ETV Bharat / state

CBI Raids in Bolpur অনুব্রত ও তাঁর আত্মীয়দের সম্পত্তির খোঁজ, বোলপুরে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের

গরু পাচারের টাকায় কোথায়, কত সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং তাঁর আত্মীয়দের নামে ৷ এ বার সেই তথ্য জানতে বোলপুরে সাব রেজিস্ট্রারের অফিসে হানা দিল সিবিআই (CBI Raids in Bolpur) ৷ রেজিস্ট্রি অফিসের সব কম্পিউটার খতিয়ে দেখছেন আধিকারিকরা ৷

CBI Raids at Sub Register Office in Bolpur to Know About Anubrata Mondal Property
CBI Raids at Sub Register Office in Bolpur to Know About Anubrata Mondal Property
author img

By

Published : Aug 23, 2022, 12:00 PM IST

বোলপুর, 23 অগস্ট: এ বার বোলপুরে সাব রেজিস্ট্রারের অফিসে হানা দিল সিবিআই (CBI Raids in Bolpur) ৷ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে ও বেনামে কত জমি কেনা হয়েছে, তা জানতেই রেজিস্ট্রি অফিসে অভিযান চালায় সিবিআই ৷ গরু পাচারের টাকাতেই এই বিপুল পরিমাণ সম্পত্তি কেনা হয়েছে কি , তা জানতে এই অভিযান চালানো হয়েছে ৷ সিবিআই-এর আধিকারিকরা রেজিস্ট্রি অফিসের কম্পিউটার এবং বিভিন্ন নথি খতিয়ে দেখছেন ৷

সিবিআই সূত্রে খবর, জমি দফতরের এই অফিসে অনুব্রত মণ্ডল এবং তাঁর একাধিক আত্মীয়ের নামে বহু সম্পত্তির রেজিস্ট্রেশন করা হয়েছে ৷ তেমনই তথ্য গত কয়েকদিনের তদন্তে সিবিআই আধিকারিকদের হাতে এসেছে বলে খবর ৷ কার নামে, কোথায়, কত জমি, বাড়ি বা সংস্থা রয়েছে, তা জানতে এ দিন রেজিস্ট্রি অফসে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ দফতরের কর্মীদের পাশে রেখেই কম্পিউটারে সব নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ প্রসঙ্গত, আগামিকাল তৃতীয় দফায় অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হবে ৷

গরু পাচার মামলায় (Cattel Smuggling) এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তারই মাঝে গত কয়েকদিনে বোলপুর এবং তার আশেপাশে একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই ৷ শুরুটা হয়েছিল অনুব্রতর মেয়ের নামে থাকা রাইস মিল দিয়ে ৷ মাঝে অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার গাড়ির খালাসি বিদ্যুৎবরণ গায়েনের বিপুল সম্পত্তির উৎস খুঁজতে তদন্ত শুরু করে সিবিআই ৷ এর পর গতকাল বীরভূম জেলা সভাপতির দিদির নামে থাকা রাইস মিলে অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: অপা কাণ্ডে এবার ইডির নজরে ব্যাংক কর্মী দম্পতি

অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের বিলাসবহুল ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ গতকালই 18টি ব্যাংকে হানা দিয়েছিল সিবিআই ৷ ওই সব ব্যাংকে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ সোমবার সেই অ্যাকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখা হয় ৷

বোলপুর, 23 অগস্ট: এ বার বোলপুরে সাব রেজিস্ট্রারের অফিসে হানা দিল সিবিআই (CBI Raids in Bolpur) ৷ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে ও বেনামে কত জমি কেনা হয়েছে, তা জানতেই রেজিস্ট্রি অফিসে অভিযান চালায় সিবিআই ৷ গরু পাচারের টাকাতেই এই বিপুল পরিমাণ সম্পত্তি কেনা হয়েছে কি , তা জানতে এই অভিযান চালানো হয়েছে ৷ সিবিআই-এর আধিকারিকরা রেজিস্ট্রি অফিসের কম্পিউটার এবং বিভিন্ন নথি খতিয়ে দেখছেন ৷

সিবিআই সূত্রে খবর, জমি দফতরের এই অফিসে অনুব্রত মণ্ডল এবং তাঁর একাধিক আত্মীয়ের নামে বহু সম্পত্তির রেজিস্ট্রেশন করা হয়েছে ৷ তেমনই তথ্য গত কয়েকদিনের তদন্তে সিবিআই আধিকারিকদের হাতে এসেছে বলে খবর ৷ কার নামে, কোথায়, কত জমি, বাড়ি বা সংস্থা রয়েছে, তা জানতে এ দিন রেজিস্ট্রি অফসে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ দফতরের কর্মীদের পাশে রেখেই কম্পিউটারে সব নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ প্রসঙ্গত, আগামিকাল তৃতীয় দফায় অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হবে ৷

গরু পাচার মামলায় (Cattel Smuggling) এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তারই মাঝে গত কয়েকদিনে বোলপুর এবং তার আশেপাশে একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই ৷ শুরুটা হয়েছিল অনুব্রতর মেয়ের নামে থাকা রাইস মিল দিয়ে ৷ মাঝে অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার গাড়ির খালাসি বিদ্যুৎবরণ গায়েনের বিপুল সম্পত্তির উৎস খুঁজতে তদন্ত শুরু করে সিবিআই ৷ এর পর গতকাল বীরভূম জেলা সভাপতির দিদির নামে থাকা রাইস মিলে অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: অপা কাণ্ডে এবার ইডির নজরে ব্যাংক কর্মী দম্পতি

অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের বিলাসবহুল ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ গতকালই 18টি ব্যাংকে হানা দিয়েছিল সিবিআই ৷ ওই সব ব্যাংকে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ সোমবার সেই অ্যাকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.