ETV Bharat / state

জয়শ্রীরাম বলায় তিরবিদ্ধ BJP কর্মী ! - mayureswar tmc

জয়শ্রীরাম ধ্বনি শুনে রেগে গেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । যারা জয়শ্রীরাম বলেছিলেন তাঁদের অপমানও করেছিলেন তিনি । তারপর থেকে জয়শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বাড়ছে অশান্তি । সেই তালিকায় নয়া সংযোজন বীরভূমের এই ঘটনা ।

তিরবিদ্ধ বিজেপি কর্মী
author img

By

Published : May 18, 2019, 12:56 PM IST

Updated : May 18, 2019, 1:12 PM IST

ময়ূরেশ্বর, 18 মে : এক BJP কর্মীকে তিরবিদ্ধ করা হল । অভিযোগ জয়শ্রীরাম বলায় সন্তোষ সেন নামের ওই BJP কর্মীকে তিরবিদ্ধ করা হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের ধর্মরাজতলা পাড়ার । জখম সন্তোষ সেনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গতরাতে ময়ূরেশ্বর ধর্মরাজতলায় পুজো উপলক্ষ্যে কীর্তন গান হচ্ছিল । স্থানীয় সূত্রে খবর, অনুষ্ঠান চলাকালীন এক BJP কর্মীর জয়শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় । বন্ধ হয়ে যায় অনুষ্ঠান । তৃণমূল ও BJP কর্মী-সমর্থকরা একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে । স্থানীয় BJP কর্মী সন্তোষ সেনের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায় । ফের শুরু হয় কীর্তন গান । কিন্তু, শান্তির বাতাবরণ বেশিক্ষণ স্থায়ী হয়নি । BJP-র অভিযোগ, ঝামেলা থেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তৃণমূলের কয়েকজন তাদের লক্ষ্য করে তির মারতে শুরু করে । সন্তোষ সেনের পিঠে তির লাগে । এবারে অশান্তি চরম আকার নেয় । দু'পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইট ছু়ড়তে শুরু করে । ময়ূরেশ্বর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

ঘটনা প্রসঙ্গে BJP-র বীরভূম জেলা সম্পাদক অতনু চ্যাটার্জি বলেন, “আমরা পার্টির তরফ থেকে 8 জন তৃণমূল কর্মীর নামে ময়ূরেশ্বর থানায় অভিযোগ জানিয়েছি । অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।” যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তির ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে ।

ময়ূরেশ্বর, 18 মে : এক BJP কর্মীকে তিরবিদ্ধ করা হল । অভিযোগ জয়শ্রীরাম বলায় সন্তোষ সেন নামের ওই BJP কর্মীকে তিরবিদ্ধ করা হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের ধর্মরাজতলা পাড়ার । জখম সন্তোষ সেনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গতরাতে ময়ূরেশ্বর ধর্মরাজতলায় পুজো উপলক্ষ্যে কীর্তন গান হচ্ছিল । স্থানীয় সূত্রে খবর, অনুষ্ঠান চলাকালীন এক BJP কর্মীর জয়শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় । বন্ধ হয়ে যায় অনুষ্ঠান । তৃণমূল ও BJP কর্মী-সমর্থকরা একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে । স্থানীয় BJP কর্মী সন্তোষ সেনের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায় । ফের শুরু হয় কীর্তন গান । কিন্তু, শান্তির বাতাবরণ বেশিক্ষণ স্থায়ী হয়নি । BJP-র অভিযোগ, ঝামেলা থেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তৃণমূলের কয়েকজন তাদের লক্ষ্য করে তির মারতে শুরু করে । সন্তোষ সেনের পিঠে তির লাগে । এবারে অশান্তি চরম আকার নেয় । দু'পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইট ছু়ড়তে শুরু করে । ময়ূরেশ্বর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

ঘটনা প্রসঙ্গে BJP-র বীরভূম জেলা সম্পাদক অতনু চ্যাটার্জি বলেন, “আমরা পার্টির তরফ থেকে 8 জন তৃণমূল কর্মীর নামে ময়ূরেশ্বর থানায় অভিযোগ জানিয়েছি । অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।” যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তির ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে ।

sample description
Last Updated : May 18, 2019, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.