ETV Bharat / state

Kirnahar Unnatural Death : কীর্ণাহারে মহিলার দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা তদন্ত শুরু পুলিশের - Dead Body of A Woman Found in Kirnahar Birbhum

কীর্ণাহারে মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে একটি মাঠ থেকে (Dead Body of A Woman Found in Kirnahar Birbhum) ৷ প্রাথমিক তদন্তে খুন বলে মনে করছে পুলিশ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Dead Body of A Woman Found in Kirnahar Birbhum
Body of A Woman Found in Kirnahar Birbhum
author img

By

Published : Apr 18, 2022, 6:49 PM IST

কীর্ণাহার (বীরভূম), 18 এপ্রিল : গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হল বীরভূমের কীর্ণাহারে (Dead Body of A Woman Found in Kirnahar Birbhum) ৷ কীর্ণাহার থানার হারানন্দপুর গ্রামের একটি মাঠে ওই মহিলার দেহ পড়েছিল ৷ মৃত মহিলার নাম মঞ্জু বাগদী (35) ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে সেখানে ফেলে দেওয়া হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে মঞ্জু বাগদীর ৷ তার পর থেকে হারানন্দপুরে বাপের বাড়িতেই থাকতেন তিনি ৷ এদিন গ্রামের বাইরে নির্জন এলাকায় একটি মাঠে তাঁর দেহ পরে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল মঞ্জু বাগদীর ৷ কীর্ণাহার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে তাঁকে ৷ পাশাপাশি, ধর্ষণের তত্ত্বও উঠে আসছে ৷ তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব স্পষ্ট হবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Maheshtala Burn Death : মহেশতলায় আগুনে পুড়ে মহিলা-সহ 3 জনের মৃত্যুতে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অষ্টম মণ্ডল বলেন, ‘‘বীরভূমে একের পর এক খুন-ধর্ষণ হচ্ছে ৷ কীর্ণাহারেও নৃশংসভাবে মহিলাকে খুন করা হয়েছে ৷ আইনের শাসন নেই ৷ ভয়ে অনেক ক্ষেত্রে অভিযোগ হচ্ছে না ৷’’ এ নিয়ে তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, ‘‘যে কোনও মৃত্যু দুর্ভাগ্যজনক ৷ পুলিশ তদন্ত করছে ৷ আমরা চাই দোষীদের শান্তি হোক ৷ তবে বিরোধীরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে ৷ সেটা কাম্য নয় ৷’’

কীর্ণাহারে মহিলার দেহ উদ্ধার

কীর্ণাহার (বীরভূম), 18 এপ্রিল : গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হল বীরভূমের কীর্ণাহারে (Dead Body of A Woman Found in Kirnahar Birbhum) ৷ কীর্ণাহার থানার হারানন্দপুর গ্রামের একটি মাঠে ওই মহিলার দেহ পড়েছিল ৷ মৃত মহিলার নাম মঞ্জু বাগদী (35) ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে সেখানে ফেলে দেওয়া হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে মঞ্জু বাগদীর ৷ তার পর থেকে হারানন্দপুরে বাপের বাড়িতেই থাকতেন তিনি ৷ এদিন গ্রামের বাইরে নির্জন এলাকায় একটি মাঠে তাঁর দেহ পরে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল মঞ্জু বাগদীর ৷ কীর্ণাহার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে তাঁকে ৷ পাশাপাশি, ধর্ষণের তত্ত্বও উঠে আসছে ৷ তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব স্পষ্ট হবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Maheshtala Burn Death : মহেশতলায় আগুনে পুড়ে মহিলা-সহ 3 জনের মৃত্যুতে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অষ্টম মণ্ডল বলেন, ‘‘বীরভূমে একের পর এক খুন-ধর্ষণ হচ্ছে ৷ কীর্ণাহারেও নৃশংসভাবে মহিলাকে খুন করা হয়েছে ৷ আইনের শাসন নেই ৷ ভয়ে অনেক ক্ষেত্রে অভিযোগ হচ্ছে না ৷’’ এ নিয়ে তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, ‘‘যে কোনও মৃত্যু দুর্ভাগ্যজনক ৷ পুলিশ তদন্ত করছে ৷ আমরা চাই দোষীদের শান্তি হোক ৷ তবে বিরোধীরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে ৷ সেটা কাম্য নয় ৷’’

কীর্ণাহারে মহিলার দেহ উদ্ধার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.