ETV Bharat / state

Bhadu Sheikh Murder: ভাদু শেখ খুনে সিবিআইয়ের জালে আরও এক অভিযুক্ত - ভাদু শেখ

গত 21 মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় (Bhadu Sheikh Murder) ৷ ওই ঘটনায় আগেও একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ এবার আরও একজনকে তারা গ্রেফতার করল ৷

cbi-arrested-one-more-accused-in-bhadu-sheikh-murder-case
Bhadu Sheikh Murder: ভাদু শেখ খুনে সিবিআইয়ের জালে আরও এক অভিযুক্ত
author img

By

Published : Dec 2, 2022, 4:10 PM IST

রামপুরহাট (বীরভূম), 2 ডিসেম্বর: বগটুই মোড়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উপ-প্রধান ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত সফি শেখ ওরফে সফিজুল শেখকে গ্রেফতার করল সিবিআই (CBI) । বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বীরভূমের বগটুই গ্রাম থেকে সফি শেখ নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করেন গোয়েন্দারা ৷ ধৃত সফি শেখকে রামপুরহাট মহকুমা আদালতে (Rampurhat Court) তোলা হলে চার দিনের সিবিআই হেফাজোতের নির্দেশ দেন বিচারক ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 21মার্চ রাত সাড়ে 8টা নাগাদ বীরভূমের রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা তথা রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে (Bhadu Sheikh Murder) । সেই খুনের ঘটনার পর বগটুই গ্রামে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ মৃত্য় হয় 10 জনের (Bogtui Massacre) ৷ প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে দু’টি ঘটনারই তদন্ত শুরু করে সিবিআই ৷

খুনের ঘটনার কয়েকদিন পরই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে । সেই ফুটেজে দেখা যায়, ভাদু শেখ একটু স্কুটিতে বসে ফোনে কথা বলছেন । হঠাৎ দু’টি বাইকে চার জন দুষ্কৃতী আসে । চলন্ত বাইক থেকে একজন দুষ্কৃতী ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে । ভাদু শেখ মাটিতে লুটিয়ে পড়েন । একজন দুষ্কৃতী পিস্তল বের করে গুলি ছোড়ে ।

তার পর বেশ কয়েকটি বোমা মেরে সেখান থেকে দুষ্কৃতীরা চলে যায় । রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Rampurhat Hospital) ভাদু শেখকে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আরও পড়ুন: তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত ফয়জুলকে গ্রেফতার সিবিআইয়ের

রামপুরহাট (বীরভূম), 2 ডিসেম্বর: বগটুই মোড়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উপ-প্রধান ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত সফি শেখ ওরফে সফিজুল শেখকে গ্রেফতার করল সিবিআই (CBI) । বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বীরভূমের বগটুই গ্রাম থেকে সফি শেখ নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করেন গোয়েন্দারা ৷ ধৃত সফি শেখকে রামপুরহাট মহকুমা আদালতে (Rampurhat Court) তোলা হলে চার দিনের সিবিআই হেফাজোতের নির্দেশ দেন বিচারক ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 21মার্চ রাত সাড়ে 8টা নাগাদ বীরভূমের রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা তথা রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে (Bhadu Sheikh Murder) । সেই খুনের ঘটনার পর বগটুই গ্রামে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ মৃত্য় হয় 10 জনের (Bogtui Massacre) ৷ প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে দু’টি ঘটনারই তদন্ত শুরু করে সিবিআই ৷

খুনের ঘটনার কয়েকদিন পরই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে । সেই ফুটেজে দেখা যায়, ভাদু শেখ একটু স্কুটিতে বসে ফোনে কথা বলছেন । হঠাৎ দু’টি বাইকে চার জন দুষ্কৃতী আসে । চলন্ত বাইক থেকে একজন দুষ্কৃতী ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে । ভাদু শেখ মাটিতে লুটিয়ে পড়েন । একজন দুষ্কৃতী পিস্তল বের করে গুলি ছোড়ে ।

তার পর বেশ কয়েকটি বোমা মেরে সেখান থেকে দুষ্কৃতীরা চলে যায় । রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Rampurhat Hospital) ভাদু শেখকে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আরও পড়ুন: তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত ফয়জুলকে গ্রেফতার সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.