ETV Bharat / state

Cattle Smuggling Investigation: সিউড়ি সমবায় ব্যাংকে 177টি ভুঁইফোড় অ্যাকাউন্ট সিবিআই স্ক্যানারে - Cattle Smuggling Investigation

সিউড়ির কো-অপারেটিভ ব্যাংকে সিবিআই হানা । মিলল 50টিরও বেশি বেনামি অ্যাকাউন্টের হদিস (Cattle Smuggling Case) ।

Cattle Smuggling
সিউড়ি কো-অপারেটিভ ব্যাংকে সিবিআই হানা
author img

By

Published : Jan 5, 2023, 7:25 PM IST

সিবিআই স্ক্যানারে সিউড়ি সমবায় ব্যাংকের 177টি ভুঁইফোড়

সিউড়ি, 5 জানুয়ারি: গরুপাচার মামলার তদন্তে নেমে সিউড়ির কো-অপারেটিভ ব্যাংকে আচমকাই হানা সিবিআই'য়ের। সেখানে চাষিদের নামে শতাধিক অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর ৷ গরুপাচার মামলার তদন্তে নেমে 177টি এমনই বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলল (Cattle Smuggling Case) ।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় এদিনই আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । তাঁর হয়ে জামিনের আবেদন করেননি কোনও আইনজীবী। ফলে পুনরায় 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

গরুপাচার মামলায় এদিন সিউড়ির কো-অপারেটিভ ব্যাংকে হানা দেয় সিবিআই-এক প্রতিনিধিদল । সিবিআই সূত্রে জানা গিয়েছে, চাষিদের নামে অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা লেনদেন করা হয়েছে । অ্যাকাউন্ট খোলার কথা জানতেন না অধিকাংশ চাষিই, এমনই তথ্য মিলেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে । তদন্তে নেমে 177টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই । কালো টাকা সাদা করতেই এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল বলে তদন্তে নেমে অনুধাবন করতে পেরেছেন গোয়েন্দারা । কারা এই অ্যাকাউন্ট খুলেছিল, কারা সই করেছিল, কীভাবে চাষিদের নথি ব্যবহার করা হয়েছে সবকিছু খতিয়ে দেখতে ব্যাংক আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ।

আরও পড়ুন: জামিনের আবেদন করলেন না আইনজীবী, কেষ্ট আপাতত জেলেই

বৃহস্পতিবারের আগে আসানসোল সিবিআই আদালতে গত 22 ডিসেম্বর অনুব্রত মণ্ডলের শেষবার শুনানি ছিল ৷ কিন্তু সেদিন তিনি দুবরাজপুর থানার পুলিশের হেফাজতে থাকায় এবং আসানসোল সিবিআই কোর্টে বিচারক উপস্থিত না থাকায় শুনানি হয়নি ৷ আসানসোল আদালত পরবর্তী শুনানি 5 জানুয়ারি ধার্য করে ৷ এর আগে তাঁকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয়েছিল গত ডিসেম্বরে ৷ সেদিন অনুব্রত মণ্ডলের কেস ডায়েরি দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের

সিবিআই স্ক্যানারে সিউড়ি সমবায় ব্যাংকের 177টি ভুঁইফোড়

সিউড়ি, 5 জানুয়ারি: গরুপাচার মামলার তদন্তে নেমে সিউড়ির কো-অপারেটিভ ব্যাংকে আচমকাই হানা সিবিআই'য়ের। সেখানে চাষিদের নামে শতাধিক অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর ৷ গরুপাচার মামলার তদন্তে নেমে 177টি এমনই বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলল (Cattle Smuggling Case) ।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় এদিনই আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । তাঁর হয়ে জামিনের আবেদন করেননি কোনও আইনজীবী। ফলে পুনরায় 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

গরুপাচার মামলায় এদিন সিউড়ির কো-অপারেটিভ ব্যাংকে হানা দেয় সিবিআই-এক প্রতিনিধিদল । সিবিআই সূত্রে জানা গিয়েছে, চাষিদের নামে অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা লেনদেন করা হয়েছে । অ্যাকাউন্ট খোলার কথা জানতেন না অধিকাংশ চাষিই, এমনই তথ্য মিলেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে । তদন্তে নেমে 177টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই । কালো টাকা সাদা করতেই এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল বলে তদন্তে নেমে অনুধাবন করতে পেরেছেন গোয়েন্দারা । কারা এই অ্যাকাউন্ট খুলেছিল, কারা সই করেছিল, কীভাবে চাষিদের নথি ব্যবহার করা হয়েছে সবকিছু খতিয়ে দেখতে ব্যাংক আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ।

আরও পড়ুন: জামিনের আবেদন করলেন না আইনজীবী, কেষ্ট আপাতত জেলেই

বৃহস্পতিবারের আগে আসানসোল সিবিআই আদালতে গত 22 ডিসেম্বর অনুব্রত মণ্ডলের শেষবার শুনানি ছিল ৷ কিন্তু সেদিন তিনি দুবরাজপুর থানার পুলিশের হেফাজতে থাকায় এবং আসানসোল সিবিআই কোর্টে বিচারক উপস্থিত না থাকায় শুনানি হয়নি ৷ আসানসোল আদালত পরবর্তী শুনানি 5 জানুয়ারি ধার্য করে ৷ এর আগে তাঁকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয়েছিল গত ডিসেম্বরে ৷ সেদিন অনুব্রত মণ্ডলের কেস ডায়েরি দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.