লাভপুর, 16 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । দুস্থ মানুষের সাহায্যার্থে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । কিন্তু বিনামূল্যের রেশন সামগ্রী পাচ্ছেন না BJP সমর্থকরা । অভিযোগ, এর পিছনে এলাকার তৃণমূল নেতাদের হাত রয়েছে । এহেন দ্বিচারিতায় ক্ষুব্ধ লাভপুরের হাতিয়া গ্রাম পঞ্চায়েতের ভালকুটি গ্রামের BJP সমর্থকরা। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব ৷
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ ভালকুটি গ্রামে একটি রেশন দোকান থেকে চাল, আলু প্রভৃতি খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছিল । সমগ্র প্রক্রিয়াটি পরিচালনা করছিলেন স্থানীয় তৃণমূল নেতারা ৷ অভিযোগ, গ্রামের BJP সমর্থকরা রেশন আনতে গেলে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয় ৷ তৃণমূলের লোকজন জিজ্ঞাসা করেন, "তৃণমূলকে ভোট দিয়েছ ? BJP-কে ভোট দিয়েছ ?" BJP-র কাছে গিয়ে চাল নাও ।"
তবে এলাকার তৃণমূল নেতা মান্নান হুসেন বলেন, "সবাইকেই রেশনের প্রাপ্য জিনিস দেওয়া হচ্ছে ৷ লকডাউন পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে BJP।" এর আগেও একাধিকবার রেশন বণ্টন নিয়ে রাজনীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী নেতারা । কোথাও অভিযোগ উঠেছে, বরাদ্দের থেকে কম পরিমাণে রেশন সামগ্রী দেওয়ার । কোথাও আবার রেশন সামগ্রী নিয়ে দলবাজির অভিযোগ উঠেছে ।