ETV Bharat / state

Bagtui Massacre Update : আইন মেনে আনারুলের মোবাইল বাজেয়াপ্ত করেনি সিবিআই, অভিযোগ তার আইনজীবীর - আনারুলের মোবাইল বাজেয়াপ্ত করেনি সিবিআই

বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত আনারুলের মোবাইল নিয়েছে সিবিআই ৷ তবে তা আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি, রামপুরহাট আদালতে লিখিত অভিযোগ জানালেন আনারুলের আইনজীবী (Bagtui Massacre Update) ৷

Bagtui Case update
আনারুলের মোবাইল বাজেয়াপ্ত করা হয়নি
author img

By

Published : Jun 16, 2022, 2:16 PM IST

রামপুরহাট, 16 জুন : আইন মোতাবেক আনারুল হোসেনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়নি । মোবাইলটি নিয়ে তা ট্যাম্পারিং করেছে সিবিআই (Bagtui Case) । তবে আদালতে তা জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত আনারুল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা (CBI siezes mobile of Anarul Hossain without law, alleges lawyer) ।

বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে বিচারকের এজলাসে এই অভিযোগ তুলে লিখিত আবেদন করা হয় । আনারুলের আইনজীবীর দাবি, আদালত সেই আবেদন গ্রহণ করেছে ৷ 29 জুন শুনানির দিন ধার্য করা হয়েছে ।

সিবিআই-এর বিরুদ্ধে আনারুলের আইনজীবীর অভিযোগ

আরও পড়ুন : বগটুইয়ের তদন্তে কোনওরকম বাধা পাচ্ছে না তো সিবিআই, প্রশ্ন হাইকোর্টের

অন্যদিকে সিবিআইকে বিচারক জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই । আইন বহির্ভূত কোনও কাজ হলে আদালত তা গুরুত্ব সহকারে দেখবে ।অন্যদিকে আনারুল হোসেনকে আদালতে পেশ করার নির্দেশ দিলেও অসুস্থতার জন্য তাকে আদালতে তোলা যায়নি । সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়ায় আনারুলকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

রামপুরহাট, 16 জুন : আইন মোতাবেক আনারুল হোসেনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়নি । মোবাইলটি নিয়ে তা ট্যাম্পারিং করেছে সিবিআই (Bagtui Case) । তবে আদালতে তা জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত আনারুল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা (CBI siezes mobile of Anarul Hossain without law, alleges lawyer) ।

বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে বিচারকের এজলাসে এই অভিযোগ তুলে লিখিত আবেদন করা হয় । আনারুলের আইনজীবীর দাবি, আদালত সেই আবেদন গ্রহণ করেছে ৷ 29 জুন শুনানির দিন ধার্য করা হয়েছে ।

সিবিআই-এর বিরুদ্ধে আনারুলের আইনজীবীর অভিযোগ

আরও পড়ুন : বগটুইয়ের তদন্তে কোনওরকম বাধা পাচ্ছে না তো সিবিআই, প্রশ্ন হাইকোর্টের

অন্যদিকে সিবিআইকে বিচারক জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই । আইন বহির্ভূত কোনও কাজ হলে আদালত তা গুরুত্ব সহকারে দেখবে ।অন্যদিকে আনারুল হোসেনকে আদালতে পেশ করার নির্দেশ দিলেও অসুস্থতার জন্য তাকে আদালতে তোলা যায়নি । সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়ায় আনারুলকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.