ETV Bharat / state

স্কুলে শিক্ষক না এলে পড়াতো ক্লাস এইটের ছাত্রটি, আজ সে ISRO-র বিজ্ঞানী

ময়ূরেশ্বরের দক্ষিণগ্রামের বিজয় কুমার দাই আজ ISRO-র বিজ্ঞানী । চন্দ্রযান 2 অপারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বিজয় কুমার দাই । ISRO-র এই বিজ্ঞানী আজ বাংলার গর্ব, দেশের গর্ব ।

author img

By

Published : Sep 9, 2019, 6:12 PM IST

ISRO-র বিজ্ঞানী বিজয় কুমার দাই

ময়ূরেশ্বর, 9 সেপ্টেম্বর : ছোটো থেকেই অত্যন্ত মেধাবী । স্কুলে কোনওদিন মাস্টারমশাই কম থাকলে নিচু ক্লাসের ছাত্রদের পড়ানোর দায়িত্ব বর্তাতো ক্লাস এইটের ছাত্রটির উপরই । মাস্টারমশাইরা তখনই বুঝেছিলেন এ ছেলে একদিন অনেক বড় হবে । মযূরেশ্বরের প্রত্যন্ত দক্ষিণগ্রামের বিজয় কুমার দাই আজ ISRO-র বিজ্ঞানী । শুধু তাই নয়, মঙ্গল অরবিটার মিশনের বিজ্ঞানী হিসেবে যুক্ত ছিলেন তিনি । রয়েছেন চন্দ্রযান 2 অপারেশনের কোর টিমেও । ISRO-র বিজয় কুমার দাই আজ প্রত্যন্ত দক্ষিণগ্রামের গর্ব , বাংলার গর্ব ।

1984 সালে দক্ষিণগ্রামের কৃষক পরিবারে জন্ম হয় বিজয় কুমার দাইয়ের । গ্রামের স্কুলেই পড়াশোনা করেন । ক্লাস এইটে উঠতেই জাতীয় স্কলারশিপ পান । তাঁর মেধা শিক্ষকদের নজর এড়ায়নি । কোনওদিন স্কুলে মাস্টারমশাইরা না এলে নিচু ক্লাসে পড়ানোর দায়িত্ব বিজয়ের উপরই ছাড়তেন শিক্ষকরা । মাধ্যমিকে গণিতে 100 পেয়েছিলেন, যা স্কুলের ইতিহাসে প্রথম । বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন থেকে স্নাতক হন । যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ECE( ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং)-এ M-Tech করেন । 2007 সালে যোগ দেন ISRO-তে ।

ISRO
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানী বিজয় কুমার দাই

এই সংক্রান্ত খবর : চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে বিক্রম : ISRO

ISRO-তে শুরু করেন গবেষণার কাজ । মঙ্গল অরবিটার মিশনের বিজ্ঞানী হিসেবে যুক্ত হন বিজয় কুমার দাই । চন্দ্রযান 2 অভিযানেও ডাক পান তিনি । ISRO প্রধান কে সিভানের সঙ্গে কোর টিমে রয়েছেন বাংলার বিজয়ও । তাঁর কাজ গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সমন্বয় স্থাপন করে মহাকাশযানে কমান্ড পাঠানো । সেখানে কোনও গলদ দেখা দিলে তখন তার ব্যবস্থা নেওয়া ।

ISRO
ISRO-র বিজ্ঞানীদের সঙ্গে বিজয় কুমার দাই

এই সংক্রান্ত খবর :গুড়াপের চন্দ্রকান্তর তৈরি অ্যান্টেনায় নির্ভর করে অভিযানে চন্দ্রযান-2

ইতিহাস থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরে থমকে গেছিল ISRO । ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । অভিযান সম্পূর্ণ সফল না হলেও ISRO-র প্রত্যেক সদস্য আজ দেশের গর্ব । বিজয় কুমার দাইয়ের ভাই বাপি দাই বলেন, "আমরা খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি । আজ আমার দাদা শুধু আমাদের গর্ব নয়, দেশের গর্ব ।"

