ETV Bharat / state

Saigal Hossain: অনুব্রতর দেহরক্ষীর সম্পদে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের! ডায়েরিতে মিলল প্রভাবশালীদের নাম - গরুপাচারকাণ্ড

তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) সম্পত্তির পরিমাণ দেখে হতবাক সিবিআই ! তাদের হাতে এসেছে একটি ডায়েরি ৷ তাতে মিলেছে অনেক অজানা তথ্য !

cbi interrogating Saigal Hossain in cattle smuggling case
Saigal Hossain: অনুব্রতর দেহরক্ষীর সম্পদে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের! ডায়ারিতে মিলল প্রভাবশালীদের নাম
author img

By

Published : Jun 11, 2022, 8:21 PM IST

কলকাতা, 11 জুন: কোটি কোটি টাকার সোনার গয়না, প্রাসাদোপম বাড়ি থেকে ঝাঁ-চকচকে ফ্ল্যাট! রাজ্য পুলিশের সামান্য একজন কনস্টেবল হয়ে এত সম্পত্তি কীভাবে তৈরি করলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)? আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ আর এই অনুসন্ধানে তাঁদের প্রধান ভরসা একটি ডায়েরি ! সূত্রের দাবি, ওই ডায়েরিতেই রয়েছে অনেক গোপন রহস্যের চাবিকাঠি ! সায়গল হোসেন কীভাবে এত টাকা রোজগার করলেন, তার বিস্তারিত তথ্য নাকি মজুত রয়েছে এই ডায়েরিতে !

গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই ৷ ইতিমধ্য়েই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁর ডোমকলের বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে ৷ সূত্রের দাবি, সায়গলের সেই বাড়ি প্রাসাদের থেকে কম কিছু নয় ! এই 'প্রাসাদে'ই তল্লাশি চালিয়ে একটি ডায়েরি উদ্ধার করেছে সিবিআই ৷ তাতে একাধিক রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে ৷ তাঁদের মধ্য়ে কার কাছ থেকে কত পরিমাণ টাকা নেওয়া হয়েছে, বা নেওয়া হবে, তার খুঁটিনাটি তথ্য লেখা রয়েছে ওই ডায়েরিতে ! যদিও তদন্তের স্বার্থে এখনই ডায়েরিতে থাকা নামের তালিকা প্রকাশ্য়ে আনতে নারাজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

আরও পড়ুন: Anubrata Mandal : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সায়গল যে শুধুমাত্র গরুপাচার কাণ্ডের সঙ্গেই যুক্ত ছিলেন, তা নয় ৷ তিনি সরাসরি কয়লাপাচারেও জড়িত ছিলেন ৷ তদন্ত এগোতেই সিবিআই গোয়েন্দারা জানতে পারেন, অনুব্রতর এই দেহরক্ষীর সম্পত্তির সঙ্গে তাঁর বৈধ আয়ের কোনও মিল নেই ৷ ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসে দু'দফায় সায়গল হোসেনকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই ৷ নিউটাউনে সায়গলের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে তারা ৷ সেখান থেকে কয়েক কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে ৷

সূত্রের দাবি, 2014 সাল থেকেই সায়গলের সম্পত্তির পরিমাণ ঝড়ের গতিতে বাড়তে শুরু করে ৷ এর পিছনে কী রহস্য রয়েছে, সেটাই জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এর জন্য সায়গলকে তাঁর আয় সংক্রান্ত বিভিন্ন নথি জমা দিতে বলা হয়েছে ৷ গোয়েন্দাদের অনুমান, রাজ্য়ের প্রভাবশালীদের একাংশের 'স্নেহধন্য' হওয়াতেই সায়গলের এত বাড়বাড়ন্ত ৷ সেই প্রভাবশালী কারা, তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই ৷

কলকাতা, 11 জুন: কোটি কোটি টাকার সোনার গয়না, প্রাসাদোপম বাড়ি থেকে ঝাঁ-চকচকে ফ্ল্যাট! রাজ্য পুলিশের সামান্য একজন কনস্টেবল হয়ে এত সম্পত্তি কীভাবে তৈরি করলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)? আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ আর এই অনুসন্ধানে তাঁদের প্রধান ভরসা একটি ডায়েরি ! সূত্রের দাবি, ওই ডায়েরিতেই রয়েছে অনেক গোপন রহস্যের চাবিকাঠি ! সায়গল হোসেন কীভাবে এত টাকা রোজগার করলেন, তার বিস্তারিত তথ্য নাকি মজুত রয়েছে এই ডায়েরিতে !

গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই ৷ ইতিমধ্য়েই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁর ডোমকলের বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে ৷ সূত্রের দাবি, সায়গলের সেই বাড়ি প্রাসাদের থেকে কম কিছু নয় ! এই 'প্রাসাদে'ই তল্লাশি চালিয়ে একটি ডায়েরি উদ্ধার করেছে সিবিআই ৷ তাতে একাধিক রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে ৷ তাঁদের মধ্য়ে কার কাছ থেকে কত পরিমাণ টাকা নেওয়া হয়েছে, বা নেওয়া হবে, তার খুঁটিনাটি তথ্য লেখা রয়েছে ওই ডায়েরিতে ! যদিও তদন্তের স্বার্থে এখনই ডায়েরিতে থাকা নামের তালিকা প্রকাশ্য়ে আনতে নারাজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

আরও পড়ুন: Anubrata Mandal : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সায়গল যে শুধুমাত্র গরুপাচার কাণ্ডের সঙ্গেই যুক্ত ছিলেন, তা নয় ৷ তিনি সরাসরি কয়লাপাচারেও জড়িত ছিলেন ৷ তদন্ত এগোতেই সিবিআই গোয়েন্দারা জানতে পারেন, অনুব্রতর এই দেহরক্ষীর সম্পত্তির সঙ্গে তাঁর বৈধ আয়ের কোনও মিল নেই ৷ ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসে দু'দফায় সায়গল হোসেনকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই ৷ নিউটাউনে সায়গলের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে তারা ৷ সেখান থেকে কয়েক কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে ৷

সূত্রের দাবি, 2014 সাল থেকেই সায়গলের সম্পত্তির পরিমাণ ঝড়ের গতিতে বাড়তে শুরু করে ৷ এর পিছনে কী রহস্য রয়েছে, সেটাই জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এর জন্য সায়গলকে তাঁর আয় সংক্রান্ত বিভিন্ন নথি জমা দিতে বলা হয়েছে ৷ গোয়েন্দাদের অনুমান, রাজ্য়ের প্রভাবশালীদের একাংশের 'স্নেহধন্য' হওয়াতেই সায়গলের এত বাড়বাড়ন্ত ৷ সেই প্রভাবশালী কারা, তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.