ETV Bharat / state

Dr Chandranath Adhikary on Anubrata: অনুব্রতর গ্রেফতারের পরই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চিকিৎসক চন্দ্রনাথ - অনুব্রতর গ্রেফতারের পরই অনির্দিষ্টকালের জন্য ছুটি চিকিৎসক চন্দ্রনাথের

অনুব্রত গ্রেফতারের পরেই নিরাপত্তার অভাব বোধ করায় অনির্দিষ্টকালের জন্য ছুটি নিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী (Chandranath Adhikary Indefinite leave on Anubrata Mondal Arrest )। চন্দ্রনাথ অধিকারী জানালেন, "সাবধানতা ও মানষিকভাবে ভেঙে পড়ার জন্য ছুটি নিয়েছি ৷"

Dr. Chandranath Adhikary on Anubrata
অনুব্রতর গ্রেফতারের পরই অনির্দিষ্টকালের জন্য ছুটি চিকিৎসক চন্দ্রনাথের
author img

By

Published : Aug 11, 2022, 4:25 PM IST

বীরভূম, 11 অগস্ট: বৃহস্পতিবার গ্রেফতার হয়ছেন অনুব্রত ৷ এরপরই এক প্রকার আতঙ্কিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিলেন চিকিৎসক (Chandranath Adhikary Indefinite leave on Anubrata Mondal Arrest)। তিনি জানিয়েছেন "সাবধানতা ও মানষিকভাবে ভেঙে পড়ার জন্য ছুটি নিয়েছি ৷"

গরু পাচার মামলায় 10 বার তলব করা হলেও মাত্র একবার দেখা মিলেছিল অনুব্রত মণ্ডলের । প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণে সিবিআই তলব এড়িয়েছেন বীরভূম জেলা সভাপতি কেষ্ট । সোমবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজাম প্যালেসের পরিবর্তে উপস্থিত হয়েছিলেন এসএসকেএমে । তবে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই সাফ জানিয়েছিলেন চিকিৎসকরা । এরপরেই মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে 5 সদস্যের একটি চিকিৎসক দল অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তাঁকে পরীক্ষা করতে । ওই দলের নেতৃত্বে ছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। বৃহস্পতিবার শেষমেশ সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত ৷

অনির্দিষ্টকালের জন্য ছুটি চিকিৎসক চন্দ্রনাথের

আরও পড়ুন: অনুব্রতর প্রকৃতির ডাকে হিমশিম সিবিআই ! হোটেলে স্বস্তি পেলেন 'কেষ্ট'

প্রসঙ্গত, সুপারের নির্দেশে বাড়িতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের চিকিৎসা করেছিলেন চন্দ্রনাথ অধিকারী। অনুব্রতর কথাতেই 14 দিনের বেড রেস্ট লিখতে হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করেছিলেন এই চিকিৎসক। এদিন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই এক প্রকার আতঙ্কিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিলেন চিকিৎসক।

বীরভূম, 11 অগস্ট: বৃহস্পতিবার গ্রেফতার হয়ছেন অনুব্রত ৷ এরপরই এক প্রকার আতঙ্কিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিলেন চিকিৎসক (Chandranath Adhikary Indefinite leave on Anubrata Mondal Arrest)। তিনি জানিয়েছেন "সাবধানতা ও মানষিকভাবে ভেঙে পড়ার জন্য ছুটি নিয়েছি ৷"

গরু পাচার মামলায় 10 বার তলব করা হলেও মাত্র একবার দেখা মিলেছিল অনুব্রত মণ্ডলের । প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণে সিবিআই তলব এড়িয়েছেন বীরভূম জেলা সভাপতি কেষ্ট । সোমবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজাম প্যালেসের পরিবর্তে উপস্থিত হয়েছিলেন এসএসকেএমে । তবে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই সাফ জানিয়েছিলেন চিকিৎসকরা । এরপরেই মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে 5 সদস্যের একটি চিকিৎসক দল অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তাঁকে পরীক্ষা করতে । ওই দলের নেতৃত্বে ছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। বৃহস্পতিবার শেষমেশ সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত ৷

অনির্দিষ্টকালের জন্য ছুটি চিকিৎসক চন্দ্রনাথের

আরও পড়ুন: অনুব্রতর প্রকৃতির ডাকে হিমশিম সিবিআই ! হোটেলে স্বস্তি পেলেন 'কেষ্ট'

প্রসঙ্গত, সুপারের নির্দেশে বাড়িতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের চিকিৎসা করেছিলেন চন্দ্রনাথ অধিকারী। অনুব্রতর কথাতেই 14 দিনের বেড রেস্ট লিখতে হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করেছিলেন এই চিকিৎসক। এদিন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই এক প্রকার আতঙ্কিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিলেন চিকিৎসক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.