রামপুরহাট, 6 এপ্রিল : রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 8 জন অভিযুক্তের পলিগ্রাফ টেস্টের জন্য রামপুরহাট মহকুমা আদালতের অনুমতি চাইল সিবিআই (Polygraph Test At Bagtui)। যদিও আদালত আগামী 8 তারিখ শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে। পলিগ্রাফ টেস্ট করা হবে 1 জন নাবালকেরও ৷
21 মার্চ রামপুরহাট-1 নম্বর ব্লকের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হবার পরে যে হিংসা হয়েছিল তাতে এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তৎকালীন তদন্তকারী সংস্থা সিট রামপুরহাট-1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি আনারুল হোসেন-সহ 22 জনকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে দু'জন নাবালক ছিল। আদালত ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছিল। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ার পর দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়। আজ পুলিশি হেফাজত শেষ হলে 22 জনের মধ্যে 18 জনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়।
আরও পড়ুন: রাজ্যে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বীরভূমে, জানালেন চন্দ্রনাথ
সিবিআইয়ের পক্ষ থেকে ধৃতদের মধ্যে 8 জনকে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়। যেহেতু, তৃণমূল নেতা আনারুল হোসেনের আগামী 8 তারিখে কোর্টে হাজিরার তারিখ রয়েছে তাই তাঁর পলিগ্রাফ টেস্ট সেদিনই হবে বলে জানায় রামপুরহাট মহকুমা আদালত। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে যে সোনা শেখের বাড়ি থেকে 7টি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে পুলিশ ও কিছু মানুষকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতরাতে আনারুল হোসেন-সহ ধৃতদের নিয়ে গিয়ে বগটুই গ্রামে ঘটনার পুননির্মাণ করে সিবিআই।