ETV Bharat / state

বুথের বাইরে তৃণমূলের নকুলদানা বিতরণ, কমিশনে অভিযোগ - election commission

বুথের বাইরে বিতরণ করা হল নকুলদানা ৷ কমিশনে অভিযোগ জানাল জেলা BJP ৷

বুথের বাইরে নকুলদানা বিতরণ করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা
author img

By

Published : Apr 29, 2019, 7:41 PM IST

বোলপুর, 29 এপ্রিল : বোলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে আজ সকাল থেকে নকুলদানা বিতরণ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ বোলপুরের কসবা গ্রামেও নকুলদানা বিতরণ করা হয় ৷

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, "বুথের বাইরে নকুলদানা বিতরণ করা হবে ৷" আর সেইমতো আজ বোলপুরে বুথের বাইরে নকুলদানা বিতরণ করতে দেখা গেল তৃণমূল কর্মী - সমর্থকদের ৷

এই ঘটনায় BJP-র বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, তৃণমূল এভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে৷

বোলপুর, 29 এপ্রিল : বোলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে আজ সকাল থেকে নকুলদানা বিতরণ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ বোলপুরের কসবা গ্রামেও নকুলদানা বিতরণ করা হয় ৷

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, "বুথের বাইরে নকুলদানা বিতরণ করা হবে ৷" আর সেইমতো আজ বোলপুরে বুথের বাইরে নকুলদানা বিতরণ করতে দেখা গেল তৃণমূল কর্মী - সমর্থকদের ৷

এই ঘটনায় BJP-র বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, তৃণমূল এভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে৷

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.