বোলপুর, 20 ডিসেম্বর : মেদিনীপুরের জনসভার পরই তাঁর বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠেছিল । আর এবার বোলপুরে অমিত শাহর রোড শো-এ লাটে উঠল স্বাস্থ্যবিধি ৷
গতকাল মেদিনীপুরে জনসভা করেছিলেন অমিত শাহ । সেখানে মাস্ক না পরায় তাঁর বিরুদ্ধে কোভিড বিভি ভাঙার অভিযোগ এনেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ । তিনি বলেন,‘‘ মেদিনীপুরে সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি ।’’
আর আজ বোলপুরে রোড শো করেন তিনি ৷ কিন্তু সেখানে বিজেপি নেতা-নেত্রী থেকে কর্মী-সমর্থকদের কাউকেই কোরোনা বিধি মানতে দেখা গেল না ৷ সামাজিক দূরত্ববিধি তো শিকেয় উঠেছে সঙ্গে অনেকের মুখে মাস্কও দেখা গেল না ৷ এমনকী খোদ অমিত শাহর মুখেও ছিল না মাস্ক ৷
আরও পড়ুন :- দিল্লি থেকে আসার দরকার নেই, বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে : অমিত শাহ
অমিত শাহ কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ অথচ তাঁকেই জনসভায় ও রোড-শোতে মাস্ক ব্যবহার করতে দেখা গেল না ৷ এটা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে বলে অভিযোগ করেছে বিরোধীরা ৷
আজ বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ । চৌরাস্তায় গিয়ে একটি পথসভাও করেন তিনি । রাস্তার দুই ধারে ও রাস্তাজুড়ে উপচে পড়া ভিড় ছিল । সেখানে অনেকেই মাস্ক পরেননি । যা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ।