ETV Bharat / state

অনুুপম হাজরায় কড়া মোদি-শাহ! বিজেপি নেতার নিরাপত্তা তুলে নিল কেন্দ্র - undefined

2019-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৎকালীন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। তারপরেই তাঁকে নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাঁর সেই নিরাপত্তাই সরিয়ে নিল কেন্দ্রীয় সরকার ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 3:46 PM IST

বোলপুর, 14 ডিসেম্বর: বারবার দল বিরোধী মন্তব্য়ের জের ! তুলে নেওয়া হল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার নিরাপত্তা ৷ এর আগে তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ এই নিরোপত্তা দিত কেন্দ্রীয় সরকার। যদিও তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন অনুপম হাজরা নিজেই, এমনটাই জানা গিয়েছে। সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন তিনি। তারপরও অবশ্য জল্পনা থামছে না ৷ প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সঙ্গে বেশকিছু দিন ধরে দ্বন্দ্ব চলছিল অনুপম হাজরার ৷ এরপরই আচমকা তাঁর নিরাপত্তা প্রত্য়াহার করা হয় ৷

a
a

2019-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৎকালীন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। তারপরেই তাঁকে নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে অনুপম হাজরাকে বিজেপির জাতীয় সম্পাদক পদও দেওয়া হয় ৷ বর্তমানে দিলীপ ঘোষ, রাহুল সিনহার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তিনিও সর্বভারতীয় পদে রয়েছেন ৷ এযাবৎ তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হত ৷ সব সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে ছয়জন সিআইএসএফ জওয়ান থাকতেন ৷ সদ্য বঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে ৷ বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে ৷ এমনকি, তাঁর অভিযোগ ছিল সদ্য বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভাতেও নাকি তাঁকে আমন্ত্রণ জানায়নি বঙ্গ বিজেপি। এছাড়া, 'চোর মুক্ত বিজেপি' চাই বলেও সরব হতে দেখা গিয়েছিল অনুপমকে ৷

a
a

এরপরেই দেখা গেল তাঁর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, পদ থাকলেও নিরাপত্তা রইল না অনুপমের ৷ যদিও, সোশাল নেটওয়ার্ক সাইটে তিনি লিখেছেন, "সিকিউরিটি তুলে নেওয়া হল, নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, সেটা ভালো করে জেনে খবর করা দরকার।"

আরও পড়ুন

রাজভবনের উত্তর গেটের নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক', শান্তিনিকেতনে জানালেন রাজ্যপাল

সংসদের নিরাপত্তা লংঘনে কলকাতা-যোগ ! দিল্লির ক্রাইম ব্রাঞ্চের ফোন এল লালবাজারে

ধনকড়ের হাতে ফের সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন, তুমুল হইচই রাজ্যসভায়

বোলপুর, 14 ডিসেম্বর: বারবার দল বিরোধী মন্তব্য়ের জের ! তুলে নেওয়া হল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার নিরাপত্তা ৷ এর আগে তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ এই নিরোপত্তা দিত কেন্দ্রীয় সরকার। যদিও তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন অনুপম হাজরা নিজেই, এমনটাই জানা গিয়েছে। সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন তিনি। তারপরও অবশ্য জল্পনা থামছে না ৷ প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সঙ্গে বেশকিছু দিন ধরে দ্বন্দ্ব চলছিল অনুপম হাজরার ৷ এরপরই আচমকা তাঁর নিরাপত্তা প্রত্য়াহার করা হয় ৷

a
a

2019-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৎকালীন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। তারপরেই তাঁকে নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে অনুপম হাজরাকে বিজেপির জাতীয় সম্পাদক পদও দেওয়া হয় ৷ বর্তমানে দিলীপ ঘোষ, রাহুল সিনহার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তিনিও সর্বভারতীয় পদে রয়েছেন ৷ এযাবৎ তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হত ৷ সব সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে ছয়জন সিআইএসএফ জওয়ান থাকতেন ৷ সদ্য বঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে ৷ বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে ৷ এমনকি, তাঁর অভিযোগ ছিল সদ্য বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভাতেও নাকি তাঁকে আমন্ত্রণ জানায়নি বঙ্গ বিজেপি। এছাড়া, 'চোর মুক্ত বিজেপি' চাই বলেও সরব হতে দেখা গিয়েছিল অনুপমকে ৷

a
a

এরপরেই দেখা গেল তাঁর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, পদ থাকলেও নিরাপত্তা রইল না অনুপমের ৷ যদিও, সোশাল নেটওয়ার্ক সাইটে তিনি লিখেছেন, "সিকিউরিটি তুলে নেওয়া হল, নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, সেটা ভালো করে জেনে খবর করা দরকার।"

আরও পড়ুন

রাজভবনের উত্তর গেটের নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক', শান্তিনিকেতনে জানালেন রাজ্যপাল

সংসদের নিরাপত্তা লংঘনে কলকাতা-যোগ ! দিল্লির ক্রাইম ব্রাঞ্চের ফোন এল লালবাজারে

ধনকড়ের হাতে ফের সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন, তুমুল হইচই রাজ্যসভায়

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.