ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় ভুয়ো কৃষক অ্যাকাউন্ট ! সিউড়িতে সিবিআই জেরার মুখে গ্রামবাসী

গরুপাচার মামলায় অন্যতম মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন আসানসোল বিশেষ সংশোধনাগারে ৷ সিবিআই পাচারকাণ্ডে বহু ভুয়ো অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য পেয়েছে ৷ সেই অ্যাকাউন্টগুলির সন্ধানে সিউড়িতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI raids over Cattle Smuggling Case) ৷

Cattle Smuggling Case
গরুপাচার মামলা
author img

By

Published : Jan 25, 2023, 4:29 PM IST

গরুপাচার মামলায় ভুয়ো অ্যাকাউন্টের সন্ধানে সিউড়িতে সিবিআই আধিকারিকেরা

সিউড়ি, 25 জানুয়ারি: গরুপাচার মামলায় ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেতে গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ-তল্লাশি চালাল সিবিআই ৷ তদন্তে নেমে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল গোয়েন্দারা ৷ কালো টাকা সাদা করতে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হত বলে জানা গিয়েছে ৷ এই তথ্য হাতে পাওয়ার পরেই অ্যাকাউন্ট মালিকের সন্ধানে গ্রামে গিয়ে সাক্ষী ও তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই ৷

গরুপাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগারে সিবিআইয়ের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ অন্যদিকে, তথ্য সংগ্রহ করতে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় হানা দেয় সিবিআই ৷ দীর্ঘ জেরা ও তল্লাশির পর এই শাখায় 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকেরা জানতে পেরেছিলেন, সিউড়ির আশপাশে বিভিন্ন গ্রামের কৃষকদের ভোটার কার্ড, ছবি, আধার কার্ড ব্যবহার করে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে ৷ সেই অ্যাকাউন্টে ধান কেনাবেচার টাকা লেনদেন হয়েছে ৷ এই 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টে কোটি টাকার উপর লেনদেনের তথ্যও এসেছে গোয়েন্দাদের হাতে ৷

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে সিবিআই জেরা

এরপরেই এদিন সিউড়ির পুরন্দপুর-সহ আশেপাশের গ্রামে যান সিবিআই আধিকারিকেরা । গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্ব 4 সদস্যের দল অ্যাকাউন্ট হোল্ডারদের সঙ্গে কথা বলেন ৷ তাঁরা জিজ্ঞাসা করেন, "আপনারা কাকে আধার কার্ড, ভোটার কার্ড দিয়েছিলেন ? এই স্বাক্ষর কার, আপনি কি নিজে অ্যাকাউন্ট খুলেছিলেন ? কে এসেছিল অ্যাকাউন্ট খোলার কথা বলতে ? প্রভৃতি প্রশ্ন জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সকাল থেকে গ্রামে ঘুরে জেরা করছেন সিবিআই অফিসারেরা ৷"

প্রসঙ্গত, জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে জেলাজুড়ে গরুপাচার মামলায় জোর তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সিবিআইয়ের কাছ থেকে ইডি আধিকারিকেরা সংগ্রহ করবেন ৷ কারণ, গরুপাচার মামলায় সিবিআই-এর পাশাপাশি ইডিও তদন্ত করছে ৷

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

গরুপাচার মামলায় ভুয়ো অ্যাকাউন্টের সন্ধানে সিউড়িতে সিবিআই আধিকারিকেরা

সিউড়ি, 25 জানুয়ারি: গরুপাচার মামলায় ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেতে গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ-তল্লাশি চালাল সিবিআই ৷ তদন্তে নেমে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল গোয়েন্দারা ৷ কালো টাকা সাদা করতে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হত বলে জানা গিয়েছে ৷ এই তথ্য হাতে পাওয়ার পরেই অ্যাকাউন্ট মালিকের সন্ধানে গ্রামে গিয়ে সাক্ষী ও তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই ৷

গরুপাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগারে সিবিআইয়ের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ অন্যদিকে, তথ্য সংগ্রহ করতে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় হানা দেয় সিবিআই ৷ দীর্ঘ জেরা ও তল্লাশির পর এই শাখায় 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকেরা জানতে পেরেছিলেন, সিউড়ির আশপাশে বিভিন্ন গ্রামের কৃষকদের ভোটার কার্ড, ছবি, আধার কার্ড ব্যবহার করে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে ৷ সেই অ্যাকাউন্টে ধান কেনাবেচার টাকা লেনদেন হয়েছে ৷ এই 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টে কোটি টাকার উপর লেনদেনের তথ্যও এসেছে গোয়েন্দাদের হাতে ৷

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে সিবিআই জেরা

এরপরেই এদিন সিউড়ির পুরন্দপুর-সহ আশেপাশের গ্রামে যান সিবিআই আধিকারিকেরা । গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্ব 4 সদস্যের দল অ্যাকাউন্ট হোল্ডারদের সঙ্গে কথা বলেন ৷ তাঁরা জিজ্ঞাসা করেন, "আপনারা কাকে আধার কার্ড, ভোটার কার্ড দিয়েছিলেন ? এই স্বাক্ষর কার, আপনি কি নিজে অ্যাকাউন্ট খুলেছিলেন ? কে এসেছিল অ্যাকাউন্ট খোলার কথা বলতে ? প্রভৃতি প্রশ্ন জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সকাল থেকে গ্রামে ঘুরে জেরা করছেন সিবিআই অফিসারেরা ৷"

প্রসঙ্গত, জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে জেলাজুড়ে গরুপাচার মামলায় জোর তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সিবিআইয়ের কাছ থেকে ইডি আধিকারিকেরা সংগ্রহ করবেন ৷ কারণ, গরুপাচার মামলায় সিবিআই-এর পাশাপাশি ইডিও তদন্ত করছে ৷

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.