ETV Bharat / state

Anubrata Mandal's Security Accident : পথ দুর্ঘটনায় মৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে-সহ 2, আশঙ্কাজনক 2 - ইলামবাজারে পথ দুর্ঘটনা

ঈদের বাজার করে ফেরার পথে দুর্ঘটনা ৷ তার জেরেই মৃত্যু হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর সাত বছরের মেয়ে ও বন্ধুর (Anubrata Mandal's Secuirity Accident) ৷ ঘটনাটি ঘটেছে ইলামবাজারের চৌপাহারি জঙ্গলের কাছে (Ilambazar Road Accident) ৷

Anubrata Mandal News
পথ দুর্ঘটনায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি
author img

By

Published : Apr 27, 2022, 10:45 AM IST

Updated : Apr 27, 2022, 12:49 PM IST

ইলামবাজার, 27 এপ্রিল : পথদুর্ঘটনার জেরে মৃত্যু হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনের মেয়ে এবং এক ব্যক্তির । ঈদের বাজার করে ফেরার পথে ইলামবাজারের (Ilambazar Road Accident) চৌপাহারি জঙ্গলের কাছে ডাম্পারের সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের (car of Anubrata Mandal security personnel met with a lethal accident) ৷ আহত হন দু'জন ৷ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ সামান্য চোট লাগে পিছনের গাড়িতে থাকা সাইগেল হোসেনের ৷ যদিও দলের তরফে দাবি করা হয় পিছনের দু'টি গাড়ির একটিতে ছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ৷

সামনেই ঈদ ৷ মঙ্গলবার রাতে সেই উপলক্ষে দুর্গাপুর থেকে কেনাকাটা করে ফিরছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের পরিবার ৷ ইলামবাজারের চৌপাহারি জঙ্গলের কাছে তাঁদের চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি ডাম্পারের ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইগেল হোসেনের সাত বছরের মেয়ে সহ-মাধব কৈবর্ত্য নামে এক ব্যক্তির ৷ মাধববাবু সাইগেল হোসেনের বন্ধু বলে জানা গিয়েছে ৷

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে ইলামবাজার থানার পুলিশ । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ গতি নিয়ন্ত্রণ করতে না পারার জন্যেই এই দুর্ঘটনা বলে অনুমান ৷

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনকেই জেরা করেন সিবিআই অফিসাররা ।

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি, আহত 5

ইলামবাজার, 27 এপ্রিল : পথদুর্ঘটনার জেরে মৃত্যু হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনের মেয়ে এবং এক ব্যক্তির । ঈদের বাজার করে ফেরার পথে ইলামবাজারের (Ilambazar Road Accident) চৌপাহারি জঙ্গলের কাছে ডাম্পারের সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের (car of Anubrata Mandal security personnel met with a lethal accident) ৷ আহত হন দু'জন ৷ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ সামান্য চোট লাগে পিছনের গাড়িতে থাকা সাইগেল হোসেনের ৷ যদিও দলের তরফে দাবি করা হয় পিছনের দু'টি গাড়ির একটিতে ছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ৷

সামনেই ঈদ ৷ মঙ্গলবার রাতে সেই উপলক্ষে দুর্গাপুর থেকে কেনাকাটা করে ফিরছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের পরিবার ৷ ইলামবাজারের চৌপাহারি জঙ্গলের কাছে তাঁদের চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি ডাম্পারের ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইগেল হোসেনের সাত বছরের মেয়ে সহ-মাধব কৈবর্ত্য নামে এক ব্যক্তির ৷ মাধববাবু সাইগেল হোসেনের বন্ধু বলে জানা গিয়েছে ৷

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে ইলামবাজার থানার পুলিশ । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ গতি নিয়ন্ত্রণ করতে না পারার জন্যেই এই দুর্ঘটনা বলে অনুমান ৷

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনকেই জেরা করেন সিবিআই অফিসাররা ।

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি, আহত 5

Last Updated : Apr 27, 2022, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.