ এমনকী, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও দাবি করেছেন রাজু ৷ পাশাপাশি তোলা হয় গো ব্যাক স্লোগান ৷

আরও পড়ুন : Deucha Pachami : আদিবাসীদের অমতে খনি নয়, দেওচা পাচামিতে হুঁশিয়ারি বিজেপি নেতার

বীরভূমের দেওচা পাচামিতে প্রস্তাবিত কয়লা প্রকল্প নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে ৷ দেওচা পাচামিতে খোলামুখ কয়লা খনি তৈরির প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার ৷ এই এলাকা মূলত আদিবাসী অধ্যুষিত ৷ রাজ্যের তরফে তাঁদের জমি অধিগ্রহণ করেই খনি তৈরির পরিকল্পনা করা হয়েছে ৷ এর জন্য জমিদাতাদের ন্যায্য ক্ষতিপূরণও দেওয়া হবে বলে দাবি রাজ্য সরকারের ৷ অন্যদিকে বিজেপির অভিযোগ, স্থানীয় আদিবাসীদের স্বার্থ ক্ষুণ্ণ করে দেওচা পাচামিতে খনি তৈরি করা হচ্ছে ৷

বৃহস্পতিবার দেওচা পাচামি পরিদর্শনে আসেন বিজেপি নেতা তথা দলের অন্যতম রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই বাধার মুখে পড়তে হয় তাঁকে ৷ দেওচা মোড়ের কাছে রাজুর গাড়ি আটকান বিক্ষোভকারীরা ৷ তাঁদের অভিযোগ, বিজেপি এলাকার আদিবাসীদের ভুল বুঝিয়ে প্রকল্পের কাজ বন্ধ করার ষড়যন্ত্র করছে ৷ সেই কারণেই রাজু বন্দ্যোপাধ্য়ায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তাঁরা ৷

আরও পড়ুন : Coal Block : মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও দেউচা-পাচামির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান বিরোধীরা

অন্যদিকে রাজুর দাবি, যাঁরা এদিন তাঁকে আটকানোর চেষ্টা করেন, তাঁরা আসলে তৃণমূলের লোক ৷ পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ সরানো হয় ৷ রাজুও তাঁর গন্তব্যে পৌঁছন ৷ কথা বলেন স্থানীয় আদিবাসীদের সঙ্গে ৷ আদিবাসীরা বিজেপি নেতাকে জানান, তাঁরা এই এলাকায় কয়লা খনি চাইছেন না ৷ তাঁরা চান, পাথর খাদান থাকুক ৷ কারণ, সেখানে কাজ তাঁদের ভাল উপার্জন হচ্ছে ৷

মহম্মদবাজার ও দেওচা পাচামি, 18 নভেম্বর : দেওচা পাচামিতে (Deucha Pachami) কালো পতাকা দেখানো হল বিজেপির অন্যতম রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্য়ায়কে (Raju Banerjee) ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছেন ৷ এমনকী, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও দাবি করেছেন রাজু ৷ পাশাপাশি তোলা হয় গো ব্যাক স্লোগান ৷

আরও পড়ুন : Deucha Pachami : আদিবাসীদের অমতে খনি নয়, দেওচা পাচামিতে হুঁশিয়ারি বিজেপি নেতার

বীরভূমের দেওচা পাচামিতে প্রস্তাবিত কয়লা প্রকল্প নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে ৷ দেওচা পাচামিতে খোলামুখ কয়লা খনি তৈরির প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার ৷ এই এলাকা মূলত আদিবাসী অধ্যুষিত ৷ রাজ্যের তরফে তাঁদের জমি অধিগ্রহণ করেই খনি তৈরির পরিকল্পনা করা হয়েছে ৷ এর জন্য জমিদাতাদের ন্যায্য ক্ষতিপূরণও দেওয়া হবে বলে দাবি রাজ্য সরকারের ৷ অন্যদিকে বিজেপির অভিযোগ, স্থানীয় আদিবাসীদের স্বার্থ ক্ষুণ্ণ করে দেওচা পাচামিতে খনি তৈরি করা হচ্ছে ৷

বৃহস্পতিবার দেওচা পাচামি পরিদর্শনে আসেন বিজেপি নেতা তথা দলের অন্যতম রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই বাধার মুখে পড়তে হয় তাঁকে ৷ দেওচা মোড়ের কাছে রাজুর গাড়ি আটকান বিক্ষোভকারীরা ৷ তাঁদের অভিযোগ, বিজেপি এলাকার আদিবাসীদের ভুল বুঝিয়ে প্রকল্পের কাজ বন্ধ করার ষড়যন্ত্র করছে ৷ সেই কারণেই রাজু বন্দ্যোপাধ্য়ায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তাঁরা ৷

আরও পড়ুন : Coal Block : মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও দেউচা-পাচামির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান বিরোধীরা

অন্যদিকে রাজুর দাবি, যাঁরা এদিন তাঁকে আটকানোর চেষ্টা করেন, তাঁরা আসলে তৃণমূলের লোক ৷ পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ সরানো হয় ৷ রাজুও তাঁর গন্তব্যে পৌঁছন ৷ কথা বলেন স্থানীয় আদিবাসীদের সঙ্গে ৷ আদিবাসীরা বিজেপি নেতাকে জানান, তাঁরা এই এলাকায় কয়লা খনি চাইছেন না ৷ তাঁরা চান, পাথর খাদান থাকুক ৷ কারণ, সেখানে কাজ তাঁদের ভাল উপার্জন হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.