ময়ূরেশ্বর, 9 সেপ্টেম্বর : ছোটো থেকেই অত্যন্ত মেধাবী । স্কুলে কোনওদিন মাস্টারমশাই কম থাকলে নিচু ক্লাসের ছাত্রদের পড়ানোর দায়িত্ব বর্তাতো ক্লাস এইটের ছাত্রটির উপরই । মাস্টারমশাইরা তখনই বুঝেছিলেন এ ছেলে একদিন অনেক বড় হবে । মযূরেশ্বরের প্রত্যন্ত দক্ষিণগ্রামের বিজয় কুমার দাই আজ ISRO-র বিজ্ঞানী । শুধু তাই নয়, মঙ্গল অরবিটার মিশনের বিজ্ঞানী হিসেবে যুক্ত ছিলেন তিনি । রয়েছেন চন্দ্রযান 2 অপারেশনের কোর টিমেও । ISRO-র বিজয় কুমার দাই আজ প্রত্যন্ত দক্ষিণগ্রামের গর্ব , বাংলার গর্ব ।

1984 সালে দক্ষিণগ্রামের কৃষক পরিবারে জন্ম হয় বিজয় কুমার দাইয়ের । গ্রামের স্কুলেই পড়াশোনা করেন । ক্লাস এইটে উঠতেই জাতীয় স্কলারশিপ পান । তাঁর মেধা শিক্ষকদের নজর এড়ায়নি । কোনওদিন স্কুলে মাস্টারমশাইরা না এলে নিচু ক্লাসে পড়ানোর দায়িত্ব বিজয়ের উপরই ছাড়তেন শিক্ষকরা । মাধ্যমিকে গণিতে 100 পেয়েছিলেন, যা স্কুলের ইতিহাসে প্রথম । বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন থেকে স্নাতক হন । যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ECE( ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং)-এ M-Tech করেন । 2007 সালে যোগ দেন ISRO-তে ।

ISRO
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানী বিজয় কুমার দাই

এই সংক্রান্ত খবর : চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে বিক্রম : ISRO

ISRO-তে শুরু করেন গবেষণার কাজ । মঙ্গল অরবিটার মিশনের বিজ্ঞানী হিসেবে যুক্ত হন বিজয় কুমার দাই । চন্দ্রযান 2 অভিযানেও ডাক পান তিনি । ISRO প্রধান কে সিভানের সঙ্গে কোর টিমে রয়েছেন বাংলার বিজয়ও । তাঁর কাজ গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সমন্বয় স্থাপন করে মহাকাশযানে কমান্ড পাঠানো । সেখানে কোনও গলদ দেখা দিলে তখন তার ব্যবস্থা নেওয়া ।

ISRO
ISRO-র বিজ্ঞানীদের সঙ্গে বিজয় কুমার দাই

এই সংক্রান্ত খবর :গুড়াপের চন্দ্রকান্তর তৈরি অ্যান্টেনায় নির্ভর করে অভিযানে চন্দ্রযান-2

ইতিহাস থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরে থমকে গেছিল ISRO । ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । অভিযান সম্পূর্ণ সফল না হলেও ISRO-র প্রত্যেক সদস্য আজ দেশের গর্ব । বিজয় কুমার দাইয়ের ভাই বাপি দাই বলেন, "আমরা খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি । আজ আমার দাদা শুধু আমাদের গর্ব নয়, দেশের গর্ব ।"

