সাঁইথিয়া, 18 এপ্রিল : শিশু শিল্পীদের গানের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে সাঁইথিয়ায় ৷ লকডাউন মেনে চলা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে সচেতন করছে খুদেরা ৷ খুদে শিল্পীদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।
কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চলছে লকডাউন ৷ কিন্তু, অনেকেই এই লকডাউন উপেক্ষা করে বাইরে বেরচ্ছেন । ব্যবহার করছেন না মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার প্রভৃতি । সামাজিক দূরত্ব বজায় রাখতে বীরভূমের সাঁইথিয়ায় বাজারও সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র ৷ বাজার বসানো হয়েছে সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ৷ 24 দিন ধরে সাঁইথিয়া শহর জুড়ে 'পথ প্রদর্শক' নামক সমাজসেবী সংস্থার উদ্যোগে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে ৷ এবার তাদেরই উদ্যোগে শিশু শিল্পীরা মানুষকে সচেতন করতে শুরু করে ৷
আজ সকালে বীরভূমের সাঁইথিয়া সবজি বাজারে ক্লাস ফোরের আর্য সিংহ ও ক্লাস ওয়ানের মধুস্মিতা বন্দ্যোপাধ্যায় সচেতন করেন ৷ গানে গানে মানুষজনকে লকডাউন মেনে চলার জন্য সচেতন করেন । খুদে শিল্পীদের কণ্ঠে সচেতনতার গান মানুষজনকে অনেকটাই সচেতন করতে সাহায্য করেছে । অভিনব এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসন-সহ সকলেই ।