ETV Bharat / state

Pranab Mukherjee: প্রণবকে নিয়ে প্রকাশিত হচ্ছে বই ! অপেক্ষায় দুই বাংলা

প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) জীবন নিয়ে রচিত হয়েছে 'প্রণব মুখার্জি, রাজনীতির ভেতর বাহির' ৷ খুব শীঘ্রই দুই বাংলায় বইটি প্রকাশিত হবে ৷

book on Pranab Mukherjee will publish soon
Pranab Mukherjee: প্রণবকে নিয়ে প্রকাশিত হচ্ছে বই ! অপেক্ষায় দুই বাংলা
author img

By

Published : Jun 24, 2022, 9:17 PM IST

বোলপুর, 24 জুন: প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ৷ ভারতীয় রাজনীতিতে এক মহিরুহের নাম ! তাঁর রাজনৈতিক জীবন কেমন ছিল ? রাজনীতির বাইরের মানুষটিই বা কেমন ছিলেন ? সেসবেরই হদিশ মিলবে 'প্রণব মুখার্জি, রাজনীতির ভেতর বাহির' শীর্ষক বইয়ের পাতায় পাতায় ৷ এই বইটির প্রথম খণ্ড প্রকাশিত হতে চলেছে ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বইটি প্রকাশ করা হবে ৷ সাংবাদিক গৌতম লাহিড়ীর লেখা এই বই পাঠকমহলে ভালোই সাড়া ফেলবে বলে আশা প্রকাশকদের ৷

বীরভূমের কীর্ণাহারের মিরাটি গ্রামের মানুষ ছিলেন প্রণব মুখোপাধ্যায় ৷ তাঁকে বাদ দিয়ে ভারতের রাজনীতি অসম্পূর্ণ ৷ 1969 সালে প্রথম কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন প্রণব ৷ এরপর থেকেই তাঁর উত্থান শুরু হয় ৷ ভারতের শিল্পোন্নয়ন, বিদেশ, প্রতিরক্ষা, অর্থের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি ৷ 2012 সালে ভারতের 13তম রাষ্ট্রপতি হন প্রণব ৷ তিনিই প্রথম বাঙালি, যিনি ভারতের প্রথম নাগরিক হওয়ার সম্মান অর্জন করেছেন ৷

book on Pranab Mukherjee will publish soon
প্রণব মুখোপাধ্য়ায়কে নিয়ে লেখা বই ৷

আরও পড়ুন: আলু পোস্ত, কাতলার কালিয়া ; খড়গ্রামে এলেই মধ্যাহ্নভোজন করতেন প্রণব মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনও বরাবর আমজনতার নজর কেড়েছে ৷ তা সে তাঁর ছোটবেলার স্কুলে যাওয়ার স্মৃতি হোক, কিংবা বাড়ির পুজোয় নিয়ম মেনে পৌরহিত্য করা, সবকিছুই আমজনতার প্রিয় ছিল ৷ এমনকী, বিরোধী শিবিরের সদস্যরাও প্রণবকে চিরকাল সম্মান করে এসেছেন ৷ পণ্ডিত মানুষ হওয়া সত্ত্বেও তাঁর আটপৌঢ়ে বাঙালিয়ানা নিয়ে আজও গর্ব করে বাঙালি ৷ প্রকৃত অর্থেই তিনি একজন কিংবদন্তী ৷

লেখক ও প্রকাশকদের আশা, 'প্রণব মুখার্জি, রাজনীতির ভেতর বাহির' শীর্ষক বইয়ের প্রতিটি পৃষ্ঠায় প্রিয় নেতাকে আরও ভালোভাবে চেনার সুযোগ পাবেন পাঠকরা ৷ এপার বাংলায় বইটি পরিবেশনের দায়িত্বে রয়েছেন শুভ নাথ ৷ তিনি বলেন, "দুই বাংলাতেই পাওয়া যাবে বইটি ৷ প্রণব মুখোপাধ্যায়ের জীবনের খুঁটিনাটি বিষয় যতটা সম্ভব নিঁখুতভাবে প্রকাশ করেছেন লেখক ৷ বইটি থেকে পাঠক অনেক অজানা তথ্য জানতে পারবেন ৷"

বোলপুর, 24 জুন: প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ৷ ভারতীয় রাজনীতিতে এক মহিরুহের নাম ! তাঁর রাজনৈতিক জীবন কেমন ছিল ? রাজনীতির বাইরের মানুষটিই বা কেমন ছিলেন ? সেসবেরই হদিশ মিলবে 'প্রণব মুখার্জি, রাজনীতির ভেতর বাহির' শীর্ষক বইয়ের পাতায় পাতায় ৷ এই বইটির প্রথম খণ্ড প্রকাশিত হতে চলেছে ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বইটি প্রকাশ করা হবে ৷ সাংবাদিক গৌতম লাহিড়ীর লেখা এই বই পাঠকমহলে ভালোই সাড়া ফেলবে বলে আশা প্রকাশকদের ৷

বীরভূমের কীর্ণাহারের মিরাটি গ্রামের মানুষ ছিলেন প্রণব মুখোপাধ্যায় ৷ তাঁকে বাদ দিয়ে ভারতের রাজনীতি অসম্পূর্ণ ৷ 1969 সালে প্রথম কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন প্রণব ৷ এরপর থেকেই তাঁর উত্থান শুরু হয় ৷ ভারতের শিল্পোন্নয়ন, বিদেশ, প্রতিরক্ষা, অর্থের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি ৷ 2012 সালে ভারতের 13তম রাষ্ট্রপতি হন প্রণব ৷ তিনিই প্রথম বাঙালি, যিনি ভারতের প্রথম নাগরিক হওয়ার সম্মান অর্জন করেছেন ৷

book on Pranab Mukherjee will publish soon
প্রণব মুখোপাধ্য়ায়কে নিয়ে লেখা বই ৷

আরও পড়ুন: আলু পোস্ত, কাতলার কালিয়া ; খড়গ্রামে এলেই মধ্যাহ্নভোজন করতেন প্রণব মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনও বরাবর আমজনতার নজর কেড়েছে ৷ তা সে তাঁর ছোটবেলার স্কুলে যাওয়ার স্মৃতি হোক, কিংবা বাড়ির পুজোয় নিয়ম মেনে পৌরহিত্য করা, সবকিছুই আমজনতার প্রিয় ছিল ৷ এমনকী, বিরোধী শিবিরের সদস্যরাও প্রণবকে চিরকাল সম্মান করে এসেছেন ৷ পণ্ডিত মানুষ হওয়া সত্ত্বেও তাঁর আটপৌঢ়ে বাঙালিয়ানা নিয়ে আজও গর্ব করে বাঙালি ৷ প্রকৃত অর্থেই তিনি একজন কিংবদন্তী ৷

লেখক ও প্রকাশকদের আশা, 'প্রণব মুখার্জি, রাজনীতির ভেতর বাহির' শীর্ষক বইয়ের প্রতিটি পৃষ্ঠায় প্রিয় নেতাকে আরও ভালোভাবে চেনার সুযোগ পাবেন পাঠকরা ৷ এপার বাংলায় বইটি পরিবেশনের দায়িত্বে রয়েছেন শুভ নাথ ৷ তিনি বলেন, "দুই বাংলাতেই পাওয়া যাবে বইটি ৷ প্রণব মুখোপাধ্যায়ের জীবনের খুঁটিনাটি বিষয় যতটা সম্ভব নিঁখুতভাবে প্রকাশ করেছেন লেখক ৷ বইটি থেকে পাঠক অনেক অজানা তথ্য জানতে পারবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.