Intro:Body:দক্ষিনগ্রাম, 9 সেপ্টেম্বর: ভারতবাসীর হতাশার মুখে আবার একবার হাসি দেখা যায় রবিবার। দেশবাসীর কাছে সুখবর আসে। ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন সংবাদমাধ্যমকে জানান, ‘‘চাঁদের মাটিতে খোঁজ পাওয়া গিয়েছে বিক্রমের। অরবিটার বিক্রমের থার্মাল ইমেজ পাঠিয়েছে। তবে কোনও যোগাযোগ সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি যোগাযোগ স্থাপন করতে।’’
তবে এখনও পর্যন্ত ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব না হলেও ভারতের চন্দ্রযান-২ ৯৫% সফল আগেই ঘোষণা করা হয়েছে ইসরোর তরফ থেকে। চন্দ্রযান ২ এর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ৯৫% সফলতার জন্য ইতিমধ্যেই নাসা থেকে ভারতকে অভিনন্দন জানানো হয়েছে। আগেই আমরা এই চন্দ্র অভিযানের সাথে এক বাঙালি হুগলির গুড়াপের খাজুরদহ-মিল্কি পঞ্চায়েতের শিবপুর গ্রামের চন্দ্রকান্ত কুমারের জেনেছি। কিন্তু জানেন কি এই চন্দ্র অভিযানের সাথে যুক্ত রয়েছেন আরো এক বাঙালি বিজ্ঞানী, যাঁর বাড়ি বীরভূমে। আর একথা জানতে পেরে বাঙালি হিসাবে আমরা আরও গর্বিত।
চন্দ্রযান ২ এর সাথে যুক্ত আরও এক বাঙালি হলেন বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত দক্ষিণ গ্রামের বিজ্ঞানী বিজয় কুমার দাই। অত্যন্ত মেধাবী বিজয় কুমার বীরভূমের দক্ষিণ গ্রামে এক দরিদ্র চাষি পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালে। বর্তমানে কর্মসূত্রে বেঙ্গালুরুর বাসিন্দা। বাবা নারায়ন চন্দ্র দাই একজন চাষী, বাড়িতে রয়েছে ছোট ভাই বাপি দাইও এমএ, বিএড করার পর চাষের কাজেই নিযুক্ত, যদিও তাঁর বিগত এসএসসি প্যানেলে নাম রয়েছে।
বিজয় কুমার দাইয়ের ভাই বাপি দাইয়ের সাথে আমরা ফোনে যোগাযোগ করে জানতে পারি, বিজয় কুমার দাই ছোট থেকে গ্রামেরই প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। উচ্চবিদ্যালয়ে পড়াকালীন স্কুলের শিক্ষকরা তাঁর মেধার পরিধি উপলব্ধি করতে পারেন। যখন তিনি অষ্টম শ্রেণীতে পড়তেন তখন তাঁর মেধার জন্য তাঁর হাতে নিচু ক্লাসের দায়িত্বও দিয়ে দিতেন স্কুলের শিক্ষকরা (যখন শিক্ষক কম আসতেন)। তিনি অষ্টম শ্রেণীতেই জাতীয় স্কলারশিপ অর্জন করেছিলেন। তিনি মাধ্যমিকে অংকতে পেয়েছিলেন ১০০% নাম্বার, যা স্কুলের ইতিহাসে প্রথম। গ্রামের স্কুল পড়াশোনার পর তিনি যান বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে পড়াশোনার জন্য। তারপর একে একে কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে উত্তীর্ণ, গেট পরীক্ষা দিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ECE থেকে এমটেক করতে করতে ইসরোতে একজন বিজ্ঞানী হিসাবে ২০০৭ সালে নিযুক্ত হন। একজন বিজ্ঞানী হিসাবে গবেষণা চালাতে চালাতে তিনি এমটেক সম্পূর্ণ করেন। তিনি মিশন অপারেশন এবং বিশ্লেষণ বিভাগের সঙ্গে যুক্ত।
তিনি প্রথম থেকেই মঙ্গল অরবিটার মিশন অভিযানে যুক্ত ছিলেন। আর তারপরেই তিনি এই চন্দ্রযান ২ এর অপারেশন দলের দায়িত্ব পান। তাঁর কাজ মহাকাশযানটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করা। গ্রাউন্ড স্টেশনের সাথে সমন্বয় স্থাপন করে মহাকাশযানের কমান্ড পাঠানো। কোনো প্রকার গলদ দেখা দিলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা।

বিজয় কুমারের রয়েছেন আরও এক দাদা, বিনয় কুমার দাই, যিনি একজন গৌরবাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।বিজয় কুমারের ভাই বাপি দাই জানিয়েছেন, "আমরা খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। আজ আমার দাদা শুধু আমাদের গর্ব নয়, গোটা জেলা, গোটা রাজ্য এবং দেশের গর্ব।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.